Site icon Trickbd.com

ট্রিকবিডিতে যারা নতুন পোস্ট করে তাদের পোস্ট পেন্ডিং থাকার কারণ এবং তার সমাধান ৷

আসসালামুআলাইকুম ৷

বিষয়ঃ ট্রিকবিডিতে যারা নতুন পোস্ট করে তাদের পোস্ট পেন্ডিং থাকার কারণ এবং তার সমাধান ৷

আলোচনাঃ 

বেশ কিছুদিন যাবৎ আমি খেয়াল করেছি, শুধু আমি না আপনারও হয়তবা খেয়াল করছেন, অনেক পোস্টে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমি অনেক কয়েকটি পোস্ট করেছি কিন্তু আমার পোস্টগুলা পেন্ডিং আছে, পাবলিশ হয় না কেন? ৷ 

পেন্ডিং থাকার কারন কি?

 

পেন্ডিং থাকার বেশকিছু কারণ রয়েছে, 

উপরে কারণগুলোর জন্য আপনাদের পোষ্ট পাবলিশ হয় না ৷ দুই একটা পাবলিশ হলেও আপনারা অথর হতে পারেন না ৷

এর সমাধান: 

পেন্ডিং এর সমাধান নিম্নে দেওয়া হলো:

 

 

 

 

নিচের লিংক দেখে নিন:-

 

 

                 -||শেষ কথা||-

উপরের আলোচনা থেকে আমরা এটা জানতে পারলাম ৷ কখনো কপিপেস্ট করা যাবে না, ট্রিকবিডি কখনো কপিপেস্ট সাপোর্ট করেনা ৷ সম্পূর্ণ নিজের ভাষার পোস্ট করতে হবে এবং লেখাগুলো সুন্দর সুস্পষ্ট এবং পাঠকদের বোঝার মত করতে হবে ৷ চারটি পোস্ট করেই টিউনার রিকোয়েস্ট করতে হবে ৷ টিউনার রিকুয়েস্টের পরেও পোস্ট পাবলিশ না হলে সে ক্ষেত্রে আপনাকে ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইলে করতে হবে ৷ আপনার পোস্টের লিংক সহ মেইল করতে হবে মনে রাখবেন আপনি যে ইমেইল দিয়ে ট্রিকবিডির একাউন্ট করেছেন সেই মেইল থেকেই মেইল করতে ৷

 

যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ৷ আর আমি না জানলে ট্রিকবিডির সাপোর্ট টিম থেকে জেনে নেয়ে উওর দিবো ইনশাল্লাহ ৷৷

ধন্যবাদ ট্রিকবিডির সকল সদস্যদের ৷