Site icon Trickbd.com

দেখে নিন পায়ের কুনি দুর করার কার্যকরি উপায় ।

Unnamed


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
কেমন আছেন বন্ধুরা । আশা করি ভালো আছেন । আজকে আমি একটি টিপস নিয়ে এসেছি । সেটি হলো কানি দুর করার উপায় । তো শুরু করা যাক । রাস্তা-ঘাটে চলা ফেরার কারনে নখের মধ্যে যে ময়লা জমা হয়ে থাকে, তা ভালভাবে পরিষ্কার না করার কারনে নখকুনি হতে পারে ৷ তাই সবাই
সাবধান হয়ে যান ! সঠিক পদ্ধতি জেনে নখের যত্ন নিন ৷ নখে কুনি হয়ে যাওয়া এই সমস্যা অনেকের ৷ গ্রাম্য ভাষায় বলে কানি ৷ পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায় ৷ কারণ পায়ের নখে অনেক বেশি ধুলো, মাটি, সাবধান হয়ে যান ! সঠিক পদ্ধতি জেনে নখের যত্ন নিন ৷ নখে কুনি হয়ে যাওয়া এই সমস্যা অনেকের ৷ গ্রাম্য ভাষায় বলে কানি ৷ পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায় ৷ কারণ পায়ের নখে অনেক বেশি ধুলো, মাটি, জল
সহ্য করতে হয় ৷ যার ফলে পচন বাসা বাঁধে ৷ অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য মলম ব্যবহার করে থাকে ৷ তাতে অনেক খরচ হয় । কীভাবেই নখের কুনি দুর করবেন ? এই পোষ্টে আছে কিছু সহজ উপায় ৷
১. ভিনিগার ও
লিস্টারিন –
লিস্টারিনে থাকে মেন্থল। আর ভিনিগারে ছত্রাক জমতে পারে না , তা সবাই জানে । তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টা খানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন লিস্টারিনে থাকে মেন্থল। আর ভিনিগারে ছত্রাক জমতে পারে না , তা সবাই জানে । তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টা খানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন ৷

২. ভুট্টা গুড়ো – ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি ৷ ভুট্টার গুড়োকে একটি পাত্রে ঢেলে গরম করে ৷ তাতে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে ৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে

লাগিয়ে নিতে হবে ৷

৩ .
নিম তেলও ছত্রাক দমনে সাহায্য করে ৷ নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী ৷
৪.ইউরিয়া পেস্ট – ইউরিয়া মিশ্রিত পানি ছত্রাক মারে ৷ ইউরিয়া নখের উপর লাগাতে পারেন ৷ এই উপকরন টি লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিন ৷
তাতে কাজ হবে ৷ তবুও কাজ না হলে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন ৷ নিত্য নতুন নতুন পরার্মশ পেতে আমাদের সাথেই থাকুন।


ভালো থাকবেন সুস্থ থাকবেন।ট্রিকবিডির সাথেই থাকবেন।..