আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম glowing text কিভাবে বানাতে হয়। আমরা অনেক গানে দেখি লেখা উঠে সাথে লেখা গুলোও অনেক স্টাইল হয় দেখতেই কেমন জানি একটা ভাবে আসে। এই ভিডিও বানানোর জন্য আমাদের দুইটি অ্যাপস এর প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য আমি লিংক দিয়ে দিবো তো বেশি কথা না বলে শুরু করা যাক।
যা যা লাগবে :
১ ) kingmaster and nodevideo দুইটি অ্যাপস লাগবে
২) nodevideo ওপেন করার সময় নেট কানেক্টেড. রাখবেন
প্রথমে আমরা kingmasters এ যাবো
তারপর create New project ক্লিক করবো
এখন আমাদের background পিক নেওয়া লাগবে তাই image এ ক্লিক করবো
আপনি আপনার পছন্দের মতো background চয়েস করে নিবেন আমি কালো টা নিলাম
এখন আমাদের মিউজিক বসাতে হবে সেই গানের glowing text করতে চায় সেই গান টা নিবেন
আপনি layer গিয়ে গানের সাথে text গুলো নিবেন
আপনার মতো রেজোলিউশন করে save ক্লিক করেন
এখন nodevideo তে চলে যাবো
Allow করে দিবেন
Plus বাটনে ক্লিক করে ভিডিও import করতে হবে। আমরা একটু আগে kingmaster দিয়ে যেই ভিডিও export করলাম সেই ভিডিও এখানে import করবো
এখন media ক্লিক করবো
এখন video তে ক্লিক করবো
আপনি আপনার মতো store চয়েস করে নিবেন
আপনি চাইলে কালার ও পরিবর্তন করতে পারবেন
আবার ও plus – asset store গিয়ে আমি rain drops. টা নিলাম
উপরে দেখতে পাচ্ছেন আমার text blur হয়ে আছে এখন blur ক্লিক করে 0.10 থেকে 0.00 করে দিবো
এখন দেখতে পাচ্ছেন আমার project export হচ্ছে।
তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd সাথে থাকবেন। লেখায় কোন ভুল হয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।