টেক নিউজ, আপডেট, ট্রিক, এড্রয়েড টিপস, কম্পিউটার টিপস, অনলাইন আর্নিং টিপস, ইন্টারনেট অফার ও আরো আনেক কিছুর জন্য আমার গুগলে নানা ওয়েবসাইট এর খোঁজ করে থাকি।
বাংলাদেশের টপ ৩ টেক ব্লগ, ফোরাম এবং ওয়েবসাইট এর নাম এই পোস্টে প্রকাশ করা হল।
1. টেকটিউনস
ওয়েবসাইট এর ঠিকানাঃ https://www.techtunes.com.bd/
77.3% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর প্রথমে আছে টেকটিউনস। টেকটিউনস চালু করা হয় 21 ফেব্রুয়ারি 2008 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন চালু আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
2. ট্রিকবিডি
ওয়েবসাইট এর ঠিকানাঃ https://trickbd.com/
92.5% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর দ্বিতীয়তে আছে ট্রিকবিডি। ট্রিকবিডি চালু করা হয় 7 জানুয়ারি 2013 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন বন্ধ আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
3. পিসি হেল্পলাইন বিডি
ওয়েবসাইট এর ঠিকানাঃ http://www.pchelplinebd.com/
65.6% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর তৃতীয়তে আছে পিসি হেল্পলাইন বিডি। পিসি হেল্পলাইন বিডি চালু করা হয় 4 মে 2011 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন চালু আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
দেশের এই ৩ টেক ওয়েবসাইট থেকে আপনি যেকোনো তথ্য আহরণ করতে পারবেন।
ধন্যবাদ।