Site icon Trickbd.com

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 4)

Unnamed

আজকে আলোচনা করবো block Type Tag ও Inline Tag নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • Block Type Tag এটা পুরো স্ক্রিন জুরে জায়গা নিবে ও ব্রাউজার কে তার আগে ও পরে একটি ফাঁকা লাইনের নির্দেশ দান করে।

    কিছু block type tag এর লিস্ট

    Inline Tag সে তত টুকুই জায়গা নিবে যত টুকু তার কন্টেন্ট আছে।

    কিছু inline tag এর লিস্ট

  • আসুন আমরা Block type tag ও Inline Tag এর মাঝে পার্থক্য দেখে নেই।
  • Block Type Tag

    এটাকে block element ও বলা হয়।
    Block tag বা block element হল HTML এ যে সব ট্যাগ নতুন নতুন লাইন তৈরী করে আসে। অর্থাৎ
    আপনি দুইটি block tag পাশা পাশি লেখলেও তারা পুরো স্ক্রিন নিয়ে নিবে আর নতুন লাইনে আসবে।
    আসুন দেখে নেইঃ
    যেমন ধরুন h2 একটা block tag .
    এখন আমরা যখন দুটি h2 tag পাশা পাশি লিখি তখন দেখি রিজাল্ট কি হয়।

    দুইটি h2 tag পাশাপাশি লেখার পরে রিজাল্ট

    দেখতে পাচ্ছেন পাশা পাশি লেখার ফলেও এর লেখা গুলো পাশাপাশি আসে নাই বরং নতুন নতুন লাইন এ এসেছে আর পুরো স্ক্রিন সে দখল করেছে।
    পুরো স্ক্রিন দখল করেছে এটা বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডে কোন কালার দেওয়া নাই।
    ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে আপনাদের দেখাই।
    css এর মাধ্যমে h2 এর ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি। (css এটা এখনি আপনাদের দরকার নেই)

    কালার দেবার পর দেখুন এটা পূরো স্ক্রিন দখল করেছে কি না।

    এটাই হল ব্লক ট্যাগ।

    inline Tag

    এটাকে Inline element ও বলে।
    inline tag বা inline element হল HTML এ যে সব ট্যাগ একই লাইনে আসে। অর্থাৎ
    আপনি দুইটি inline tag পাশা পাশি বা উপরে নিচে লেখলেও তারা ডিফল্ট ভাবে একই লাইনে আসবে।

    আসুন দেখে নেইঃ
    যেমন ধরুন b Tag ও i Tag এগুলো ইনলাইন ট্যাগ .
    এখন আমরা যখন b Tag ও i Tag পাশা পাশি লিখি তখন দেখি রিজাল্ট কি হয়।


    ———result———-

    এখন আমরা যখন b Tag ও i Tag পাশা পাশি না লিখে উপর নিচে লেখি তখন দেখি রিজাল্ট কি হয়।

    ————result———–


    আমরা ঐ একই রিজাল্ট পেলাম।
  • তবে block type Tag কে css এর মাধ্যমে inline tag আর inline tag কে block type tag বানানো যায়। (এ নিয়ে css এ আলোচনা করা হবে।)
  • আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করুন।

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel