আসসালামু আলায়কুম ,
সবাই কেমন আছেন ? আশা করি সবাই অনেক বেশি ভাল আছেন । আজকের পোস্ট এর বিষয় তো আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন । আমার লিনাক্স এ জ্ঞান খুব একটা না । তারপরেও আপনাদের ভালবাসাই লিখতে বসলাম , কোন ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
আমি এখনে যাই শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি । কোন লেখা ভা ভিডিও দেখে আমি কিছু শেয়ার করছি না ।
কেন উইন্ডোজ নয় , লিনাক্স ইউজ করব ?
আগেই বলে রাখি লিনাক্স একটি ওপেন সোস অপেরেটিং সিস্টেম , এটা সম্পন্ন বিনামূল্যের । এটার দাম না লাগলে ও কেনা সিস্টেম এর চেয়ে মোটেও খারাপ নয় , বরং অনেক ভাল ।
লিনাক্স এ ভাইরাস সমস্যা নেই বললেই চলে , থাকলেও অনেক কম । অনেক ফাস্ট অ্যান্ড হাল্কা পাতলা ওএস , কাজেই আপনি অনেক লো কনফিগার এর পিসি তে অনেক ভাল ভাবে লিনাক্স ব্যাবহার করতে পারবেন ।
লিনাক্স এ আপনি মোটামোটি আপনি উইন্ডোজ এর সব কাজ ই করতে পারবেন , ভিডিও এডিট , ফটো এডিট , লেখা লেখি , লিনাক্স এ উইন্ডোজ এর সব কিছু এর আলটারনেটিভ আছে , তাছাড়া ওয়াইন এর সাহায্যে উইন্ডোজ এর সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব , এটা অনেক ভাল চলে , আমি নিজে দেখেছি উইন্ডোজ থেকে আমার পিসি তে ফটোশপ ২০১৫ অনেক স্লো চলতো , এর ওয়াইন ৪.০ তে লিনাক্স থেকে ফটোশপ ২০১৭ অনেক ফাস্ট আমি তো দেখে অবাক ।
তারপরে বলি লিনাক্স এ security অনেক বেশি , আপনি উইন্ডোজ থেকে যখন তখন হ্যাকিং এর শিকার হতে পারেন , এর লিনাক্স সিস্টেম হ্যাক করা অত সহজ নয় , তাই তো বড় বড় প্রতিস্তান এর কম্পিউটার গুলা লিনাক্স দ্বারা চালিত হয় ।
এর একটা ভাল বিষয় লিনাক্স এর বেশির ভাগ সফটওয়্যার বিনামূল্যের এগুলা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না । কিন্তু উইন্ডোজ এর অনেক সফটওয়্যার এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে ।
আর আমাদের দেশের বেশির ভাগ মানুষ ই কপি উইন্ডোজ ব্যাবহার করে যেগুলা আসলেও খুব ই খারাপ , যার কোন Security নেই বললেই চলে , অনেক ভাইরাস সমস্যা , আর আমার কথা কোন সমস্যা নাই বা হল কিন্তু এই কপি উইন্ডোজ ব্যাবহার করা অসৎ কাজ , আমাদের উচিত সব সময় সৎ থাকার চেষ্টা করা তাই নয় কি ??
আর অরজিনাল উইন্ডোজ এর দাম শুনলে চোখ কপালে উঠবে এটার দাম ১০,০০০+ ।
এবার লুক এর বিষয় টি তে , আপনি যদি আমার মত সুন্দর এর প্রেমী হন তো লিনাক্স আপনার জন্য , লিনাক্স এর dristo গুলা অনেক সুন্দর , আপনি আপনার নিজের মত করে আপনার ডেক্সটপ কে সাজাতে পারবেন যা উইন্ডোজ এ সম্ভব নয় , লিনাক্স এর এই বিষয় টা আমার অনেক ভাল লাগে ।
লিনাক্স এ অফিশিয়াল ভাবে বলা হয়েছে লিনাক্স গেমার দের জন্য নয় , কিন্তু এটা পুরপুরি ঠিক নয় । লিনাক্স এ অনেক ভাল গেম খেলা যাই , তবে এর জন্য ওয়াইন এর দরকার হবে । আমি নিজে ওয়াইন এ PES 2015 , FIFA13 , GTA Vice City , Need For Speed , Cricket13 এর মত গেমস খেলিছি , সো হতাশ হাওয়ার কিছু নাই ।
লিনাক্স এ বাংলা লেখার ভাল সুযোগ আছে , বুট অনেক ফাস্ট , সব মিলিয়ে লিনাক্স কে ভালো না বাসার কিছু নেই ।
লিনাক্স এ সব থেকে মজার জিনিস হচ্ছে এটার টার্মিনাল , অনেকে টার্মিনাল এর নাম শুনলেই ভয় ভাই , ভাই এটা কোন ভয় পাওয়ার কিছু নয় , এটা একটি মজার জিনিস , এটার ব্যাবহার ও অনেক সহজ ।
লিনাক্স সম্পূর্ণ ড্রাইভার ফ্রী , আপনার ল্যাপটপ এর কোন ড্রাইভার লাগবে না । টাচপ্যাড , স্পিকার , গ্রাফিইক্স সব কিছু অটোমেটিক চলবে ।
লিনাক্স সার্ভার অনেক ফাস্ট ।
লিনাক্স এ আপনি পাইথন টুল গুলা গিটহাব থেকে নিয়ে অনেক ভালো ভাবেই ব্যাবহার করতে পারবেন ।
আর উইন্ডোজ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি , এটা নিয়ে নতুন কিছু বলার নেই ।
আশা করি আপনারা কিছু টা হলেও বুঝতে পেরেছেন লিনাক্স সম্পর্কে ।
আমার প্রথম পছন্দ লিনাক্স ,
আমি ভালবাসি লিনাক্স কে , ব্যাবহার এর পর আপনারও এটাকে ভালবাসবেন আশা করি ।
সবাইকে লিনাক্স এ আসার দাওয়াত রইলো ।
আমি এখন থেকে লিনাক্স সিরিজ এ লিখব , পরের পোস্ট এ উবুন্টু ডাউনলোড , বুট এবং এটার ইন্সটল নিয়ে পোস্ট হবে , সবাই সাথে থাকবেন , আর একটা কথা আমাদের ভালবাসার Trickbd টে লিনাক্স এর ক্যাটাগরি নেই যেটা সত্যি আমার অনেক খারাপ লাগে , আমার এই পোস্ট কোন ক্যাটাগরি তে রাখবো বলেন ?
এডমিন এডিটর এর কাছে আমার একটাই চাওয়া লিনাক্স এর একটা ক্যাটাগরি অ্যাড করেন ।
সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন ।
পোস্ট টা ভালো লাগলে একটা লাইক দিন , কিছু বলার থাকলে কমেন্ট এ জানান ।
আমাকে ফেইসবুক এ নক করতে পারেন
আজ এই পর্যন্তই খোদা হাফেজ ।
এত কথা বললাম কারণ, পোস্ট টা সুন্দর হয়েছে। উপরোক্ত কাজগুলো করলে আরো সুন্দর হতো।।??
Ar PES 2015 ki Pc te offline Khela jai????
Ar PES 2015 ki Pc te offline Khela jai??
Ar PES 2015 ki Pc te offline Khela jai???
Ar PES 2015 ki Pc te offline Khela jai????
Ar PES 2015 ki Pc te offline Khela jai??
Ar PES 2015 ki Pc te offline Khela jai???
মনে অনেক কষ্ট নিয়ে উইন্ডোজ ব্যাবহার করি, শুধু মাত্র একটা গেম খেলার জন্য। Duel boor উইন্ডোজ আর লিনাক্স ব্যাবহার করতাম, ঝামেলা এর কারণে আবার উইন্ডোজ ব্যাবহার করতেছি।
আপনার জন্যও রইল ভালোবাসা ❤❤