আসসালামু আলায়কুম ,

সবাই কেমন আছেন ? আশা করি সবাই অনেক বেশি ভাল আছেন । আজকের পোস্ট এর বিষয় তো আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন । আমার লিনাক্স এ জ্ঞান খুব একটা না । তারপরেও আপনাদের ভালবাসাই লিখতে বসলাম , কোন ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।

আমি এখনে যাই শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি । কোন লেখা ভা ভিডিও দেখে আমি কিছু শেয়ার করছি না ।

কেন উইন্ডোজ নয় , লিনাক্স ইউজ করব ?

আগেই বলে রাখি লিনাক্স একটি ওপেন সোস অপেরেটিং সিস্টেম , এটা সম্পন্ন বিনামূল্যের । এটার দাম না লাগলে ও কেনা সিস্টেম এর চেয়ে মোটেও খারাপ নয় , বরং অনেক ভাল ।

লিনাক্স এ ভাইরাস সমস্যা নেই বললেই চলে , থাকলেও অনেক কম । অনেক ফাস্ট অ্যান্ড হাল্কা পাতলা ওএস , কাজেই আপনি অনেক লো কনফিগার এর পিসি তে অনেক ভাল ভাবে লিনাক্স ব্যাবহার করতে পারবেন ।

লিনাক্স এ আপনি মোটামোটি আপনি উইন্ডোজ এর সব কাজ ই করতে পারবেন , ভিডিও এডিট , ফটো এডিট , লেখা লেখি , লিনাক্স এ উইন্ডোজ এর সব কিছু এর আলটারনেটিভ আছে , তাছাড়া ওয়াইন এর সাহায্যে উইন্ডোজ এর সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব , এটা অনেক ভাল চলে , আমি নিজে দেখেছি উইন্ডোজ থেকে আমার পিসি তে ফটোশপ ২০১৫ অনেক স্লো চলতো , এর ওয়াইন ৪.০ তে লিনাক্স থেকে ফটোশপ ২০১৭ অনেক ফাস্ট আমি তো দেখে অবাক ।

তারপরে বলি লিনাক্স এ security অনেক বেশি , আপনি উইন্ডোজ থেকে যখন তখন হ্যাকিং এর শিকার হতে পারেন , এর লিনাক্স সিস্টেম হ্যাক করা অত সহজ নয় , তাই তো বড় বড় প্রতিস্তান এর কম্পিউটার গুলা লিনাক্স দ্বারা চালিত হয় ।

এর একটা ভাল বিষয় লিনাক্স এর বেশির ভাগ সফটওয়্যার বিনামূল্যের এগুলা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না । কিন্তু উইন্ডোজ এর অনেক সফটওয়্যার এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে ।

আর আমাদের দেশের বেশির ভাগ মানুষ ই কপি উইন্ডোজ ব্যাবহার করে যেগুলা আসলেও খুব ই খারাপ , যার কোন Security নেই বললেই চলে , অনেক ভাইরাস সমস্যা , আর আমার কথা কোন সমস্যা নাই বা হল কিন্তু এই কপি উইন্ডোজ ব্যাবহার করা অসৎ কাজ , আমাদের উচিত সব সময় সৎ থাকার চেষ্টা করা তাই নয় কি ??

আর অরজিনাল উইন্ডোজ এর দাম শুনলে চোখ কপালে উঠবে এটার দাম ১০,০০০+

এবার লুক এর বিষয় টি তে , আপনি যদি আমার মত সুন্দর এর প্রেমী হন তো লিনাক্স আপনার জন্য , লিনাক্স এর dristo গুলা অনেক সুন্দর , আপনি আপনার নিজের মত করে আপনার ডেক্সটপ কে সাজাতে পারবেন যা উইন্ডোজ এ সম্ভব নয় , লিনাক্স এর এই বিষয় টা আমার অনেক ভাল লাগে ।

লিনাক্স এ অফিশিয়াল ভাবে বলা হয়েছে লিনাক্স গেমার দের জন্য নয় , কিন্তু এটা পুরপুরি ঠিক নয় । লিনাক্স এ অনেক ভাল গেম খেলা যাই , তবে এর জন্য ওয়াইন এর দরকার হবে । আমি নিজে ওয়াইন এ PES 2015 , FIFA13 , GTA Vice City , Need For Speed , Cricket13 এর মত গেমস খেলিছি , সো হতাশ হাওয়ার কিছু নাই ।

লিনাক্স এ বাংলা লেখার ভাল সুযোগ আছে , বুট অনেক ফাস্ট , সব মিলিয়ে লিনাক্স কে ভালো না বাসার কিছু নেই ।

লিনাক্স এ সব থেকে মজার জিনিস হচ্ছে এটার টার্মিনাল , অনেকে টার্মিনাল এর নাম শুনলেই ভয় ভাই , ভাই এটা কোন ভয় পাওয়ার কিছু নয় , এটা একটি মজার জিনিস , এটার ব্যাবহার ও অনেক সহজ ।

লিনাক্স সম্পূর্ণ ড্রাইভার ফ্রী , আপনার ল্যাপটপ এর কোন ড্রাইভার লাগবে না । টাচপ্যাড , স্পিকার , গ্রাফিইক্স সব কিছু অটোমেটিক চলবে ।

লিনাক্স সার্ভার অনেক ফাস্ট ।

লিনাক্স এ আপনি পাইথন টুল গুলা গিটহাব থেকে নিয়ে অনেক ভালো ভাবেই ব্যাবহার করতে পারবেন ।

আর উইন্ডোজ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি , এটা নিয়ে নতুন কিছু বলার নেই ।

আশা করি আপনারা কিছু টা হলেও বুঝতে পেরেছেন লিনাক্স সম্পর্কে ।

আমার প্রথম পছন্দ লিনাক্স ,

আমি ভালবাসি লিনাক্স কে , ব্যাবহার এর পর আপনারও এটাকে ভালবাসবেন আশা করি ।

সবাইকে লিনাক্স এ আসার দাওয়াত রইলো ।

আমি এখন থেকে লিনাক্স সিরিজ এ লিখব , পরের পোস্ট এ উবুন্টু ডাউনলোড , বুট এবং এটার ইন্সটল নিয়ে পোস্ট হবে , সবাই সাথে থাকবেন , আর একটা কথা আমাদের ভালবাসার Trickbd টে লিনাক্স এর ক্যাটাগরি নেই যেটা সত্যি আমার অনেক খারাপ লাগে , আমার এই পোস্ট কোন ক্যাটাগরি তে রাখবো বলেন ?

এডমিন এডিটর এর কাছে আমার একটাই চাওয়া লিনাক্স এর একটা ক্যাটাগরি অ্যাড করেন ।

সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন ।

পোস্ট টা ভালো লাগলে একটা লাইক দিন , কিছু বলার থাকলে কমেন্ট এ জানান ।

আমাকে ফেইসবুক এ নক করতে পারেন

আজ এই পর্যন্তই খোদা হাফেজ ।

34 thoughts on "কেন উইন্ডোজ নয় লিনাক্স ব্যাবহার করবেন ?"

  1. Shahriar Ahmed Shovon Author says:
    পোস্টের কন্টেন্ট অনেক তথ্য সমৃদ্ধ। কিন্তু, বানান ভুল অনেক। বানান গুলো সংশোধন করুন।। আরো সুন্দর হতো যদি ফরম্যাটিং করতেন। মানে, ফিচার গুলো প্রথমে একটা লিস্টে দিয়ে পরে সেগুলো ব্যাখ্যা করলে ভালো হয়। একটা সিরিয়াল মেন্টেন করলে ভালো হতো। প্রথমে সিকুরিটি, তারপর গ্রাফিক্স তারপর দাম এরকম নিজের মতো করে সিরিয়াল করলে ভালই হতো ।

    এত কথা বললাম কারণ, পোস্ট টা সুন্দর হয়েছে। উপরোক্ত কাজগুলো করলে আরো সুন্দর হতো।।??

    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      বানান ভুল এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । পরের পোস্ট এ বিষয় গুলা মাথাই রাখবো ।
    2. Forhad Rahman Author says:
      আপনার সাথে একমত
  2. Shahriar Ahmed Shovon Author says:
    আর একটা কথা, ভাই কি উবুন্টু 16.x ব্যবহার করছেন নাকি 18.x ??
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      আমি উবুন্টু ১৮.১০ ব্যাবহার করি , আমার কাছে গেমস এর পিক ছিল না , গেমস এর স্ক্রীনশট টা গুগল থেকে নেয়া ।
  3. Abedin Contributor says:
    Vai kali linux ki ?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      লিনক্স হল একটি অপরেটিং সিস্টেম ।
    2. Forhad Rahman Author says:
      কালি লিনাক্স, লিনাক্স এরই একটা ভার্শন। থিমও বলতে পারেন
  4. Nisho Contributor says:
    Oh, ami onek interested. Win 10 home e ki Linux use kora jabe??
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      https://trickbd.com/uncategorized/583075 এই পোস্ট টা পরেন , আর ঠিক করেন কি দিবেন । তারপর ওয়েট এ তাখেন আমি পরবটি পোস্ট এ িইন্সটল সম্পর্কে লিখবো ।
  5. Monir Sarkar Pro Author says:
    বাহ !আরেকটু একটু গুছিয়ে লিখলে মানে হালকা কোড এর ব্যবহার করলে আরো সুন্দর হতো ।শুভ কামনা রইলো !
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া । চেষ্টা করতেছি
  6. zahiddj Contributor says:
    Joss likhchen
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  7. Kazi Naymur Contributor says:
    এর ডাউনলোড লিংকসহ ইনস্টল প্রসেস নিয়ে পোষ্ট করুন
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      পরবর্তী পোস্ট এইটা নিয়ে হবে ।
  8. Alen Shuvro Contributor says:
    Linux er wifi hack kora kicu cmd niya akta post korle valo hoto
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ওয়েট করেন ভাইয়া পাবেন সবই
    2. Forhad Rahman Author says:
      ট্রিকবিডিতে ত এই বিষয়ে বেশ কয়েকটা পোস্ট আছে, কষ্ট করে একটু খুঁজে দেখতে পারেন
  9. Masum Ahmad Kafil Contributor says:
    চালিয়ে যান, পাশে পাবেন। সুন্দর আর্টিকেল।
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  10. towfikomar Contributor says:
    ভাই লিনাক্স এর তো অনকে ডেসট্রো আছে।কোনটা ভালো হবে Linux mint নাকি Ubuntu.
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      https://trickbd.com/uncategorized/583075 পোস্ট টা পরেন । আশা করি উত্তর পাবেন ।
    2. Forhad Rahman Author says:
      ডেসট্রো কি? থিম জাতীয় কিছু, নাকি?
  11. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…??

    Ar PES 2015 ki Pc te offline Khela jai????

  12. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…

    Ar PES 2015 ki Pc te offline Khela jai??

  13. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…?

    Ar PES 2015 ki Pc te offline Khela jai???

  14. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…??
    Ar PES 2015 ki Pc te offline Khela jai????
  15. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…
    Ar PES 2015 ki Pc te offline Khela jai??
  16. Abdus Sobhan Author says:
    Vi Linux a kivabe game setup dite hoy seta niyeu akta post koren…?
    Ar PES 2015 ki Pc te offline Khela jai???
  17. SiamAlSogir Contributor says:
    vai ami Linux niye onk beshi agrohi …but amar pc tar configuration eto valo na…..Please suggest
  18. rustom12 Contributor says:
    Go ahead bro….
  19. WalidBinAziz Contributor says:
    যথেষ্ঠ সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ ।
    মনে অনেক কষ্ট নিয়ে উইন্ডোজ ব্যাবহার করি, শুধু মাত্র একটা গেম খেলার জন্য। Duel boor উইন্ডোজ আর লিনাক্স ব্যাবহার করতাম, ঝামেলা এর কারণে আবার উইন্ডোজ ব্যাবহার করতেছি।
  20. Forhad Rahman Author says:
    আপনার জন্যই আজকে আমার লিনাক্সের জ্ঞান সমৃদ্ধ হলো, ভালোবাসা জন্মাল লিনাক্সের প্রতি।
    আপনার জন্যও রইল ভালোবাসা ❤❤

Leave a Reply