Site icon Trickbd.com

যাদের ১ম, ২য়, ৩য় পর্যায় এ পছন্দের কলেজ আসেনি তারা এই দিকে আসুন।

Unnamed

যাদের এখনো পছন্দের কলেজ আসেনি তারা ০৭/০৭/২০১৮ ইং এ বোর্ড এর আদেশক্রমে নিজের ভর্তি বাতিল করতে পারবে।

এর জন্য আপনি যে কলেজ এ ভর্তি নিশ্চিত করেছেন সেই কলেজ থেকে বোর্ড এর আদেশক্রম লিপি তুলতে হবে। এবং ০৭/০৭/২০১৮ তারিখ এ ভর্তি বাতিল করে পুঃনরায় মাইগ্রেশন করতে হবে। আপনার পছন্দের কলেজ না আশা পর্যন্ত মাইগ্রেশন চলমান থাকবে।
এর জন্য কোন ফি লাগবে না।
তবে যারা ৩য় পর্যায় ভর্তি আবেদন করেছে তাদের জন্য বোর্ড থেকে জরিমানার আদেশ রয়েছে।।
সুত্র: ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ
আমি যেখানে আমার এক ছাত্রকে আবেদন করেছিলাম সেখানে আসেনি।
বরং ৪র্থ চয়েজ এসেছিলো।।
সে নিচের সরকারি কলেজ এ ভর্তি ইচ্ছুক।।
তার প্রথম চয়েজ এটি ছিলো।।


তার এসেছে নিচের কলেজ


যারা এখন পছন্দের কলেজ পান্নি তারা ০৭/০৭/২০১৮ তে মাইগ্রেশন করুন।
মনে রাখবেন আপনার পুর্বের আবেদন এর বাহিরে চয়েজ এ মাইগ্রেশন করতে পারবেন না।
Exit mobile version