কেমন আছেন বন্ধুরা । আশা করি ভালো আছেন । আজকে আমি একটি টিপস নিয়ে এসেছি । সেটি হলো কানি দুর করার উপায় । তো শুরু করা যাক । রাস্তা-ঘাটে চলা ফেরার কারনে নখের মধ্যে যে ময়লা জমা হয়ে থাকে, তা ভালভাবে পরিষ্কার না করার কারনে নখকুনি হতে পারে ৷ তাই সবাই
সাবধান হয়ে যান ! সঠিক পদ্ধতি জেনে নখের যত্ন নিন ৷ নখে কুনি হয়ে যাওয়া এই সমস্যা অনেকের ৷ গ্রাম্য ভাষায় বলে কানি ৷ পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায় ৷ কারণ পায়ের নখে অনেক বেশি ধুলো, মাটি, সাবধান হয়ে যান ! সঠিক পদ্ধতি জেনে নখের যত্ন নিন ৷ নখে কুনি হয়ে যাওয়া এই সমস্যা অনেকের ৷ গ্রাম্য ভাষায় বলে কানি ৷ পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায় ৷ কারণ পায়ের নখে অনেক বেশি ধুলো, মাটি, জল
সহ্য করতে হয় ৷ যার ফলে পচন বাসা বাঁধে ৷ অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য মলম ব্যবহার করে থাকে ৷ তাতে অনেক খরচ হয় । কীভাবেই নখের কুনি দুর করবেন ? এই পোষ্টে আছে কিছু সহজ উপায় ৷
১. ভিনিগার ও
লিস্টারিন –
লিস্টারিনে থাকে মেন্থল। আর ভিনিগারে ছত্রাক জমতে পারে না , তা সবাই জানে । তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টা খানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন লিস্টারিনে থাকে মেন্থল। আর ভিনিগারে ছত্রাক জমতে পারে না , তা সবাই জানে । তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টা খানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন ৷
২. ভুট্টা গুড়ো – ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি ৷ ভুট্টার গুড়োকে একটি পাত্রে ঢেলে গরম করে ৷ তাতে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে ৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে
৩ .
নিম তেলও ছত্রাক দমনে সাহায্য করে ৷ নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী ৷
৪.ইউরিয়া পেস্ট – ইউরিয়া মিশ্রিত পানি ছত্রাক মারে ৷ ইউরিয়া নখের উপর লাগাতে পারেন ৷ এই উপকরন টি লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিন ৷
তাতে কাজ হবে ৷ তবুও কাজ না হলে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন ৷ নিত্য নতুন নতুন পরার্মশ পেতে আমাদের সাথেই থাকুন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।ট্রিকবিডির সাথেই থাকবেন।..
Source ullekh kore dile ektu valo hoy. Na hole shudu apnar kothay ondho vabe to eisob niyom apply korar kono mane hoy na; jehetu apni Doctor na 😛