আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।
আজকের এই পোস্টে আপনাদের দেখাবো Binance থেকে কিভাবে খুব সহজে Redotpay তে ডিপোজিট করতে পারবেন কোন উপকার বাড়তি চার্জ ছাড়া। কারণ অনেকে একটি ধারণা আছে। Binance থেকে Redotpay তে dollar লোড করতে এক ডলার লাগে, কিন্তু আসলে কি লাগে? এই বিষয়ে বিস্তারিত বলবো।
তাই পোস্ট সম্পন্ন পড়োন।

প্রথমে যাদের Redotpay ও Visa card এখনো নেননি তারা নিচের পোস্টগুলো ফলো করুন।
একাউন্ট খুলাও ভেরিফাই করার নিয়ম: এখান থেকে আমার রেফার একাউন্ট  করুন
কার্ড নেওয়ার নিয়ম: 11.11 সেলে Redotpay Visa কার্ড ৬০% ছাড় নিন ৪ ডলারে। এই কার্ড দিয়ে Facebook boost করা যায়।
Redotpay 11.11 সেল এর 4$ এ Card নিতে পারছেন না, তাদের ১টি Invite করতে বলতেছে তার সমাধান। কার্ড নিন খুব সহজে।

Withdraw করার নিয়ম:
Redotpay এর ৫ ডলার বোনাস যেভাবে বিকাশ এর মাধ্যমে তুলবেন ও ১০০ টাকার উপর লাভ করবেন, সম্পূর্ণ বৈধ পন্থায়। বিস্তারিত এখানে,,

Redotpay তে ডিরেক্ট ডিপোজিট করার উপায়:


১. প্রথমে Redotpay তে প্রবেশ করুন।
২. নিচের দেখানো Despite অপশনে ক্লিক করো:

USDT select করুন

৩. এখন Binance Pay সিলেক্ট করুন।
Note: Binance Pay সিলেক্ট করে ডিপোজিট করলে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে। এবং খুব সর্বনিম্ন থেকে ডলার ডিপোজিট করতে পারবেন
৪.  এখন নিজের মতন আসলে, আপনি যত ডলার ডিপোজিট করতে চান। তত ডলার লিখে Top-up অপশনে ক্লিক করুন:

৫. Top-up অপশনে ক্লিক করার সাথে সাথে, বাইনান্সের একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে কনফার্ম করে দিন।

তাহলে, আপনার redotpay তে ১ সেকেন্ডে ডিপোজিট হয়ে যাবে।

২য় উপায়, Cypto chain এর মাধ্যমে


১. প্রথম আগের মতন ডেপোজিট অপশন এ ক্লিক করুন:

ও USDT select করুন

২. এবার, usdt on chain deposit অপশনে ক্লিক করুন: 

৩. Select Network এ অবশ্যই BNB smart chain সিলেক্ট করবেন। যদি এটি না করেন, তাহলে বাকি chain নেটওয়ার্কে এক্সট্রা ডলার খরচ করতে হবে। আর এটি সিলেট করলে। কোন ফ্রি দিতে হবে না। কারণ এটি, Binace এর নিজস্ব নেটওয়ার্ক। তাই এটা সিলেট করুন:

৪. এবার এড্রেসটি কপি করে রাখুন:

৫. এখন Binace এ প্রবেশ করে, ওয়ালেট অপশন এ ক্লিক করুন:

৬. এখানে যদি আপনার ডলার না থাকে, তাহলে Funding অপশন থেকে P2P করে ডলার কিনে নিন। এখানে P2P ১০০% নিরাপদ। p2p না বুঝলে ভিডিওটি দেখুন: p2p করার নিয়ম

৭. ডলার কিনা হলে এবার withdraw অপশনে ক্লিক করুন:
৮. usdt সিলেক্ট করুন ও withdraw send via cypto network select করুন

৯. এবার নিচের মতো অপশন আসলে। এক নাম্বার বক্সে আপনার কপি করা এড্রেস টি দিন। যেটি redotpay BNB chain address ছিলো সেটি দিবেন। ও দুই নাম্বার অপশনে BNB smart chain নেটওয়ার্ক সিলেট করে দিবেন।

এরপরের অপশনে আপনার ডলার দিবেন। এখানে একটি বিষয় হচ্ছে বাইনান্স ১০ ডলারের কম আপনাকে উইড্র করতে দিবে না। তাই ১০ ডলার দিতে হবে। এবং withdraw দিতে হবে. এখান থেকে একটি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে। তবে সবকিছু ঠিক থাকলে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পর ডেপোজিট হয়ে যাবে।

এভাবে খুব সহজেই binance থেকে ডিপোজিট করে দিতে পারবেন। আশা করি পোস্টটি বুঝতে পেরেছেন।
যদি না বুঝে থাকেন ভিডিও লিংক এ দেখুন:
Video link

8 thoughts on "Binance থেকে Redopay তে ডলার লোড করবেন বিকাশ নগদ থেকে ও নিজে একটি ভার্চুয়াল Visa Card পাবেন। বিস্তারিত,,,,"

  1. Ramen Contributor says:
    আমি আপনাদের একাউন্টে ডলার ডিপোজিট করে দিব আমি আপনাদেরকে ফ্রিতে কার্ড করে দিব কিন্তু আমাকে রেফার দিতে হবে my fb link:- https://www.facebook.com/profile.php?id=100047942973558
    1. cawen82950 Contributor says:
      Nid nai, kore diben??
  2. cawen82950 Contributor says:
    Eta ke jane na🤣
    1. Ramen Contributor says:
      Hmm inbox
    2. cawen82950 Contributor says:
      Link?
  3. imriyad Contributor says:
    redotpay ভালো ছিল অক্টোবর এর আগেও। decline fee, $1 এর কম transaction এ fee, deposit fee, regular transaction fee।
    আরে ভাই fee এর আস্তানা। তারপর বিভিন্ন ফোরাম ঘাটাঘাটি করে আলহামদুলিল্লাহ এখন একটা চালাই যেটাতে transaction fee ও নাই কোনো fee ই নাই
    1. Rej1 Contributor says:
      কোনটা?
    2. imriyad Contributor says:
      cypher wallet

Leave a Reply