ঢাকা বিশ্ববিদ্যলয় দিবস ✏ ১ জুলাই
✴ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের
নাম ✏ নাথান কমিশন (গঠিত হয় ২৭ মে ১৯১২ সালে,
সদস্য ছিল ১৩ জন)
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ✏ পিজে হার্টস
(ফিলিপ জোসেফ হার্টস)
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম
◾ ছাত্রী ✏ নীলা নাগ
◾ নারী শিক্ষক ✏ করুণাকণা গুপ্তা,ইতিহাস বিভাগ
◾ মুসলিম ভাইস চ্যান্সেলর + উপমহাদেশের ১ম
ভাইস চ্যান্সেলর ✏ এ.এফ. রহমান
◾ চ্যান্সেলর ✏ লর্ড ডানডাস (জেসি আই)
◾ ভাইস চ্যান্সেলর ✏ পি জে হার্টস
◾ প্রো ভিসি ✏ মফিজুল্লাহ কবির
◾ নারী প্রো ভিসি ✏ জিন্নাতুন নেসা তাহমিদা
◾ নারী ডিন ✏ আজিতুন্নেসা
✴ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভাইস
চ্যান্সেলর হন ✏ সৈয়দ মোয়াজ্জেম
হোসেন (৬ষ্ঠ)
✔নোটসঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের
সময় ঢাবির ভিসি ছিলেন তিনি
✴ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভিসি ছিলেন
✏ বিচারপতি আবু সাঈদ
✴ শেখ হাসিনা ঢাবির বাংলা বিভাগে
◾ শেখ মুজিব আইন বিভাগে
◾ আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগপ পড়েছন
✴ ঢাবি প্রতিষ্ঠাকালীন তিনটি হল ✏ ১. সলিমুল্লাহ

মুসলিম হল (SM) ২. জগন্নাথ হল ও ৩. জহুরুল হক
হল

যে সকল ঐতিহাসিক বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে
অবস্থিত
# মুসা খানের মসজিদ (ঢাবি)
# অপরাজেয় বাংলা (ঢাবি)
# স্বোপার্জিত স্বাধীনতা (ঢাবি)
# মীর জুমলা গেইট (ঢাবি)
# গ্রিক মেমোরিয়াল (ঢাবি)
# বর্ধমান হাউজ [বাংলা একাডেমী] (ঢাবি)
# শিববাড়ি মন্দির (ঢাবি)
# তিন নেতার মাজার (ঢাবি)
# গুরুদুয়ারা নানকশাহী মন্দির (ঢাবি)
# টিএসসির হিন্দু মঠ (ঢাবি)
# বিজয় উল্লাস (ঢাবি)
# স্বামী বিবেকানন্দ (জগন্নাথ হলের সামনে,ঢাবি)
# স্বাধীনতা সংগ্রাম (ঢাবি)
# মধু স্মৃতিসৌধ (ঢাবি)
# নারী,শিশু ও পুরুষ ভাস্কর্য (ঢাবি)
# টিএসসিতে ➡ দূরন্ত শিশু একাডেমী , কাজি
নজরুলের সমাধিসৌধ,জয়বাংলা জয় তারুণ,ক্যাকটাস,শান্তির
পায়রা
# মুজিব হলে ➡ নজরুল ভাস্কর্য, নজরুল
মঞ্চ,মোদের গরব,মা ও শিশু ভাস্কর্য
# ঢাবির মহসীন হলে ঢোকার মুখে নির্মিত
তোরণের নাম ➡ বসুনিয়া গেট
# ঢাবির “শহীদুল্লাহ হল” এর নাম একসময় “ঢাকা হল”
ছিল
# ঢাবির চারুকলা ইনস্টিটিউট এর স্হপতি “মাযহারুল ইসলাম”
# বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি গবেষণা
ইনস্টিটিউট “ঢাকা বিশ্ববিদ্যালয়”
# ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়
রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ছাত্র সমাজের সভাপতি ছিলেন
“গাজীউল হক”
# ঢাবির “জগন্নাথ হলে” একসময় “সংসদের”
কার্যক্রম চলত
# ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস ➡ ২৩ আগস্ট
# ঢাবির “জহুরুল হক হলে” প্রথম পাক বাহিনী
আক্রমণ চালায়
সৌজন্যে ittasnim.com

ফেসবুকে আমি

ittasnim fb page

সকল সিমের অফার জানতে Visit করুন

ittasnim.com

8 thoughts on "ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ন কিছু তথ্য"

  1. Android Brother BD Contributor says:
    অসাধারণ!
    1. Shakib Hasan Subscriber Post Creator says:
      tnx
    1. Shakib Hasan Subscriber Post Creator says:
      Thanks
  2. Shakib Hasan Subscriber Post Creator says:
    Thanks
    1. Shakib Hasan Subscriber Post Creator says:
      tnx
  3. rana2hin Contributor says:
    একটুখানি ভুল আছে।
    প্রতিষ্ঠাকালীন হল তিনটি হলোঃ
    ১। সলিমুল্লাহ মুসলিম হল
    ২। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
    ৩। জগন্নাথ হল

    (ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পূর্বনাম ছিলো “ঢাকা হল” তারপরে “লিটন হল” এবং পরবর্তীতে “শহীদুল্লাহ হল”। সর্বশেষ ২০১৭ সালে আমাদের ডিবেটিং ক্লাব থেকে আমরা ভিসি স্যারের কাছে প্রস্তাব উত্থাপন করি হলটির নাম ” ড. মুহম্মদ শহীদুল্লাহ হল” করার জন্য। ১৭ জুন ২০১৭ সালে আমাদের প্রস্তাবটি অনুমোদিত হয়।)

Leave a Reply