আসসামুআলাইকুম;
;আদাব।
—
–
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমিও “মহান আল্লাহ তায়ালার” মেহেরবানিততে ভালো আছি।
আজকে আমি আপনাদের দেখাব +-+ যে কী ভাবে HTML কোড না জেনেও আপনি একজন HTML মাষ্টার হয়ে যেতে পারবেন।
(কোন এপস বা কোন কিছুই লাগবে না; শুধু থাকা চাই ধৈর্য, জ্ঞান আর কাজ করার জন্য কিছু এমবি)
এবং, এই HTML কে কাজে লাগি যেকোন কিছু করতে পারবেন।
+-আর এই কাজটি এতই সহজ যে, একটি পোষ্ট লেখার মতো+
—ত কথা না বড়িয়ে শুরু করা যাক—
আপনাকে প্রথমে এ একটি সাইটে যেতে হবে, (কোন ব্রাউজার দ্বার ব্রাউজ করলে বলো হবে (ইচ্ছা অনুযায়ী))
–> সাইটি এখানে >
এবার সাইটে গিয়ে — (Microsoft Word এর মতো একটি বক্স দেখতে পাবেন)
সেখানে আপনার যাবতীয় লেখা লেখতে পারবেন–>>
লেখা শেষ হলে নিচে দেখতে পারবেন আপনার “HTML”.
এখন, তাকে কপি করতে হবে। –>>
!!! কিন্তু, এ’ত কপি করা যাচ্ছে না !!!
এখন কী ভাবে করব?
উত্তরঃ App “Universel Copy“
Copy করার পর আপনাকে ‘Memory, Phone Strong’ এ গিয়ে একটি File তৈরি করতে হবে
— (Your Text).txt
যেমনঃ Trickbd.txt
তৈরি করে সেভ করে দিবেন। –>>
এখন, আবার ঐ File এ ডুকে “আপনার HTML লেখা পেষ্ট Past করে দিবেন;; তারপর সেভ করে দিবেন –>>
এখস, ঐ File Rename করে দিতে হবে — (Your Text).html
যেমনঃ Trickbd.html –>>
তারপর সেভ দিয়ে, তাতে ডুকেন –>>
কী? হয়ে গেল আপনার HTML!
–+- এবার, Codes দিয়ে আপনি চাইলে এপসও বানাতে পারবেন, যা দরকার তাই করতে পারবেন (তবে আস্তে আস্তে পরে)
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর TrickBD.Com এর সাথেই থাকবেন ~~ ধন্যবাদ
আর যারা মোটামোটি জানেন তাদের জন্যও।
এই পোষ্টি করা হয়েছে যারা জানে না তাদের জন্য।
আর যারা জানে তাদের জন্যও উপকারী।
কোডস লিখে সময় নষ্ট করার চেয়ে Virtual ভাবে করে HTML কোড বের করাই ভালো মনে করি।
আমার মতে, C থেকে C++ বেটার 🙂
তবে, দেখি একটা পোষ্ট করব 😀
and
Thanks 🙂
Colour হবে & code এর ভাষায় color
[color=green]Your Text[/color]
ok?