ইংরেজি শেখার সহজ উপায়
হ্যালো ট্রিক লাভার!
কেমন আছেন?আজকে আমি এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
ইংরেজির কত গুরুত্ব তা মোটামুটি সবাই জানি।বিশেষত যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে।
হয়তো কোনো ইউটিউবারের মুখ থেকেই শুনে থাকবেন Grammarly সম্পর্কে।
যা কম্পিউটার ব্রাউজারেই ভালো ব্যবহার করা যায়।মোবাইল দিয়ে ব্যবহার করা গেলেও তা সহজ ব্যাপার না।
বিঃদ্রঃ ট্রিকটি ট্রিকবিডিতে থাকতে পারে তবে ভালো বলে কথা।সবাই যাতে সুবিধা নিতে পারে,এটাই লক্ষ্য
Grammarly অ্যাপটির সুবিধা
- বড় সুবিধা হলো ইংরেজি বাক্যে গ্রামার ভুল হলে আপনাকে সাজেস্ট করবে কোথায় ভুল হয়েছে?
- সাথে পাবেন ফ্রিতে একটি কিবোর্ড।
- অ্যাপটি সম্পর্ন বিনামূল্যে পাবেন প্লে স্টোর এ।
- কিবোর্ড কাস্টমাইজেশন করতে পারবেন।ইত্যাদি
কিভাবে অ্যাপটি ইন্সটল করতে হয় তা আমি বলবো না কারন এটা সবাই পারবে।তাই ইন্সটল বাটনে ক্লিক করে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।
কিছু উদাহরণঃ
১.
২.
ইংরেজি শেখার এরকম আরো কিছু সহজ উপায় রয়েছে তা নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
স্মার্টফোনের সবচেয়ে ভালো ব্রাউজার কোনটি?নিরপেক্ষ তুলনা ইংরেজি শেখার সহজ কিছু উপায়
ইংরেজি শেখার pdf
এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।উপকৃত হলে ফেসবুকে শেয়ারকরে বন্ধুদের জানিয়ে দিন।