Site icon Trickbd.com

[বিশেষ করে- যারা HTML যানেন না] এবার HTML কোড না জানলেও HTML Master হয়ে যেতে পারবেন।

Unnamed

আসসামুআলাইকুম;
;আদাব।


আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমিও “মহান আল্লাহ তায়ালার” মেহেরবানিততে ভালো আছি।

আজকে আমি আপনাদের দেখাব +-+ যে কী ভাবে HTML কোড না জেনেও আপনি একজন HTML মাষ্টার হয়ে যেতে পারবেন।
(কোন এপস বা কোন কিছুই লাগবে না; শুধু থাকা চাই ধৈর্য, জ্ঞান আর কাজ করার জন্য কিছু এমবি)
এবং, এই HTML কে কাজে লাগি যেকোন কিছু করতে পারবেন।

+-আর এই কাজটি এতই সহজ যে, একটি পোষ্ট লেখার মতো+

—ত কথা না বড়িয়ে শুরু করা যাক—

আপনাকে প্রথমে এ একটি সাইটে যেতে হবে, (কোন ব্রাউজার দ্বার ব্রাউজ করলে বলো হবে (ইচ্ছা অনুযায়ী))
–> সাইটি এখানে >

এবার সাইটে গিয়ে — (Microsoft Word এর মতো একটি বক্স দেখতে পাবেন)

সেখানে আপনার যাবতীয় লেখা লেখতে পারবেন–>>

 

লেখা শেষ হলে নিচে দেখতে পারবেন আপনার “HTML”.
এখন, তাকে কপি করতে হবে। –>>

!!! কিন্তু, এ’ত কপি করা যাচ্ছে না !!!

এখন কী ভাবে করব?
উত্তরঃ App “Universel Copy

Copy করার পর আপনাকে ‘Memory, Phone Strong’ এ গিয়ে একটি File তৈরি করতে হবে
— (Your Text).txt
যেমনঃ Trickbd.txt
তৈরি করে সেভ করে দিবেন। –>>

এখন, আবার ঐ File এ ডুকে “আপনার HTML লেখা পেষ্ট Past করে দিবেন;; তারপর সেভ করে দিবেন –>>

এখস, ঐ File Rename করে দিতে হবে — (Your Text).html
যেমনঃ Trickbd.html –>>

তারপর সেভ দিয়ে, তাতে ডুকেন –>>

কী? হয়ে গেল আপনার HTML!

–+- এবার, Codes দিয়ে আপনি চাইলে এপসও বানাতে পারবেন, যা দরকার তাই করতে পারবেন (তবে আস্তে আস্তে পরে)

 

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর TrickBD.Com এর সাথেই থাকবেন ~~ ধন্যবাদ

কোন প্রয়োজনে আমি ফেসবুকে।