আসসালামুয়ালাইকুম


কেমন আছেন সবাই???
আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি।
তাই তো আপনাদের মাঝে আবারো একটি নতুন ট্রিক
নিয়ে হাজির হয়েছি!

আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করবো
সেটি হচ্ছে-

কনো প্রকার কীবোর্ড ব্যাবহার না করেই,
কিভাবে আপনার এন্ড্রোয়েড/জাভা মোবাইলে
অনেক স্টাইলের লিখা লিখবেন!!!!


কাজটা একদম সহজ,
তাই সবাই এটা করতে পারবেন।
আর আমি স্ক্রীনশটের মাধ্যমে খুব সুন্দর করে আপনাদের
বুঝিয়ে দেওয়ার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই—-
⃝প্রথমে যেকনো ব্রাউজার থেকে এই
লিংকএ
প্রবেশ করুন।
তারপর একটি পেইজ আসবে।
আপনি একটু নিচে গেলেই একটা ফাঁকা বক্স দেখতে
পাবেন,
সেই বক্সটিতে ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার আপনি আপনার যে লিখাটি স্টাইলিশ করতে চান,
সেটি ঐ ফাঁকা বক্সটিতে লিখুন।
যেমন আমি ফাঁকা বক্সটিতে আমার নিজের নাম
লিখেছিঃ Mehedi Islam Ripon.
ঠিক একই ভাবে আপনিও ইচ্ছেমতো আপনার লিখাটি
লিখুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার লিখা শেষ হয়ে গেলে,
বক্সের নিচে দেখুন Generate Mega Stylish Text লিখা আছে।
এবার সেটায় ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

এবার দেখুন মজা!!!!!!!
নিচে দেখুন আপনার সাধারণ লিখাটি কনভার্ট হয়ে
৯১টি স্টাইলের লিখায় পরিণত হয়েছে!
এবার বক্সগুলো থেকে আপনার পছন্দমতো স্টাইলের লিখা
কপি করে যেকোন জায়গার পেষ্ট করে দিন,
আর মজা নিন!!!
আমি নিচে কয়েকটা স্টাইলের স্ক্রীনশট দিয়ে দিলাম,
দেখে নিন।

আশা করি পোষ্টটা সবার উপকারে আসবে।
পোষ্ট এর কনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন,
অথবা,
ফেসবুকে আমাকে ম্যাসেজ করতে পারেন।
পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
আর ট্রিকবিডির সাথেই থাকবেন
আল্লাহ হাফেজ।

20 thoughts on "এবার কনো কীবোর্ড ব্যাবহার না করেই আপনার এন্ড্রোয়েড/জাভা মোবাইলে ৯১ টি স্টাইলের লিখা লিখুন মাত্র এক ক্লিকেই!(Don’t Miss)"

  1. Shadin Lover Contributor says:
    Fb Te Asen…Name :- ইয়ামুন
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      done.
  2. SagorSrkian Author says:
    এইটা সফট দিয়া হয়। Fancy Text.apk দিয়ে।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      হলে ভালো।
      আমি কনো সফট ছাড়াই কাজটা দেখিয়েছি এবং টাইটেলেও তা উল্লেখ করেছি।
      আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
    2. AH Raju Author says:
      এটা করতে এমবির প্রয়োজন।যাদের এমবি নাই তারা কি ঘাস কাটবে/?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  3. tonmoy Contributor says:
    ভাই আমি চাই নতুন একটি ক্যাটাগরি খোলা হোক যার নাম contributor post. এই পোষ্ট গুলো হোম পেজে আসবে না তবে ক্যাটাগরির ভিতর পাওয়া যাবে। এখানে শুধু contributor রা পোষ্ট করতে পারবে। পোষ্টের মান, গুরুত্ব, কমেন্টের ধরন, অ্যাকটিভিটি ইত্যাদি দেখে এক মাসের জন্য পরীক্ষা মূলক ভাবে হোম পাতায় পোষ্ট করার সুযোগ দেওয়া হোক। এখানেও পজেটিভ হলে অথর বানানো হোক।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      খুব ভালো আইডিয়া।
      আপনি এ বিষয়ে রানা ভাইকে অথবা [email protected] এ মেইল পাঠাতে পারেন।
      আমিও আপনার সাথে সহমত।
    2. Hridoy khan Contributor says:
      আরেকটা পোষ্ট কি করলেন:সিস্টেম অ্যাপ আনিনিস্টল নিয়ে…..
      মানুষকে ধোকা দেওয়া/বোকা বানানো থেকে বিরত থাকেন…
      ওই পোষ্ট টা পুরোটাই মিথ্যা..তাই না!!
    3. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আমি অই পোষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
      তবে Sim Card Change Notifire এপটি আনইন্সটল করার জন্য ওই এপটা সত্যি কার্যকারী এপ।
      আমি আবারো সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
    4. Hridoy khan Contributor says:
      it’s ok…be careful next time…
    5. Sourov Contributor says:
      সাপোর্ট এ মেইল করে জানান+রানা ভাইকে মেইল করেন
  4. Mostakim✅ Contributor says:
    ভাই পোস্টটা খুবই সুন্দর হইছেন। চালিয়ে যান।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. Mostakim✅ Contributor says:
      স্বাগতম
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thanks bro….
  5. arafat555333444 Contributor says:
    vai apni nijer keyboard a nijer pic kemne dilen?keyboard er nam ki
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ridmik keyboard vai.
      edit kore set korci.

Leave a Reply