ইতিমধ্যেই NU অনার্স ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৯ জুন ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত।
আমার আগের পোষ্টটি দেখে আসতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি
আবেদন করতে যা যা লাগবে:
১. SSC ও HSC পরীক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর
২. ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর
আবেদন করবেন যেভাবে:
পাঁচটি ধাপে আবেদন সম্পূর্ন করতে হবে,
প্রথম ধাপঃ রোল & রেজিঃ
প্রথমে app1.nu.edu.bd সাইটে যাবেন।
মোবাইল দিয়ে করলে অবশ্যই Desktop Site চালু করে নিবেন।
Apply Now ক্লিক করবেন
২য় ধাপঃ এখানে আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, রেজাল্ট & জেন্ডার দেখতে পারবেন। এখানে জন্ম তারিখ & লিংগ পরিবর্তন করতে পারবেন।
৩য় ধাপ: কলেজ & বিষয় নির্বাচন
এখানে কলেজ & বিষয় নির্বাচন করতে পারবেন।
আপনার পছন্দের বিষয়গুলোর উপর ক্লিক করলে সেটা ডানপাশের বক্সে চলে আসবে।
এক্ষেত্রে মনে রাখবেন, আপনার সবচেয়ে পছন্দের বিষয়টি ১ নম্বারে দিবেন।
৪র্থ ধাপঃ কোটা
যদি আপনার কোটা থাকে তাহলে Yes দিবেন না থাকলে No দিয়ে NEXT করবেন।
৫ম ধাপ: ছবি
এখানে ছবি দেওয়ার জন্য আপনার ছবির সাইজ ১২০*১৫০ হতে হবে & ৫০ কেবি নিচে & jpg ফরমেট হতে হবে।
এজন্য resizepic.com সাইটে গিয়ে কনভার্ট করে নিতে পারেন।
রিভিউ দিলে আপনার সব ডিটেইলস দেখতে পারবেন। তারপর Submit Applicaton করলে আপনার আবেদন টি সম্পূর্ন হবে।
এ পেজে আপনার রোল & পিন নম্বার দেখতে পারবেন। এ পেজ থেকে এপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে উক্ত কলেজে ২৫০ টাকা সহ জমা দিতে হবে।
Applicant’s Login করবেন যেভাবে
Applicant’s Login ক্লিক করলে লগইন পেজ আসবে
এখান থেকে ছবি পরিবর্তন, আবেদন বাতিল, আবেদন কপি ডাইনলোড, এডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন।
পিন নম্বার হারিয়ে গেলেঃ
পিন নম্বার বা রোল নম্বার হারিয়ে গেলে ফরগেট করতে পারবেন।
এ জন্য এই লিংকে গিয়ে