ইংরেজি শেখার সহজ উপায়

হ্যালো ট্রিক লাভার!
কেমন আছেন?আজকে আমি এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ইংরেজির কত গুরুত্ব তা মোটামুটি সবাই জানি।বিশেষত যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে।

হয়তো কোনো ইউটিউবারের মুখ থেকেই শুনে থাকবেন Grammarly সম্পর্কে।

মূলত Grammarly একটি ক্রোম এর add-ons.
যা কম্পিউটার ব্রাউজারেই ভালো ব্যবহার করা যায়।মোবাইল দিয়ে ব্যবহার করা গেলেও তা সহজ ব্যাপার না।
অনেক চেষ্টার পর Grammarly অ্যাপ সম্পর্কে জানতে পারলাম।অ্যাপটির সাইজ অনেক বড় (প্রায় ৯৬ মেগাবাইট) তাই কেউ ১০-১২ এম্বি নিয়ে ইন্সটল করতে যাবেন না।
অ্যাপলিকেশনটির সাইজ অনেক বড় হলেও সুবিধা প্রচুর।মানে জিনিস ভালো, তার দাম ভালো?।
Grammarly কোন পেইড অ্যাপ নয় তাই চিন্তা করারও কোনো কারন নেই।

বিঃদ্রঃ ট্রিকটি ট্রিকবিডিতে থাকতে পারে তবে ভালো বলে কথা।সবাই যাতে সুবিধা নিতে পারে,এটাই লক্ষ্য

Grammarly অ্যাপটির সুবিধা

  • বড় সুবিধা হলো ইংরেজি বাক্যে গ্রামার ভুল হলে আপনাকে সাজেস্ট করবে কোথায় ভুল হয়েছে?
  • সাথে পাবেন ফ্রিতে একটি কিবোর্ড।
  • অ্যাপটি সম্পর্ন বিনামূল্যে পাবেন প্লে স্টোর এ।
  • কিবোর্ড কাস্টমাইজেশন করতে পারবেন।ইত্যাদি

কিভাবে অ্যাপটি ইন্সটল করতে হয় তা আমি বলবো না কারন এটা সবাই পারবে।তাই ইন্সটল বাটনে ক্লিক করে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।

Install

 

কিছু উদাহরণঃ

১.

২.

ইংরেজি শেখার এরকম আরো কিছু সহজ উপায় রয়েছে তা নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।


স্মার্টফোনের সবচেয়ে ভালো ব্রাউজার কোনটি?নিরপেক্ষ তুলনা  ইংরেজি শেখার সহজ কিছু উপায়
ইংরেজি শেখার pdf


এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।উপকৃত হলে ফেসবুকে শেয়ারকরে বন্ধুদের জানিয়ে দিন।


7 thoughts on "ইংরেজি শেখার সহজ একটি উপায়"

    1. samim ahshan Author Post Creator says:
      Thanks brother ?
  1. palash roy Contributor says:
    saifur easy spoken pdf ki pawa jabe.
    1. samim ahshan Author Post Creator says:
      যাবে।
    2. samim ahshan Author Post Creator says:
      সরি।ভুল বলছি।আমার কাছে নেই

Leave a Reply