আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেকদিন পর আপনাদের সামনে দারুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, যা দেখে সত্যিই আপনি বিস্মিত হয়ে যাবেন ।
আজকের টপিক হলোঃ
সফটওয়্যার আপনাকে যেকোনো লেখা পড়ে শুনাবে, আপনি চাইলে যেকোনো লেখার রেডিং এই সফটওয়্যার থেকে শুনতে পারবেন ।
তো চলুন, কাজে চলে যায়….
প্রথমে আপনাকে Play Store-য়ে যেতে হবে, তারপর সার্চ করবেন T2S লেখে, তারপর সফটওয়্যার টি ইন্সটল দিয়ে নিবেন, (নিচের ছবির মত)
তারপর সফটওয়্যার টি অপেন করুন,
অপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনি এ বক্সে যা লিখবেন তা আপনাকে পড়ে শুনাবে,
তারপর বাম সাইডের Menu বার আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন, (নিচের ছবির মত)
তারপর আপনি আপনার ভাষা সিলেক্ট করে নিন , বাংলা ভাষা না থাকলে Manage Voice Data-তে ক্লিক করে বাংলা ভাষা ডাউনলোড করেে নিন ।
তারপর Copy To Speak-এ ক্লিক করুন । (নিচের ছবির মত)
তারপর Copy To Speak ফাংশনটি On করে নিন (নিচের ছবির মত)
এখন আপনি এ অ্যাপস থেকে বের হয়ে যান, যাওয়ার পর যেকোনো জায়গা থেকে যেকোনো লেখা কপি করুন, কপি করার সাথে সাথে একটি T2S এর আইকন শো করবে, আপনি আইকনটিতে ক্লিক করলেই আপনাকে কপিকৃত লেখাগুলো পড়ে শুনাবে (নিচের ছবির মত)
ব্যাস কাজ শেষ
কেউ না বুঝে থাকলে ভিডিওটি দেখে কাজ করুন।
সৌজন্যেঃ FARABI 360
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।