Site icon Trickbd.com

Believe it or not । বিশ্বাস করুন বা না করুন। (পর্বঃ০১)

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন ধারাবাহিক। আমাদের এই পৃথিবী কতো আশ্চর্য!!! আর এর কতটুকুই বা আমরা জানি? প্রতিনিয়তই আমরা এই পৃথিবীর নিত্যনতুন অদ্ভুত কথা জানতে পারছি, যা সম্পর্কে আমাদের আগে বিন্দুমাত্রও ধারণা ছিল না। এমনই সব মজাদার আর চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। প্রতিটা ধারাবাহিকে আপনারা দশটি করে অদ্ভুত তথ্য জানতে পারবেন। তো চলুন এবার শুরু করি।

 

আপনি জানেন কি?

ইংরেজি সংখ্যার বানানে এক থেকে এক বিলিয়ন-এর আগ পর্যন্ত কোনো “B” নেই!

 

 

অ্যান্টারটিকা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মরুভূমি!

 

 

প্রাচীন ইংরেজদের সময়ের নিয়মানুযায়ী এক মুহুর্ত সমান দেড় ঘণ্টা ধরা হয়!

 

 

মানুষের শরীরে এতো বেশি কার্বন আছে, যে তা দিয়ে ৯,০০০ টা পেন্সিল বানানো সম্ভব!

 

 

পানি না খেয়ে উটের থেকে জিরাফ বেশিদিন বেঁচে থাকতে পারে!

 

 

পানিকে ঠান্ডা করলে (Freezing) আয়তন বেড়ে যায়!

 

 

আইনস্টাইন রাতে ১০ ঘণ্টা ঘুমাতেন!

 

 

পর্যায় সারণিতে কোথাও ইংরেজি “J” শব্দটি নেই!

 

 

তারামাছের কোনো “ব্রেইন” নেই!

 

 

অক্টোপাসের তিনটি হৃদপিন্ড রয়েছে!

 

ধন্যবাদ। অনুগ্রপূর্বক আমার YouTube Channel Subscribe করবেন-

Raising World

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।