Site icon Trickbd.com

তারাবির নামাজ কত রাকাত ? শতভাগ সিউর হয়ে নিন ( ভুল ধারণা থেকে বের হয়ে আসুন )

আসসালামুয়ালাইকুম – সবাইকে পবিএ মাহে রমজানের শুভেচ্ছা,

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

তারাবী নামাজ কত রাকাত এই বিষয়ে অনেক মতামত দিয়ে থাকে এক এক জন – কেও বলে ২০ রাতাক কেও বলে ৮ রাতাক কেও বলে ৩০ বা ৩৯ রাকাত – আজ এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের উত্তর –

জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল তারাবির নামাজ ঠিক কত রাকাত ? ৮ নাকি ২০। –

জবাবে তিনি বলেছিলেন,

এক ব্যাক্তি মহানবীর কাছে জিজ্ঞাসা করলো, ‘কিয়ামুল লাইল’ কিভাবে পড়বো ? তিনি বল্লেন,এটা ২ রাকাত করে পড়া উচিত। যেমন ২ রাকাত,তারপর ২ রাকাত, তারপর ২ রাকাত এবং সূর্য যখন উদিত হবার সময় হয়েআসবে ,তখন ১ রাকাত’।

এভাবে যতখুশী তত পড়া যাবে। তবে আমরা যদি মহানবীর দিকে দেখি,

তাহলে হাদীসে এসেছে, “আয়েশা(রাঃ)-কে রাসুল(সঃ)-এর রমযানের তারাবি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, মুহাম্মাদ(সঃ) রমযান মাসে যখন কিয়ামুল লাইল বা তারাবীর নামাজ আদায় করতেন, তখন ১১ রাকাত আদায় করতেন এবং এর বেশী করতেন না।অন্য মাসে ৮ রাকা’আত ‘কিয়ামুল লাইল’ এবং ৩ রাকাত বিতরের নামাজ আদায় করতেন। বুখারী-তাহাজ্জুদ-১১৪৭

অনেক হাদীস আছে,

যেখানে বলা হয়েছে, নবী করিম(সঃ) ১১ রাক’আত(৮+৩) ‘কিয়ামুল লাইল’ আদায় করতেন।তবে যদি সাহাবী,সালফে সালেহীন ও তাবেয়ীনদের দেখি, তাহলে তারা ১১,১৩,১৯,২৩ ও ৩৯ এধরনের আদায় করতেন। আরেকটা হাদিসে আছে, “তাবেয়ীনরা রমযানের রাতে ২০ রাক’আত তারাবীহ আদায় করতেন। অন্যত্র বলা হয়েছে, তারা ৩৬ রাকাত আদায় করতেন। কিন্তু নবী করিম(সঃ) ১১ রাকাত আদায় করতেন।তবে তিনি ২+২+২+ এভাবেও আদায় করতে বলেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা-পৃষ্ঠা-১৫৬,১৬৬।

সূত্র –  সানবিডি/ঢাকা/আহো

রিলেটেড – যুদ্ধের পর বাংলাদেশের এত মানুষ কোন কখনো এক সাথে দেখা যায় নি যেটি দেখা গিয়েছে ” মিজানুর রহমান আজহারীর ” ওয়াজ মাহফিলে

কক্সবাজার ভ্রমণ ২০২০ । যদি যেতে চান – তাহলে এই ভিডিও টি দেখে সতর্ক হয়ে নিন । Cox’s Bazar Tour 2020

রোয়ান অ্যাটকিনসন থেকে মি. বিন হবার গল্প ! সর্বকালের অন্যতম সেরা সেলিব্রেটি। Mr Bean । Rowan Atkinson

আমাদের চ্যানেল –  অনুপ্রেরণার গল্প ঘুরে আসতে পারে ভালো লাগলে SUBSCRIBE করবেন ।