আসসালামুআলাইকুম ৷

বিষয়ঃ ট্রিকবিডিতে যারা নতুন পোস্ট করে তাদের পোস্ট পেন্ডিং থাকার কারণ এবং তার সমাধান ৷

আলোচনাঃ 

বেশ কিছুদিন যাবৎ আমি খেয়াল করেছি, শুধু আমি না আপনারও হয়তবা খেয়াল করছেন, অনেক পোস্টে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমি অনেক কয়েকটি পোস্ট করেছি কিন্তু আমার পোস্টগুলা পেন্ডিং আছে, পাবলিশ হয় না কেন? ৷ 

পেন্ডিং থাকার কারন কি?

 

পেন্ডিং থাকার বেশকিছু কারণ রয়েছে, 

  • অনেকেই শুধু পোষ্ট করেই যায় পাঁচটা, সাতটা, আটটা পর্যন্ত পোস্ট করেন ৷ আবার কেউ কেউ একটি পোস্ট করে তারপর তারা বেশ কিছু পোস্টের নিচে কমেন্ট করে বলে, পোস্ট পাবলিশ হয় না কেন ? 
  •  কপি পোস্ট করে তারপর তারা বেশ কিছু পোস্টের নিচে কমেন্ট করে বলে,  পোস্ট পাবলিশ হয় না কেন ? 
  •  আবার কেউ কেউ সুন্দর এক থেকে দুইটি পোস্ট করে ৷ কিন্তু টিউনার রিকোয়েস্ট করে না ফলে তাদের পোস্ট পাবলিশ হয়না ৷
  •  আবার দেখা যায় কেউ কেউ ট্রিকবিডিতে পূর্বে থাকা পোস্টেই আবার রিপলে পোস্ট করে ফলে তাদের পোস্টও পাবলিশ হয় না ৷
  • পোস্টের মূল বিষয় টাইটেল এর সাথে মিল না থাকার কারণেও অনেকের পোষ্ট পাবলিশ হয় না তারপর পেন্ডিং পরে থাকে ৷
  •  আবার কেউ কেউ পোস্ট লিখে, টিউনার রিকোয়েস্ট করে, তারপরও তাদের পোস্ট পাবলিশ হয় না ৷ যখন দেখে তাদের পোস্ট পাবলিশ হয় না তখন তারা এডমিনদের পোষ্টের নিচে বিভিন্ন বাজে কমেন্ট করে ফলে তাদের পোস্টও পাবলিশ হয় না ৷
  • আবার কেউ কেউ চারটি পোস্ট করে একটি সুন্দর হয় এবং পাবলিশও কিনতু তারা হতাস হয়ে পরে ৷ তারপর পোস্ট না লিখে বিভিন্ন সাইট থেকে পোস্ট কপি করে  যার ফলে তাদের পোস্ট পাবলিশ হয় না পেন্ডিং থেকে যায় ৷
  • সব থেকে বড় কথা হল তাদের পোস্ট পেন্ডিং থাকার পরেও এডমিনদের মেইল-ইমেইল করে না ৷ বরং বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করে বলে, আমার পোস্ট পাবলিশ হবে না কেন ?

উপরে কারণগুলোর জন্য আপনাদের পোষ্ট পাবলিশ হয় না ৷ দুই একটা পাবলিশ হলেও আপনারা অথর হতে পারেন না ৷

এর সমাধান: 

পেন্ডিং এর সমাধান নিম্নে দেওয়া হলো:

  •  ভালো মানের  নিজের ভাষায় চারটি পোস্ট বা কন্টেন্ট তৈরী করতে হবে ৷ মনে রাখুন চারটির চারটিই সম্পুর্ন নিজের ভাষায় লিখতে হবে ৷
  •  টাইটেল অনুযায়ী পোস্ট করতে হবে ৷ 
  • এমন টাইটেল তৈরি করতে হবে যেটা দেখলে সবার পোস্ট দেখার আগ্রহ বাড়ে ৷
  • কমপক্ষে 300 শব্দের আর্টিকেল  তৈরি করতে হবে ৷
  •  পোস্টের বিষয়বস্তু অনুযায়ী স্ক্রিনশট দিতে হবে ৷ 
  • ফিচারড ইমেজে পোস্ট অনুযায়ী হতে হবে ৷  ফিচারড ইমেজে টাইটেল লিখলে পোস্ট দেখা বা পড়ার আলাদা একটা আকর্ষণ বাড়ে ৷
  • পোস্ট সুন্দর করতে অবশ্য BB কোড ব্যবহার করতে হবে ৷ BB Code ব্যাবহার করলে পোস্টের আলাদা একটা লুক আসে ৷ যা দেখলে সবার নজর কারে ৷
  • নতুন কিছু নিয়ে পোস্ট করতে হবে যেগুলো আগে কখনো  ট্রিকবিডিতে পোস্ট হয় নি ৷

 

  • কখনোই কপি পেস্ট করা যাবেনা, কপি পেস্ট করলে আপনার পোষ্ট কখনোই  পাবলিশ হবে না ৷ এর ফলে আপনার পোস্ট সারা জীবন পেন্ডিং থেকে যাবে আর আপনিও কখনো অথর হতে পারবেন না ৷

 

  • চারটি পোস্ট করার পর আপনাকে টিউনার রিকোয়েস্ট করতে হবে ৷ তারপর বেশ কয়েকদিন অপেক্ষা করুন ৷ 

 

  • যদি কয়েকদিনের ভিতরে পোস্ট পাবলিশ না হয় ৷ তখন আপনাকে ট্রিকবিডির সাপোর্ট টিমকে মেইল করে আপনার পোস্টের লিংক পাঠাতে হবে ৷ এরপর দেখবেন দু-একদিনের ভিতরেই আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে ৷ যদি কোন পোস্টের ক্লিম থাকে সেটাও ট্রিকবিডির সাপোর্ট টিম আপনাকে মেইল করে জেনে দিবে ৷

 

নিচের লিংক দেখে নিন:-

 

 

                 -||শেষ কথা||-

উপরের আলোচনা থেকে আমরা এটা জানতে পারলাম ৷ কখনো কপিপেস্ট করা যাবে না, ট্রিকবিডি কখনো কপিপেস্ট সাপোর্ট করেনা ৷ সম্পূর্ণ নিজের ভাষার পোস্ট করতে হবে এবং লেখাগুলো সুন্দর সুস্পষ্ট এবং পাঠকদের বোঝার মত করতে হবে ৷ চারটি পোস্ট করেই টিউনার রিকোয়েস্ট করতে হবে ৷ টিউনার রিকুয়েস্টের পরেও পোস্ট পাবলিশ না হলে সে ক্ষেত্রে আপনাকে ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইলে করতে হবে ৷ আপনার পোস্টের লিংক সহ মেইল করতে হবে মনে রাখবেন আপনি যে ইমেইল দিয়ে ট্রিকবিডির একাউন্ট করেছেন সেই মেইল থেকেই মেইল করতে ৷

 

যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ৷ আর আমি না জানলে ট্রিকবিডির সাপোর্ট টিম থেকে জেনে নেয়ে উওর দিবো ইনশাল্লাহ ৷৷

ধন্যবাদ ট্রিকবিডির সকল সদস্যদের ৷ 

 

50 thoughts on "ট্রিকবিডিতে যারা নতুন পোস্ট করে তাদের পোস্ট পেন্ডিং থাকার কারণ এবং তার সমাধান ৷"

  1. MD Shakib Hasan Author says:
    এই পোস্ট তো Support team এর করা উচিত ছিল আপনি করলেন কেন
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আমি করলাম কেন তার কোন উওর নেই ৷
      আর ট্রিকবিডি এডমিনরাই যদি সব করে তাহলে আপনি, আমি, আমরা আছি কেন?
    2. MD Shakib Hasan Author says:
      আপনার fb id link dan
    3. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Fb id nai
  2. Rashedul Contributor says:
    নতুনদের জন্য এই পোস্টটা কাজে লাগলো।
  3. Abdus Sobhan Author says:
    আপনার পোস্ট টি ভালো ছিল, কিন্তু বর্তমানে Support Team অনেক Slow Support দেই আর TrickBD তে মানহিন তার উপরে আবার Copy এই রকম Post এর অভাব নেই।
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Hmm.. সত্যি ৷ কপিপেস্ট ও মানহিন পোস্টের অভাব নাই ৷
    2. Trickbd Support Moderator says:
      আপনাদের সহায়তা পেলে আমরা আরো দ্রুত সাপোর্ট দিতে পারব আশা করি।
      সকলে মিলে যদি নতুন লেখকদের দিকনির্দেশনা দেন তো তারাও মানসম্মত পোস্ট করতে পারবে।
    3. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      ভাই #Support_Team দিক নির্দেশনা দিবার জন্য ম্যাসেজিং সেস্টেম চালু করা হোক ৷ তাহলে খুব সহজেই নতুন লেখকরা সিনিয়র লেখকদের সহযোগিতা নিতে পারবে ৷
      কিনতু সেটা প্রতি মাসে দুই দিনের জন্যই ৷ কারন যদি সবসময় ব্যাবহার করা হয় তাহলে সবাই অযাথা ম্যাসেজ করবে ৷
  4. MD Shakib Hasan Author says:
    আপনার ফোন নাম্বার দেন
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      দুঃখিত আমি কোন ভাবেই নাম্বার দিতে পারবো না ৷ যা বলবার তা কমেন্টস এ বলতে হবে এটাই ট্রিকবিডির রুলস ৷
      আর কোন প্রশ্ন থাকলে বলতে পারেন ৷
    2. MD Shakib Hasan Author says:
      মেইল করেছি রিপ্লাই দেন
    3. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Gmail chack korun
    4. ♚ ?? ?????? ♚ Author says:
      Scammer not allow in trickbd??
  5. Lipon Islam Author says:
    hmm brtomane trickbd er obosta najehal… tai r ager moto visit kori na
  6. Adib☠️☠️? Contributor says:
    আমি মানসম্মত পোষ্ট করলাম,ট্রেইনার রিকুয়েস্ট দিলাম, মেইল করলাম ,মেডারেটরকে বললাম।আমি আর কী করব।আমার পোষ্ট অনেকেরই উপকারে আসত কারণ আমি নিয়ন ভাই এর অভাবটা দূর করতে চেয়েছিলাম।
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আপনি নিজে নিজে বললেই তো হবে না ৷
      সাপোর্ট টিমের মানসম্মত হতে হবে ৷ কে লিয়ন ভাই কে কি তা দেখার বিষয় নয় ৷ বরং নিজে কি লিখেছেন সেটা বর দেখার বিষয় ৷
    2. Trickbd Support Moderator says:
      পোস্টগুলো প্রথমে কোনো সিনিয়র লেখককে দেখালে যদি মানসম্মত হয়েছে বলে তো ওটা মানসম্মত বলে ধরা যায়।
      তাই প্রথমে সিনিয়র কোনো লেখককে দেখালে ভালো হয়।
    3. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      সিনিয়র লেখক দেখবে কি ভাবে ৷ পেন্ডিং থাকা পোস্ট তো অন্যরা দেখতে পারে না ৷ লিংক দিলে পোস্ট দেখার জন্য ক্লিক করলে তখন ইরোর দেখায় ৷
    4. Abdus Sobhan Author says:
      Mamun: আপনি চাইলে আপনার Post Copy করে সিনিয়র লেখককে Mail করে Review করার জন্য বলতে পারেন।
    5. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Abdus Sobhan: আপনি অনেক ভালো উওর দিয়েছেন ৷ তবে আজকাল কেউ কাওকে বিশ্বাস করে না ৷ (যেমন টা ভাবে, যদি সেই পোস্টা পাবলিশ করে ) ৷
    6. Abdus Sobhan Author says:
      Mamun: আপনার কথা যুক্তিযুক্ত, কিন্তু আমার বিশ্বাস অন্তত আমি যাদের কে সিনিয়র এবং অভিজ্ঞ লেখক মনে করি তারা এই ধরণের কাজ করবেন না।
    7. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Abdus Sobhan: আপনি হয়তো আমার কথাা বুঝতে পারেননি ৷ আমি নতুন লেখকদের বিশ্বাষের কথা বলছি ৷ নতুন লেখক কোন ভাবেই সিনিয়র লেখককে দেখাতে চায়বে না ৷
      সিনিয়র লেখক কোনদিনও কারো পোস্ট নিজের বলে চালিয়ে দিবে না এটা আপনি যেমন ভাবেন আমিও তেমনি ভাবি ৷
  7. Rakib Author says:
    আপনি কি সাপোর্ট টিমের কেও… জানতে আগ্রহি
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      না ৷
  8. sopon Author says:
    চালিয়ে যান ৷
  9. yousuf Contributor says:
    আমি সাপোর্ট টিমকে বলছি ভাই আমি তিনটি পোষ্ট করেছি আমার পোষ্ট গুলো দেখুন
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      কয়দিন আগে বলেছেন ৷
  10. yousuf Contributor says:
    আরো নতুন পোষ্ট করেছি
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      মানসম্মত পোস্ট করতে হবে ৷
      টিউনার রিকোয়েস্ট করেছেন ৷
  11. yousuf Contributor says:
    আমার পোষ্ট গুলো দেখেছেন
  12. yousuf Contributor says:
    টিউনার রিকুয়েষ্ট করেছি
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      অপেক্ষা করুন ৷ পোস্ট ভালো হলে পাবলিশ হবে ৷
  13. Manik Subscriber says:
    thank you
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আপনাকেউ
  14. Manik Subscriber says:
    ওকে
  15. Manik Subscriber says:
    আমার একটা হেল্প লাগবে
  16. Manik Subscriber says:
    আমি কাল ট্রেইনারের অনুরধ করলাম 24 ঘন্টার বেশি হয়ে গেলো কেনো কো রিপলে পেলাম না ।দয়াকরে বিস্তারিত বলবেন।আল্লাহ হাফেজ।
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      অপেক্ষা করুন
  17. Sharif Contributor says:
    ভাই আমি চারটি পোষ্ট করেছি, টিউনার রিকুয়েষ্ট করেছি,মেইল করেছি কিন্তু আমার পোষ্টগুলো Aprove হচ্ছে না । আমার চারটি পোষ্ট গুলোর মধ্যে একটি পোষ্ট ও আগে কেউ করেনি । আমার শেষের পোষ্টটি অনেক গুরুত্বপূর্ণ । আপনার হয়তো জাবা মোবাইলকে গুরুত্ব দেন না । কিন্তু আমাদের এই দেশে জাবা মোবাইলের ব্যবহার কারির সংখ্যা ও কম নয় । তারমধ্যে Itel ব্যবহার করিদের সংখ্যাও কম নয় । আমার শেষ পোষ্ট Itel ব্যবহার করিদের সকলের উপকার হবে ।
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      তাহলে অপেক্ষা করুন
  18. Manik Subscriber says:
    ১ সপ্তাহ হয়ে গেলো তাও কোনো খবর নাই টিউনারের।আর ভালো লাগে না
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আরো ভালো পোস্ট করুন ৷
      তারপর লিংক পাটিয়ে দিন সাপোর্টটিমের মেইল ৷
      যতক্ষ না প্রযুন্ত কোন উওর না পাবেন ততক্ষন প্রযুন্ত অপেক্ষা করুন ৷ অধর্য হলে কিছুই হয়না ৷
  19. Sharif Contributor says:
    Amar Trainer Riequest Accept করে নি
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আরো ভালো পোস্ট করুন ৷
      পোস্ট লিংক পাটিয়ে দিন সাপোর্টটিমের মেইল ৷
  20. shuvo Contributor says:
    ভাই আমি সবকিছু করেছি কিন্তু আমার পোষ্ট গুলো পাবলিষ্ট কোরছে না ।

Leave a Reply