বিকাশ নামটি এখন আমাদের জীবন চলার পথে এর গুরুত্ব অনেক। যার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ও কয়েক সেকেন্ড মধ্যে টাকা লেনদেন করা যাই।
অনেক সময় বিভিন্ন সমস্যার কারনে বিকাশ একাউন্টটি বন্ধ করতে হয় বা অনেকের ইচ্ছা হয় যে বাবা,মা NID কার্ড দিয়ে খুলা একাউন্ট বন্ধ করে নিজের NID কার্ড দিয়ে একাউন্ট খুলার বা বর্তমান একাউন্টটি বন্ধ করে অন্য মোবাইল নাম্বারে একই ফটো আইডি ব্যবহার করে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করার এই সব কিছু বিষয় নিয়ে আজকের এই পোস্ট।
একটা কথা মনে রাখবেন বিকাশে মালিকানা পরিবর্তন করা সম্ভব নয়।
বর্তমান বিকাশ একাউন্টি বন্ধ করুন
আপনার বর্তমান একাউন্টি বন্ধ করার জন্য আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্সটি শূণ্য করতে হবে। বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র ও গ্রাহক সেবায় যেতে হবে এবং সাথে করে আপনার বিকাশ একাউন্ট নাম্বারের হ্যান্ডসেট, আপনার মূল ফটো আইডি (জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড) এবং এর একটি ফটোকপি নিয়ে বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা নিয়ে যেতে হবে। একাউন্ট খুলার সময় যে সকল তথ্য দিয়েছেন এবং বর্তমান তথ্য গুলার সাথে মিল থাকে তা হলে আপনার বিকাশ একাউন্ট টি বন্ধ করে দিবে।
মনে রাখবেন এই জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলছিলেন সে নাম্বারে এই জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে আর একাউন্ট খুলতে পারবেন না কিন্তু অন্য জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে এই নাম্বারে একাউন্ট খুলতে পারবেন এবং এই জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে অন্য নাম্বারে একাউন্ট খুলা যাবে।
বাবা,মা NID কার্ড দিয়ে খুলা একাউন্ট বন্ধ করে নিজের NID কার্ড দিয়ে একাউন্ট খুলুন।
এইক্ষেত্রেও একই নিয়ম যার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে একাউন্ট খুলা ছিলো তাকে সাথে করে বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র ও গ্রাহক সেবায় যেতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডও নিয়ে যেতে হবে।
একাউন্ট খুলার সময় যে সকল তথ্য দিয়েছিলো এবং বর্তমান তথ্য গুলার সাথে মিল থাকে তা হলে আপনার বাবা,মা NID কার্ড দিয়ে খুলা একাউন্ট বন্ধ করে দিয়ে আপনার NID কার্ড দিয়ে একাউন্ট খুলে দিবে।
আপনি ইচ্ছা করলে একাউন্ট টি বন্ধ করে বাসায় এসেও নিজের ফোন দিয়েও একাউন্ট খুলতে পারবেন।
আশা করি বিস্তারিত বুঝাতে পেরেছি না বুঝলে Comment করবেন।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
You must be logged in to post a comment.
এটাতো ঠিক না।অনেকেরই প্রবলেম হবে অ্যাকাউন্টে।
কোনো সমস্যা হবে না।
ধন্যবাদ
Good
thanks
Ami bondho korte chassilam but student id chay.
Ohhh
এত কিছু করার প্রয়োজন নাই। account Transfer করে নিলেই সমাধান হয়ে যাবে।
বিকাশ account ট্রান্সফের করা সম্ভব নয়
Bhai hlp need amr akta nbr a account kora ace akhon oi account off korbo off ki basay bose kora jabe r oi nbr a new id diye ki accountkora jabe?
বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র ও গ্রাহক সেবায় যেতে হবে একাউন্ট বন্ধ করতে। বাসা থেকে হবে না।
eto kahini na koira abbur nid diya chalaitasi oitai valo
সেটা আপনার ইচ্ছা
Vaiya, jar nid diya khulchilam se mara geche, account is not active dekhay ekhon. Ki korbo?
এই বিষয়ে বিস্তারিত জানতে 16247 তে কল দিন।
Apnar nijer details niye gele active kore dibe.
এত ঝামেল ভাল্লাগে নাহ….!
কে বলছে? বাবা মায়ের nid দিয়ে bkash খুলা থাকলে ওই account ই নিজের nid দিয়ে করা যাবে না? পোস্ট করার আগে বিস্তারিত জেনে তার পর পোস্ট কইরেন ভাইয়া। আমার bkash ও আমার আম্মার nid দিয়ে করা ছিলো, bkash Center এ গিয়ে পরে ওই টাই আবার আমার nid দিয়ে করে নিয়েছি,
বিঃদ্রঃ দুজন ই উপস্থিত থাকতে হবে এবং ২ জন এর ই id nid নিয়ে যেতে হবে ধন্যবাদ? #Uzzal Mahamud
মনে হয় আপনার মাথার সমস্যা আছে।
আপনি পোস্ট টি কি ভালো ভাবে পড়েছেন? আগে পোস্ট ভালো ভাবে পড়েন তার পর মন্তব্য করেন
ধন্যবাদ
আসলেই ঠিক বলেছেন ভাইয়া সত্যিই মাথায় সমস্যা আছে ? (“একটা কথা মনে রাখবেন বিকাশে মালিকানা পরিবর্তন করা সম্ভব নয়”) ?<এটা আপনার পোস্ট থেকে copy করা। নিজেই একটু ভালোকরেপরে নিন? [এদিকে অলরেডি balance সহ বিকাশের মালিকানা পরিবর্তন করে বসে থাকা আমি]? #ধন্যবাদ
Trainer request korlam. Pending ekhono.