টেক নিউজ, আপডেট, ট্রিক, এড্রয়েড টিপস, কম্পিউটার টিপস, অনলাইন আর্নিং টিপস, ইন্টারনেট অফার ও আরো আনেক কিছুর জন্য আমার গুগলে নানা ওয়েবসাইট এর খোঁজ করে থাকি।
বাংলাদেশের টপ ৩ টেক ব্লগ, ফোরাম এবং ওয়েবসাইট এর নাম এই পোস্টে প্রকাশ করা হল।
1. টেকটিউনস
ওয়েবসাইট এর ঠিকানাঃ https://www.techtunes.com.bd/
77.3% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর প্রথমে আছে টেকটিউনস। টেকটিউনস চালু করা হয় 21 ফেব্রুয়ারি 2008 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন চালু আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
2. ট্রিকবিডি
ওয়েবসাইট এর ঠিকানাঃ https://trickbd.com/
92.5% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর দ্বিতীয়তে আছে ট্রিকবিডি। ট্রিকবিডি চালু করা হয় 7 জানুয়ারি 2013 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন বন্ধ আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
3. পিসি হেল্পলাইন বিডি
ওয়েবসাইট এর ঠিকানাঃ http://www.pchelplinebd.com/
65.6% বাংলাদেশী ভিজিটর নিয়ে টেক ওয়েবসাইট এর তৃতীয়তে আছে পিসি হেল্পলাইন বিডি। পিসি হেল্পলাইন বিডি চালু করা হয় 4 মে 2011 সালে। বর্তমানে একাউন্ট রেজিস্ট্রেশন চালু আছে।
ওয়েবসাইট এর স্ক্রিনশটঃ
দেশের এই ৩ টেক ওয়েবসাইট থেকে আপনি যেকোনো তথ্য আহরণ করতে পারবেন।
ধন্যবাদ।
তবে টেকিটিউন্স নিয়ে আমার সংসয় আছে।
টেকিটিউন্স এর ভিজিটর ফেক সিস্টেম। প্রতি ভিউ এ ৫ টা করে যোগ হয়। আর প্রথমত থিম আমার কাছে বিরক্ত মনে হয়। যদি ট্রিকবিডির মত মোবাইল বান্ধব থিম থাকলে ভালো হত।
Ekhon ja baje obostha !
আর ২০১৭ সালের মাঝামাঝি সময় হতে আমি ট্রিকবিডির তুখোড় নিয়মিত ভিজিটর!!
কারণ ট্রিকবিডির থিমটা মোবাইল বান্ধব! দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করি ট্রিকবিডি তে।
তাছাড়া ট্রিকবিডি তে এখন দারুণ দারুণ পোষ্ট পাই!!
বর্তমানে আমি টিটি (টেকটিউন্স) সম্পূর্ণ বর্জন করেছি।
ট্রিকবিডি ইজ দ্যা বেস্ট।
তবে টিটির স্বর্ণযুগের টিউনার দের টিউন খুব মিস করি।যেমন সজিব রহমান ভাই,পুদিনা পাতা,নেট মাস্টার,রাসেল রনি ভাই,হোছাইন আহম্মদ ভাই,দিহান,ফেরিওয়ালা,শুভ্র আকাশ,রুবেল ভাই,সাইফুল,হাসান জুবায়ের আল ফাতাহ,রিজওয়ান বিন সুলাইমান,সেন্টু ভাই,অরিন্দম,অসীম কুমার,গালিব সহ আরো অনেকে(বাকিগুলার নাম এই মুহূর্তে মনে নেই)…..তাদের টিউন খুব মিস করি।
সবশেষে বলব — আই লাভ ট্রিকবিডি।
maybe freebasic এর কারনে এত বেশী ??
যে হারে এড!!এছাডা থিমটা মোবাইল এ একদম বাজে!