১. Draw Something Free : এ নামের অ্যাপটি দিয়ে মজার কাজ করা যায়। কিন্তু এটি আপনার ফোন স্ট্যাটাস এবং আইডেন্টিটি দেখার অনুমতি নিয়ে ইনস্টল হয়। ফোন নম্বর পাঠিয়ে দিতে পারে বিজ্ঞাপনদাতাদের কাছে।
২. Words With Friends : জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করে ভোকাবুলারি বৃদ্ধি করা যায়। শিশুদের শেখানোর কাজে বেশ ব্যবহৃত হয়। কিন্তু অ্যাপটি আপনার লোকেশন পারমিশন নেবে। অবস্থানের ভিত্তিতে আপনার কাছে বিজ্ঞাপন পাঠাবে।
৩. GO Locker : আপনার স্ক্রিন লক করে অ্যাপটি। কিন্তু অ্যাপটি আপনার টেক্সট মেসেজ পড়া, অবস্থান চিহ্নিত করা এবং অন্যান্য গোপনীয় কিছু তথ্য দেখার অনুমতি নেবে।
৪. GO Weather Forecast & Widgets : একই প্রতিষ্ঠানের অ্যাপটি আবহাওয়ার বার্তা দেয় আপনাকে। গুগল প্লে ছাড়াও অন্যান্য অ্যাপ মার্কেটের কাছে বহু তথ্য পাঠাতে থাকে।
৬. Angry Birds : এই জনপ্রিয় খেলাটি আপনার গোপনীয়তার বিষয়ে বেশি আগ্রহী নয়। কিন্তু আপনার ফোনের আইডেন্টিটি তথ্য তার কাছে চলে যাবে। তবে এরা অন্যগুলোর চেয়ে তুলনামূলক নিরাপদ।
৭. My Talking Tom : বহু জনপ্রিয় ও প্রচলিত একটি অ্যাপ। এতে আছে ৮টি টার্গেটেড লাইব্রেরি। ফোনের আইডেন্টিটি নিয়ে নেবে। বিজ্ঞাপন পাঠায় অহরহ। সেই সঙ্গে নেবে নানা তথ্য। সূত্র : ফক্স নিউজ