আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেকদিন পর আপনাদের সামনে দারুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, যা দেখে সত্যিই আপনি বিস্মিত হয়ে যাবেন ।

 

আজকের টপিক হলোঃ


সফটওয়্যার আপনাকে যেকোনো লেখা পড়ে শুনাবে, আপনি চাইলে যেকোনো লেখার রেডিং এই সফটওয়্যার থেকে শুনতে পারবেন ।

 

তো চলুন, কাজে চলে যায়….

 

প্রথমে আপনাকে Play Store-য়ে যেতে হবে, তারপর সার্চ করবেন T2S লেখে,  তারপর সফটওয়্যার টি ইন্সটল দিয়ে নিবেন, (নিচের ছবির মত)

তারপর সফটওয়্যার টি অপেন করুন,

অপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনি এ বক্সে যা লিখবেন তা আপনাকে পড়ে শুনাবে,

তারপর বাম সাইডের Menu বার আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন, (নিচের ছবির মত)

তারপর আপনি আপনার ভাষা সিলেক্ট করে নিন , বাংলা ভাষা না থাকলে Manage Voice Data-তে ক্লিক করে বাংলা ভাষা ডাউনলোড করেে নিন ।

তারপর Copy To Speak-এ ক্লিক করুন । (নিচের ছবির মত)

তারপর Copy To Speak ফাংশনটি On করে নিন (নিচের ছবির মত)

এখন আপনি  এ অ্যাপস থেকে বের হয়ে যান, যাওয়ার পর যেকোনো জায়গা থেকে যেকোনো লেখা কপি করুন, কপি করার সাথে সাথে একটি T2S এর আইকন শো করবে, আপনি আইকনটিতে ক্লিক করলেই আপনাকে কপিকৃত লেখাগুলো পড়ে শুনাবে (নিচের ছবির মত)

 

ব্যাস কাজ শেষ

 

কেউ না বুঝে থাকলে ভিডিওটি দেখে কাজ করুন। 


 

সৌজন্যেঃ FARABI 360


সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

 

23 thoughts on "সফটওয়্যার আপনাকে সবকিছু পড়ে শুনাবে || Android New Tips"

  1. Ashik Contributor says:
    আমার phone’র Google TTS Voice data তে বাংলা নাই…ডাউনলোড করার জন্য অন্য কয় ১টা ভাষা আছে কিন্তু বাংলা নাই
    তো আমি কিভাবে এই app বাংলা use করব
    বা phoner google TTC এ বাংলা কিভাবে ডাউনলোড করব ??? একটু বলবেন ???
  2. SafiullahArqami Contributor says:
    আগে গেছে
  3. SafiullahArqami Contributor says:
    আগে গেছে
  4. Shadin Contributor says:
    সুন্দর পোস্ট।
  5. MD AL-AMIN Contributor says:
    Nice but bistarito ny
  6. SH IMRAN Contributor says:
    English lekha coppy korle Banglay Pore Sunabe?
  7. Mehedi Hassan Miraj Contributor says:
    Kivabe bangla download korbo
  8. Sowrov Contributor says:
    good post,,,
    ai apps online na ki ofline??
    1. Ratul Author Post Creator says:
      দুনোটাই কাজ করে
  9. md07rifat Contributor says:
    ভাই বাংলা ভাষা তো নাই
    1. Ratul Author Post Creator says:
      Manage Voice Data তে ক্লিক করে বাংলা ভাষা ডাউনলোড করে নিন।
  10. Mohammad ismile Contributor says:
    পোষ্টটি ভালো লাগলো, তাই সফটওয়্যার ডাউনলোড করার আগেই ধন্যবাদ দিলাম?
  11. sohag11 Contributor says:
    Jekonu Mobile Ki Hobe
  12. Naim016 Contributor says:
    ভাই বা়ংলা ভাষা নেই
  13. Naim016 Contributor says:
    ভাই বা়ংলা ভাষা নেই
  14. Naim016 Contributor says:
    ভাই বা়ংলা ভাষা নেই
  15. Naim016 Contributor says:
    ভাই বা়ংলা ভাষা নেই
  16. Ahmed ShahriaR Contributor says:
    ভাই মনে হয় Islamic Future চ্যানেল থেকে মনিটাইজেশন ডিজেবল করে দেবে ইউটিউব!

    যেহেতু অইটা একটি স্লাইড শো ভিডিওর চ্যানেল।

Leave a Reply