আসসালামুআলাইকুম ৷
বিষয়ঃ ট্রিকবিডিতে যারা নতুন পোস্ট করে তাদের পোস্ট পেন্ডিং থাকার কারণ এবং তার সমাধান ৷
আলোচনাঃ
বেশ কিছুদিন যাবৎ আমি খেয়াল করেছি, শুধু আমি না আপনারও হয়তবা খেয়াল করছেন, অনেক পোস্টে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমি অনেক কয়েকটি পোস্ট করেছি কিন্তু আমার পোস্টগুলা পেন্ডিং আছে, পাবলিশ হয় না কেন? ৷
পেন্ডিং থাকার কারন কি?
পেন্ডিং থাকার বেশকিছু কারণ রয়েছে,
- অনেকেই শুধু পোষ্ট করেই যায় পাঁচটা, সাতটা, আটটা পর্যন্ত পোস্ট করেন ৷ আবার কেউ কেউ একটি পোস্ট করে তারপর তারা বেশ কিছু পোস্টের নিচে কমেন্ট করে বলে, পোস্ট পাবলিশ হয় না কেন ?
- কপি পোস্ট করে তারপর তারা বেশ কিছু পোস্টের নিচে কমেন্ট করে বলে, পোস্ট পাবলিশ হয় না কেন ?
- আবার কেউ কেউ সুন্দর এক থেকে দুইটি পোস্ট করে ৷ কিন্তু টিউনার রিকোয়েস্ট করে না ফলে তাদের পোস্ট পাবলিশ হয়না ৷
- আবার দেখা যায় কেউ কেউ ট্রিকবিডিতে পূর্বে থাকা পোস্টেই আবার রিপলে পোস্ট করে ফলে তাদের পোস্টও পাবলিশ হয় না ৷
- পোস্টের মূল বিষয় টাইটেল এর সাথে মিল না থাকার কারণেও অনেকের পোষ্ট পাবলিশ হয় না তারপর পেন্ডিং পরে থাকে ৷
- আবার কেউ কেউ পোস্ট লিখে, টিউনার রিকোয়েস্ট করে, তারপরও তাদের পোস্ট পাবলিশ হয় না ৷ যখন দেখে তাদের পোস্ট পাবলিশ হয় না তখন তারা এডমিনদের পোষ্টের নিচে বিভিন্ন বাজে কমেন্ট করে ফলে তাদের পোস্টও পাবলিশ হয় না ৷
- আবার কেউ কেউ চারটি পোস্ট করে একটি সুন্দর হয় এবং পাবলিশও কিনতু তারা হতাস হয়ে পরে ৷ তারপর পোস্ট না লিখে বিভিন্ন সাইট থেকে পোস্ট কপি করে যার ফলে তাদের পোস্ট পাবলিশ হয় না পেন্ডিং থেকে যায় ৷
- সব থেকে বড় কথা হল তাদের পোস্ট পেন্ডিং থাকার পরেও এডমিনদের মেইল-ইমেইল করে না ৷ বরং বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করে বলে, আমার পোস্ট পাবলিশ হবে না কেন ?
উপরে কারণগুলোর জন্য আপনাদের পোষ্ট পাবলিশ হয় না ৷ দুই একটা পাবলিশ হলেও আপনারা অথর হতে পারেন না ৷
এর সমাধান:
পেন্ডিং এর সমাধান নিম্নে দেওয়া হলো:
- ভালো মানের নিজের ভাষায় চারটি পোস্ট বা কন্টেন্ট তৈরী করতে হবে ৷ মনে রাখুন চারটির চারটিই সম্পুর্ন নিজের ভাষায় লিখতে হবে ৷
- টাইটেল অনুযায়ী পোস্ট করতে হবে ৷
- এমন টাইটেল তৈরি করতে হবে যেটা দেখলে সবার পোস্ট দেখার আগ্রহ বাড়ে ৷
- কমপক্ষে 300 শব্দের আর্টিকেল তৈরি করতে হবে ৷
- পোস্টের বিষয়বস্তু অনুযায়ী স্ক্রিনশট দিতে হবে ৷
- ফিচারড ইমেজে পোস্ট অনুযায়ী হতে হবে ৷ ফিচারড ইমেজে টাইটেল লিখলে পোস্ট দেখা বা পড়ার আলাদা একটা আকর্ষণ বাড়ে ৷
- পোস্ট সুন্দর করতে অবশ্য BB কোড ব্যবহার করতে হবে ৷ BB Code ব্যাবহার করলে পোস্টের আলাদা একটা লুক আসে ৷ যা দেখলে সবার নজর কারে ৷
- নতুন কিছু নিয়ে পোস্ট করতে হবে যেগুলো আগে কখনো ট্রিকবিডিতে পোস্ট হয় নি ৷
- কখনোই কপি পেস্ট করা যাবেনা, কপি পেস্ট করলে আপনার পোষ্ট কখনোই পাবলিশ হবে না ৷ এর ফলে আপনার পোস্ট সারা জীবন পেন্ডিং থেকে যাবে আর আপনিও কখনো অথর হতে পারবেন না ৷
- চারটি পোস্ট করার পর আপনাকে টিউনার রিকোয়েস্ট করতে হবে ৷ তারপর বেশ কয়েকদিন অপেক্ষা করুন ৷
- যদি কয়েকদিনের ভিতরে পোস্ট পাবলিশ না হয় ৷ তখন আপনাকে ট্রিকবিডির সাপোর্ট টিমকে মেইল করে আপনার পোস্টের লিংক পাঠাতে হবে ৷ এরপর দেখবেন দু-একদিনের ভিতরেই আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে ৷ যদি কোন পোস্টের ক্লিম থাকে সেটাও ট্রিকবিডির সাপোর্ট টিম আপনাকে মেইল করে জেনে দিবে ৷
নিচের লিংক দেখে নিন:-
- ?ট্রিকবিডর সাপোর্ট টিম মেইল:- support@trickbd.com
- ? ট্রেইনার রিকোয়েষ্ট লিংক:- https://trickbd.com/trainer-request
- পোস্ট করার আগে, পোষ্ট করার জন্য সম্পূর্ন নীতিমালা দেখেনিন:- https://trickbd.com/trickbd-notice/5582
- কপিপেষ্ট নিয়ে এই পোস্টিও দেখে নিন:- https://trickbd.com/trickbd-notice/58310
-||শেষ কথা||-
উপরের আলোচনা থেকে আমরা এটা জানতে পারলাম ৷ কখনো কপিপেস্ট করা যাবে না, ট্রিকবিডি কখনো কপিপেস্ট সাপোর্ট করেনা ৷ সম্পূর্ণ নিজের ভাষার পোস্ট করতে হবে এবং লেখাগুলো সুন্দর সুস্পষ্ট এবং পাঠকদের বোঝার মত করতে হবে ৷ চারটি পোস্ট করেই টিউনার রিকোয়েস্ট করতে হবে ৷ টিউনার রিকুয়েস্টের পরেও পোস্ট পাবলিশ না হলে সে ক্ষেত্রে আপনাকে ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইলে করতে হবে ৷ আপনার পোস্টের লিংক সহ মেইল করতে হবে মনে রাখবেন আপনি যে ইমেইল দিয়ে ট্রিকবিডির একাউন্ট করেছেন সেই মেইল থেকেই মেইল করতে ৷
যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ৷ আর আমি না জানলে ট্রিকবিডির সাপোর্ট টিম থেকে জেনে নেয়ে উওর দিবো ইনশাল্লাহ ৷৷
ধন্যবাদ ট্রিকবিডির সকল সদস্যদের ৷