স্বাগতম বন্ধুরা ।

আজকের টপিক হল কিভাবে অনলাইনে যেকোন ছবিকে HDR ইফেক্ট দিব। তার আগে বলে নেই HDR কি! HDR এর পুরো নাম হল High Dynamic Range । এটি ফোটোগ্রাফি এর একটি অংশ। এর বিশেষত্ব হল এই ইফেক্টটি আপনার তোলা ছবিকে বিভিন্ন Exposure এ ইডিট করে একটি ছবিতে একসাথে স্থাপন করে। তবে যখন HDR মোডে ক্যামেরা দিয়ে তোলা হয় তখন বিভিন্ন Exposure এর ছবি তুলে একটি ছবিতে স্থাপন করে। এই HDR ফিচারটি বিভিন্ন ফোনে দেখা যায়। তবে পুরাতন মডেলের ফোনগুলোতে এই ফিচার পাওয়া যায়। তো এই ট্রিকে আজকে বলব কিভাবে অনলাইনে আপনার তোলা ছবিতে HDR ইফেক্ট দিবেন। চলুন শুরু করি।

(i) এই লিংকটিতে {HDR Effect} প্রবেশ করুন। এমন একটি পেজ লোড হবে।

(ii) একটু নিচের দিকে গেলে এমন কিছু দেখতে পাবেন। এবার ছবি ও লিখা মিলিয়ে কাজ করবেন।



1. Choose File এ ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করবেন।
{বি:দ্র: আপনার ছবিটি অবশ্যই .jpg ফরম্যাটে থাকতে হবে।}


2. HDR এর ভার্সন সিলেক্ট করবেন। ড্রপডাউন বক্স থেকে Normal সিলেক্ট করা শ্রেয় হবে। তবে আপনার ছবির অবস্থা বুঝে সিলেক্ট করবেন।

3. ছবিতে ব্রাইটনেস, কনট্রাস্ট ইত্যাদির মাত্রা ঠিক করবেন। তবে আপনার ছবিতে যদি সব ঠিক থাকে, তাহলে কিছু ইডিট না করাই শ্রেয়।

4. ছবির কোয়ালিটি এর মাত্রা দিবেন। এই অপসনে 92 বা তার কম দিলে ভালো হয়, নাহলে টাইম-আউট দেখাতে পারে।

5. OK বাটনে ক্লিক করুন।

(iii) নতুন পেজে আপনার ছবির রেজাল্ট পেয়ে যাবেন। সেখানে নিচের মত পেজ আসবে



6. ছবিটি তৈরি হয়ে গেলে, ছবি দেখতে Open proccessed image তে ক্লিক করুন। আর সরাসরি ডাউনলোড করতে Download proccessed image তে ক্লিক করুন।

দেখুন আমার তোলা ছবিতে HDR ইফেক্ট দেয়ার আগে ও পরে।

ব্যাস, এই পর্যন্তই। ভুল হলে ক্ষমা করে দিবেন| পোস্টটি ভালো লাগলে বা কোনো সমস্যা হল কমেন্ট করুন।

ধন্যবাদ।


13 thoughts on "{Photography Trick} অনলাইনে আপনার ছবিতে HDR ইফেক্ট দিয়ে, বানিয়ে তুলুন আরো সুন্দর; সব ডিভাইসে হবে।"

  1. antuali102 Contributor says:
    Thanks but hdr version 1.1 & power Low dile aro valo hosse
    1. Hatem Author Post Creator says:
      Welcome. And eta depend kore picture ta age kemon silo & pore kemon chan. Eisober upor……. 😛
    1. Hatem Author Post Creator says:
      tnx
    1. Hatem Author Post Creator says:
      welcome
  2. unknown Contributor says:
    soto vi 2 ter vitor to basi babodan pi na
    1. Hatem Author Post Creator says:
      tnx
  3. MH Editz Contributor says:
    yo!

    Onek apps diye kora jai…

    Online kore mb nost korben keno…

  4. Hatem Author Post Creator says:
    ho, jay to. But amar moto jara outdated phone use kore tader jay na
  5. Shanto is the best Contributor says:
    bro google camerar theke ki valo kno camera apps ase..?? r amar phone oppo f5 ekta camera app jdi suggest koren upokar. hy.. dslr efect ase jeigula te
  6. Hatem Author Post Creator says:
    ami Android use kori na. So, temon gyan nai. But ami joto jani Camera FV-5 valo. DSLR er onek feature paben….

Leave a Reply