(i) এই লিংকটিতে {HDR Effect} প্রবেশ করুন। এমন একটি পেজ লোড হবে।
(ii) একটু নিচের দিকে গেলে এমন কিছু দেখতে পাবেন। এবার ছবি ও লিখা মিলিয়ে কাজ করবেন।
{বি:দ্র: আপনার ছবিটি অবশ্যই .jpg ফরম্যাটে থাকতে হবে।}
2. HDR এর ভার্সন সিলেক্ট করবেন। ড্রপডাউন বক্স থেকে Normal সিলেক্ট করা শ্রেয় হবে। তবে আপনার ছবির অবস্থা বুঝে সিলেক্ট করবেন।
3. ছবিতে ব্রাইটনেস, কনট্রাস্ট ইত্যাদির মাত্রা ঠিক করবেন। তবে আপনার ছবিতে যদি সব ঠিক থাকে, তাহলে কিছু ইডিট না করাই শ্রেয়।
4. ছবির কোয়ালিটি এর মাত্রা দিবেন। এই অপসনে 92 বা তার কম দিলে ভালো হয়, নাহলে টাইম-আউট দেখাতে পারে।
5. OK বাটনে ক্লিক করুন।
(iii) নতুন পেজে আপনার ছবির রেজাল্ট পেয়ে যাবেন। সেখানে নিচের মত পেজ আসবে
6. ছবিটি তৈরি হয়ে গেলে, ছবি দেখতে Open proccessed image তে ক্লিক করুন। আর সরাসরি ডাউনলোড করতে Download proccessed image তে ক্লিক করুন।
দেখুন আমার তোলা ছবিতে HDR ইফেক্ট দেয়ার আগে ও পরে।
ব্যাস, এই পর্যন্তই। ভুল হলে ক্ষমা করে দিবেন| পোস্টটি ভালো লাগলে বা কোনো সমস্যা হল কমেন্ট করুন।
ধন্যবাদ।