Site icon Trickbd.com

এবার কনো কীবোর্ড ব্যাবহার না করেই আপনার এন্ড্রোয়েড/জাভা মোবাইলে ৯১ টি স্টাইলের লিখা লিখুন মাত্র এক ক্লিকেই!(Don’t Miss)

Unnamed

আসসালামুয়ালাইকুম


কেমন আছেন সবাই???
আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি।
তাই তো আপনাদের মাঝে আবারো একটি নতুন ট্রিক
নিয়ে হাজির হয়েছি!

আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করবো
সেটি হচ্ছে-

কনো প্রকার কীবোর্ড ব্যাবহার না করেই,
কিভাবে আপনার এন্ড্রোয়েড/জাভা মোবাইলে
অনেক স্টাইলের লিখা লিখবেন!!!!


কাজটা একদম সহজ,
তাই সবাই এটা করতে পারবেন।
আর আমি স্ক্রীনশটের মাধ্যমে খুব সুন্দর করে আপনাদের
বুঝিয়ে দেওয়ার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই—-
⃝প্রথমে যেকনো ব্রাউজার থেকে এই
লিংকএ
প্রবেশ করুন।
তারপর একটি পেইজ আসবে।
আপনি একটু নিচে গেলেই একটা ফাঁকা বক্স দেখতে
পাবেন,
সেই বক্সটিতে ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার আপনি আপনার যে লিখাটি স্টাইলিশ করতে চান,
সেটি ঐ ফাঁকা বক্সটিতে লিখুন।
যেমন আমি ফাঁকা বক্সটিতে আমার নিজের নাম
লিখেছিঃ Mehedi Islam Ripon.
ঠিক একই ভাবে আপনিও ইচ্ছেমতো আপনার লিখাটি
লিখুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার লিখা শেষ হয়ে গেলে,
বক্সের নিচে দেখুন Generate Mega Stylish Text লিখা আছে।
এবার সেটায় ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার দেখুন মজা!!!!!!!
নিচে দেখুন আপনার সাধারণ লিখাটি কনভার্ট হয়ে
৯১টি স্টাইলের লিখায় পরিণত হয়েছে!
এবার বক্সগুলো থেকে আপনার পছন্দমতো স্টাইলের লিখা
কপি করে যেকোন জায়গার পেষ্ট করে দিন,
আর মজা নিন!!!
আমি নিচে কয়েকটা স্টাইলের স্ক্রীনশট দিয়ে দিলাম,
দেখে নিন।

আশা করি পোষ্টটা সবার উপকারে আসবে।
পোষ্ট এর কনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন,
অথবা,
ফেসবুকে আমাকে ম্যাসেজ করতে পারেন।
পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
আর ট্রিকবিডির সাথেই থাকবেন
আল্লাহ হাফেজ।

Exit mobile version