✴ ঢাকা বিশ্ববিদ্যলয় দিবস ✏ ১ জুলাই
✴ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের
নাম ✏ নাথান কমিশন (গঠিত হয় ২৭ মে ১৯১২ সালে,
সদস্য ছিল ১৩ জন)
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ✏ পিজে হার্টস
(ফিলিপ জোসেফ হার্টস)
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম
◾ ছাত্রী ✏ নীলা নাগ
◾ নারী শিক্ষক ✏ করুণাকণা গুপ্তা,ইতিহাস বিভাগ
◾ মুসলিম ভাইস চ্যান্সেলর + উপমহাদেশের ১ম
ভাইস চ্যান্সেলর ✏ এ.এফ. রহমান
◾ চ্যান্সেলর ✏ লর্ড ডানডাস (জেসি আই)
◾ ভাইস চ্যান্সেলর ✏ পি জে হার্টস
◾ প্রো ভিসি ✏ মফিজুল্লাহ কবির
◾ নারী প্রো ভিসি ✏ জিন্নাতুন নেসা তাহমিদা
◾ নারী ডিন ✏ আজিতুন্নেসা
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভাইস
চ্যান্সেলর হন ✏ সৈয়দ মোয়াজ্জেম
হোসেন (৬ষ্ঠ)
✔নোটসঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের
সময় ঢাবির ভিসি ছিলেন তিনি
✴ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভিসি ছিলেন
✏ বিচারপতি আবু সাঈদ
✴ শেখ হাসিনা ঢাবির বাংলা বিভাগে
◾ শেখ মুজিব আইন বিভাগে
◾ আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগপ পড়েছন
✴ ঢাবি প্রতিষ্ঠাকালীন তিনটি হল ✏ ১. সলিমুল্লাহ
হল
যে সকল ঐতিহাসিক বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে
অবস্থিত
# মুসা খানের মসজিদ (ঢাবি)
# অপরাজেয় বাংলা (ঢাবি)
# স্বোপার্জিত স্বাধীনতা (ঢাবি)
# মীর জুমলা গেইট (ঢাবি)
# গ্রিক মেমোরিয়াল (ঢাবি)
# বর্ধমান হাউজ [বাংলা একাডেমী] (ঢাবি)
# শিববাড়ি মন্দির (ঢাবি)
# তিন নেতার মাজার (ঢাবি)
# গুরুদুয়ারা নানকশাহী মন্দির (ঢাবি)
# টিএসসির হিন্দু মঠ (ঢাবি)
# বিজয় উল্লাস (ঢাবি)
# স্বামী বিবেকানন্দ (জগন্নাথ হলের সামনে,ঢাবি)
# স্বাধীনতা সংগ্রাম (ঢাবি)
# মধু স্মৃতিসৌধ (ঢাবি)
# নারী,শিশু ও পুরুষ ভাস্কর্য (ঢাবি)
# টিএসসিতে ➡ দূরন্ত শিশু একাডেমী , কাজি
নজরুলের সমাধিসৌধ,জয়বাংলা জয় তারুণ,ক্যাকটাস,শান্তির
পায়রা
# মুজিব হলে ➡ নজরুল ভাস্কর্য, নজরুল
মঞ্চ,মোদের গরব,মা ও শিশু ভাস্কর্য
# ঢাবির মহসীন হলে ঢোকার মুখে নির্মিত
তোরণের নাম ➡ বসুনিয়া গেট
# ঢাবির “শহীদুল্লাহ হল” এর নাম একসময় “ঢাকা হল”
ছিল
# ঢাবির চারুকলা ইনস্টিটিউট এর স্হপতি “মাযহারুল ইসলাম”
# বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি গবেষণা
ইনস্টিটিউট “ঢাকা বিশ্ববিদ্যালয়”
# ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়
রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ছাত্র সমাজের সভাপতি ছিলেন
# ঢাবির “জগন্নাথ হলে” একসময় “সংসদের”
কার্যক্রম চলত
# ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস ➡ ২৩ আগস্ট
# ঢাবির “জহুরুল হক হলে” প্রথম পাক বাহিনী
আক্রমণ চালায়
সৌজন্যে ittasnim.com
ফেসবুকে আমি
ittasnim fb page
সকল সিমের অফার জানতে Visit করুন
ittasnim.com