Site icon Trickbd.com

Unilever থেকে নিয়ে নিন ফ্রী প্রোডাক্ট স্যাম্পল!! (Closed ?)

Trickbd বাসীরা আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেশি কথা না বারিয়ে চলে আসি মুল পোস্ট এ।

 

ইউনিলিভার বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্ট স্যাম্পল টেস্ট করার জন্যে মাঝে মাঝে অফার দেই। কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে তারা ফ্রী তেই আপনার ঠিকানায়। Sample গুলো ডেলিভারি করে দিবে।

 

আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে নিচে দেওয়া লিংক থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এটি খুব সীমিত সময় এর অফার গতবছর একবার দেওয়া হয়েছিল। তাই এইটা কতক্ষন থাকে ঠিক করে বলা যাচ্ছে না।

?️https://experience.smartpick.com.bd/

 

ছবিতে দেওয়া সকল তথ্য ঠিক মত দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এরপর নিচের দুই বক্স এ টিক মার্ক দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করলে আপনার নম্বর এ otp যাবে।

এরপর otp ঠিকমত দিলে আপনাকে এই পেজ এ নিয়ে যাওয়া হবে।

এই পেজ এ আপনি একটা অর্ডার ট্র্যাকিং নম্বর সেটা যত্ন করে রেখে দিবেন। পরে মেসেজ বা কল এ অর্ডার ট্রাক করার নির্দেশনা আসলে কোড টি কাজে লাগবে।

এরপরে আর কোনো কাজ নেই শুধু কল এর অপেক্ষা। আশা করি সব কিছু ঠিক ভাবে করলে আপনারা সঠিক সময়ে আপনাদের পার্সেল পেয়ে যাবেন। একজন একটা করে দেওয়ার চেষ্টা করেন। অতি লোভ করলে শেষে একটাও পাবেন না।

 

তো আজ এই পর্যন্তই। ভালো লাগল লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো অফার নিয়ে কিংবা কোনো tech trick নিয়ে। ততক্ষণ পর্যন্ত ট্রিকবিডি এর সাথে থাকুন।

আমার অন্যান্য পোস্ট গুলি….

প্রতি মাসে ইনকাম করুন ৫ থেকে ১৫ হাজার টাকা। 10 minute school Affiliation থেকে!

10 minute school affiliate দের জন্যে গুরুত্বপূর্ণ নোটিশ! আপনি যদি অ্যাফিলিয়েট হয়ে থাকেন তবে এটি দেখা অত্যন্ত জরুরি।

মোবাইল ফোন এর স্ক্রীনলক থাকা অবস্থায় কিভাবে ছবি বা ভিডিও করবেন।