Site icon Trickbd.com

কেন উইন্ডোজ নয় লিনাক্স ব্যাবহার করবেন ?

আসসালামু আলায়কুম ,

সবাই কেমন আছেন ? আশা করি সবাই অনেক বেশি ভাল আছেন । আজকের পোস্ট এর বিষয় তো আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন । আমার লিনাক্স এ জ্ঞান খুব একটা না । তারপরেও আপনাদের ভালবাসাই লিখতে বসলাম , কোন ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।

আমি এখনে যাই শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি । কোন লেখা ভা ভিডিও দেখে আমি কিছু শেয়ার করছি না ।

কেন উইন্ডোজ নয় , লিনাক্স ইউজ করব ?

আগেই বলে রাখি লিনাক্স একটি ওপেন সোস অপেরেটিং সিস্টেম , এটা সম্পন্ন বিনামূল্যের । এটার দাম না লাগলে ও কেনা সিস্টেম এর চেয়ে মোটেও খারাপ নয় , বরং অনেক ভাল ।

লিনাক্স এ ভাইরাস সমস্যা নেই বললেই চলে , থাকলেও অনেক কম । অনেক ফাস্ট অ্যান্ড হাল্কা পাতলা ওএস , কাজেই আপনি অনেক লো কনফিগার এর পিসি তে অনেক ভাল ভাবে লিনাক্স ব্যাবহার করতে পারবেন ।

লিনাক্স এ আপনি মোটামোটি আপনি উইন্ডোজ এর সব কাজ ই করতে পারবেন , ভিডিও এডিট , ফটো এডিট , লেখা লেখি , লিনাক্স এ উইন্ডোজ এর সব কিছু এর আলটারনেটিভ আছে , তাছাড়া ওয়াইন এর সাহায্যে উইন্ডোজ এর সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব , এটা অনেক ভাল চলে , আমি নিজে দেখেছি উইন্ডোজ থেকে আমার পিসি তে ফটোশপ ২০১৫ অনেক স্লো চলতো , এর ওয়াইন ৪.০ তে লিনাক্স থেকে ফটোশপ ২০১৭ অনেক ফাস্ট আমি তো দেখে অবাক ।

তারপরে বলি লিনাক্স এ security অনেক বেশি , আপনি উইন্ডোজ থেকে যখন তখন হ্যাকিং এর শিকার হতে পারেন , এর লিনাক্স সিস্টেম হ্যাক করা অত সহজ নয় , তাই তো বড় বড় প্রতিস্তান এর কম্পিউটার গুলা লিনাক্স দ্বারা চালিত হয় ।

এর একটা ভাল বিষয় লিনাক্স এর বেশির ভাগ সফটওয়্যার বিনামূল্যের এগুলা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না । কিন্তু উইন্ডোজ এর অনেক সফটওয়্যার এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে ।

আর আমাদের দেশের বেশির ভাগ মানুষ ই কপি উইন্ডোজ ব্যাবহার করে যেগুলা আসলেও খুব ই খারাপ , যার কোন Security নেই বললেই চলে , অনেক ভাইরাস সমস্যা , আর আমার কথা কোন সমস্যা নাই বা হল কিন্তু এই কপি উইন্ডোজ ব্যাবহার করা অসৎ কাজ , আমাদের উচিত সব সময় সৎ থাকার চেষ্টা করা তাই নয় কি ??

আর অরজিনাল উইন্ডোজ এর দাম শুনলে চোখ কপালে উঠবে এটার দাম ১০,০০০+

এবার লুক এর বিষয় টি তে , আপনি যদি আমার মত সুন্দর এর প্রেমী হন তো লিনাক্স আপনার জন্য , লিনাক্স এর dristo গুলা অনেক সুন্দর , আপনি আপনার নিজের মত করে আপনার ডেক্সটপ কে সাজাতে পারবেন যা উইন্ডোজ এ সম্ভব নয় , লিনাক্স এর এই বিষয় টা আমার অনেক ভাল লাগে ।

লিনাক্স এ অফিশিয়াল ভাবে বলা হয়েছে লিনাক্স গেমার দের জন্য নয় , কিন্তু এটা পুরপুরি ঠিক নয় । লিনাক্স এ অনেক ভাল গেম খেলা যাই , তবে এর জন্য ওয়াইন এর দরকার হবে । আমি নিজে ওয়াইন এ PES 2015 , FIFA13 , GTA Vice City , Need For Speed , Cricket13 এর মত গেমস খেলিছি , সো হতাশ হাওয়ার কিছু নাই ।

লিনাক্স এ বাংলা লেখার ভাল সুযোগ আছে , বুট অনেক ফাস্ট , সব মিলিয়ে লিনাক্স কে ভালো না বাসার কিছু নেই ।

লিনাক্স এ সব থেকে মজার জিনিস হচ্ছে এটার টার্মিনাল , অনেকে টার্মিনাল এর নাম শুনলেই ভয় ভাই , ভাই এটা কোন ভয় পাওয়ার কিছু নয় , এটা একটি মজার জিনিস , এটার ব্যাবহার ও অনেক সহজ ।

লিনাক্স সম্পূর্ণ ড্রাইভার ফ্রী , আপনার ল্যাপটপ এর কোন ড্রাইভার লাগবে না । টাচপ্যাড , স্পিকার , গ্রাফিইক্স সব কিছু অটোমেটিক চলবে ।

লিনাক্স সার্ভার অনেক ফাস্ট ।

লিনাক্স এ আপনি পাইথন টুল গুলা গিটহাব থেকে নিয়ে অনেক ভালো ভাবেই ব্যাবহার করতে পারবেন ।

আর উইন্ডোজ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি , এটা নিয়ে নতুন কিছু বলার নেই ।

আশা করি আপনারা কিছু টা হলেও বুঝতে পেরেছেন লিনাক্স সম্পর্কে ।

আমার প্রথম পছন্দ লিনাক্স ,

আমি ভালবাসি লিনাক্স কে , ব্যাবহার এর পর আপনারও এটাকে ভালবাসবেন আশা করি ।

সবাইকে লিনাক্স এ আসার দাওয়াত রইলো ।

আমি এখন থেকে লিনাক্স সিরিজ এ লিখব , পরের পোস্ট এ উবুন্টু ডাউনলোড , বুট এবং এটার ইন্সটল নিয়ে পোস্ট হবে , সবাই সাথে থাকবেন , আর একটা কথা আমাদের ভালবাসার Trickbd টে লিনাক্স এর ক্যাটাগরি নেই যেটা সত্যি আমার অনেক খারাপ লাগে , আমার এই পোস্ট কোন ক্যাটাগরি তে রাখবো বলেন ?

এডমিন এডিটর এর কাছে আমার একটাই চাওয়া লিনাক্স এর একটা ক্যাটাগরি অ্যাড করেন ।

সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন ।

পোস্ট টা ভালো লাগলে একটা লাইক দিন , কিছু বলার থাকলে কমেন্ট এ জানান ।

আমাকে ফেইসবুক এ নক করতে পারেন

আজ এই পর্যন্তই খোদা হাফেজ ।