Site icon Trickbd.com

হস্তমৈথুন বা Masturbation করলে কি কি সমস্যা হয় এবং এর সমাধান (৯০% মানুষ যার উপর আসক্ত)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ হস্তমৈথুন বা Masturbation করলে কি কি সমস্যা হয় এবং এর সমাধান (৯০% মানুষ যার উপর আসক্ত)

হস্তমৈথুন বা Masturbation যেটি একটি বদ অভ্যাস ৯০% মানুষ এর অন্য ভাবে বলা যায় যে , সিগারেট যেমন একটি নেশা এটি ও তেমনি একটি নেশা।

৯০% এর মধ্যে দেখা যায় ৮০% ছেলেরা এই কাজ এ আসক্ত এখানে সবচেয়ে বড় বেপার টি হলো সিগারেট ধরা যেমন সহজ ছাড়া টা কঠিন তেমনি এটিও ।

হস্তমৈথুন বা Masturbation  এর ক্ষতিকর দিক গুলোঃ

কুরআন ও হাদীস এর আলোকে[সম্পাদনা]

ইমাম শাফেয়ী নিম্নক্ত কুরআনের আয়াত দ্বারা হস্তমৈথুন হারাম বলেছেন,

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভূক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে সীমালংঘনকারী হবে।

— সূরা মুমিনুন, ৫-৭

উক্ত আয়াতে নিজ স্ত্রী ও দাসী ছাড়া সকল প্রকার যৌনাচার নিষিদ্ধ যার মধ্যে হস্তমৈথুনও রয়েছে।

[ সুএ ঃ Wikipedia ]

সমাধান ঃ

অনেকে ভাবে যে আমি অনেক খাওয়া-দাওয়া করার পরেও মোটা হচ্ছি না কেনো, কারন হলো হস্তমৈথুন বা Masturbation এর ফলে যা খাওয়া হয় তার থেকে বেশি শক্তি চলে যায় ]

এই রোগের সমসার জন্য ডাক্তার রা বেশির চাগ এ ভিটামিন ক্যালসিয়াম এবং ঘুম বা টেনশন কমানোর ওষুধ দিয়ে থাকে 

অতিরিক্ত সমস্যা হলে প্রয়োজন মতে আমার  Masturbation সম্পর্কে এই ভিডিও টি দেখতে পারেন আশা করি উপকার হবে – ভিডিও লিং Click Here 

[ আমার এর আগের পোষ্ট টি একজন কপি করে তার ফেসবুক Group এ পোষ্ট করেছে কিন্তু সে Trickbd এর ক্রেডিট ও দেয় নি আমার নিজের ক্রেডিট ও দেয় নি – তাই বলবো  _কেও কপি করলে ক্রেডিট দিবেন ]

বিদ্রঃ ডিফেন্স জব/অথবা মেডিক্যাল কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)

(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)

আমাদের চ্যানেল – Career Messeges

(আমার ম্যাসেঞ্জার GROUP  এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP  এ জানিয়ে দিবো _

 এবং  যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP  এটি)

লিংক – (Career Messeges)

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

আল্লাহ্‌ হাফেজ