আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন ধারাবাহিক। আমাদের এই পৃথিবী কতো আশ্চর্য!!! আর এর কতটুকুই বা আমরা জানি? প্রতিনিয়তই আমরা এই পৃথিবীর নিত্যনতুন অদ্ভুত কথা জানতে পারছি, যা সম্পর্কে আমাদের আগে বিন্দুমাত্রও ধারণা ছিল না। এমনই সব মজাদার আর চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। প্রতিটা ধারাবাহিকে আপনারা দশটি করে অদ্ভুত তথ্য জানতে পারবেন। তো চলুন এবার শুরু করি।

 

আপনি জানেন কি?

ইংরেজি সংখ্যার বানানে এক থেকে এক বিলিয়ন-এর আগ পর্যন্ত কোনো “B” নেই!

 

 

অ্যান্টারটিকা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মরুভূমি!

 

 

প্রাচীন ইংরেজদের সময়ের নিয়মানুযায়ী এক মুহুর্ত সমান দেড় ঘণ্টা ধরা হয়!

 

 

মানুষের শরীরে এতো বেশি কার্বন আছে, যে তা দিয়ে ৯,০০০ টা পেন্সিল বানানো সম্ভব!

 

 

পানি না খেয়ে উটের থেকে জিরাফ বেশিদিন বেঁচে থাকতে পারে!

 

 

পানিকে ঠান্ডা করলে (Freezing) আয়তন বেড়ে যায়!

 

 

আইনস্টাইন রাতে ১০ ঘণ্টা ঘুমাতেন!

 

 

পর্যায় সারণিতে কোথাও ইংরেজি “J” শব্দটি নেই!

 

 

তারামাছের কোনো “ব্রেইন” নেই!

 

 

অক্টোপাসের তিনটি হৃদপিন্ড রয়েছে!

 

ধন্যবাদ। অনুগ্রপূর্বক আমার YouTube Channel Subscribe করবেন-

Raising World

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

35 thoughts on "Believe it or not । বিশ্বাস করুন বা না করুন। (পর্বঃ০১)"

  1. Saimon Contributor says:
    part 2 chai?
  2. ERROR Contributor says:
    গাজা খেয়ে পোস্ট করছেন নাকি??
    1. Azim Author Post Creator says:
      গাঁজা খাওয়া তো আপনার কাজ, আমার কাজ মানুষকে সঠিক তথ্য দেওয়া।

      নিজেকে এত জ্ঞানী মনে করা ঠিক না। আপনার কথা দিয়ে আপনি নিজেই নিজের বোকামির পরিচয় দিয়েছেন। অ্যান্টারটিকা সত্যিই দীর্ঘতম মরুভূমি।

  3. ERROR Contributor says:
    অ্যান্টারটিকা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মরুভূমি,এইটা বেশি হাস্যকর??
    1. Azim Author Post Creator says:
      হ্যাঁ, সত্যিই হাস্যকর, তবে এটা সত্য। আমার কথা বিশ্বাস না হলে Google-এ দেখে নিন।
  4. Tushan Author says:
    অ্যান্টার্কটিকা বরফে ঢাকা.. ওখানে মরুভূমি কোত্থেকে? ?
  5. Azim Author Post Creator says:
    কোথা থেকে তা বলতে পারবো না, তবে তথ্যটা সত্যি।
  6. MD Shakib Hasan Contributor says:
    আপনি মনে হয় সঠিক ভাবে না জেনেই পোস্ট লিখেছেন। বিস্তারিত কিছুই লিখেন। শুধু ছবি আর হালকা কিছু লিখছে। বিস্তারিত জেনে তারপর পোষ্ট করেন। এভাবে একটু একটু করে লিখে সবাই পোষ্ট করতে পারবে
    1. Azim Author Post Creator says:
      এগুলোর প্রত্যেকটার বিস্তারিত লিখলে একেকটা TrickBD-র সাধারণ পোস্টের সমান হতো। তাহলে সেটা ইতিহাস হয়ে যেত…….+মানুষের এতোকিছু পড়ার ধৈর্যও থাকতো না। সুতরাং, আশা করছি বুঝতে পারছেন।

      আচ্ছা, আমি আগামীবার থেকে তথ্যসূত্র উল্লেখ করে দিবো, পড়ে নিবেন।

  7. AsifAkbar420 Contributor says:
    এই পোস্ট টা আরো সুন্দর করে করতে পারতেন একটু গুছিয়ে লিখে ধন্যবাদ..!
    1. Shyshob Ahmed Contributor says:
      ভাই খারাপ কমেন্ট না করলে হয় না?
      সুন্দর বলতে কি বুঝিয়েছেন?
      তাহলে আপনি নিজেই পোষ্ট করেনা না, এভাবে বাজে কমেন্ট না করে!
  8. Mr.tech Author says:
    আপনি ঠিক বলেছেন। এটি একটি মরুভূমি
    Antarctica: In terms of sheer size, the Antarctic Desert is the largest desert on Earth, measuring a total of 13.8 million square kilometers. Antarctica is the coldest, windiest, and most isolated continent on Earth, and is considered a desert because its annual precipitation can be less than 51 mm in the interior.
  9. Towfiq Contributor says:
    Olpo bidda voyongkor…….kisu author ata jne na…..Tai ato chillay …Ami o jantam Antarctica borof a dhaka … Google a dakhe pore bujlm….so cmnt r age antoto aktu dakhe cmn koren…nijerder somman rokkha pabe
  10. Shyshob Ahmed Contributor says:
    সুন্দর ??
    এমন পোষ্ট আরো চাই ভাই❤
    1. Azim Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন।
    1. Azim Author Post Creator says:
      Thanks.
  11. Forhad Rahman Author says:
    অ্যান্টার্কটিকা পুরোপুরি মরুভূমি না, তবে একে মরুভূমি হিসেবেও বিবেচনা করা হয়।
    Anyway, Interesting post. Expecting some more ‘?
    1. Azim Author Post Creator says:
      Thanks for your valuable comment.
    2. Forhad Rahman Author says:
      Welcome Mate ❤
    1. Azim Author Post Creator says:
      Thanks a lot.
  12. XR SABBIR KHAN Contributor says:
    Bro darun post,,karo kothay kan na diye poso kore jan
    1. Azim Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আরো Post করবো ইংশাআল্লহ। সাথেই থাকুন।
  13. AJ sabbir Author says:
    অসাধারণ কার্যকারী সাধারণ ঙ্গ্যানের পোষ্ট। খুব সুন্দর লিখেছেন।
    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ, এটা তেমন কিছু না। ?
  14. XR SABBIR KHAN Contributor says:
    Azim vai allah banan vul korsen,,comment a
    1. Azim Author Post Creator says:
      আল্লহ বানান ভুল করিনি, ভাই। এটাই সঠিক উচ্চারণ (আললঅহ)
  15. XR SABBIR KHAN Contributor says:
    Ami janina tobe airokom age Delhi ni
    1. Azim Author Post Creator says:
      সবাই সবকিছু জানতে না-ই পারে, এটা কোনো দোষ না। তবে প্রত্যেক মুসলিমেরই কুরআন শিখা উচিত।
  16. Rabindra Barman Contributor says:
    Nice post.
    Karor kotha shunar dorkar nei ei style a next post chailye jan.
  17. Khaled Contributor says:
    একটু বিস্তারিত 2 4 লাইন লেখলে ভালো হতো❤️

Leave a Reply