ইতিমধ্যেই NU অনার্স ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৯ জুন ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত।

আমার আগের পোষ্টটি দেখে আসতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি

আবেদন করতে যা যা লাগবে:

১. SSC ও HSC পরীক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর
২. ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর

আবেদন করবেন যেভাবে:

পাঁচটি ধাপে আবেদন সম্পূর্ন করতে হবে,

প্রথম ধাপঃ রোল & রেজিঃ
প্রথমে app1.nu.edu.bd সাইটে যাবেন।
মোবাইল দিয়ে করলে অবশ্যই Desktop Site চালু করে নিবেন।
ভিজিট করলে এমন দেখতে পাবেন। তারপর

Apply Now ক্লিক করবেন

এবার SSC, HSC Roll & Reg দিয়ে Next দিবেন
২য় ধাপঃ এখানে আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, রেজাল্ট & জেন্ডার দেখতে পারবেন। এখানে জন্ম তারিখ & লিংগ পরিবর্তন করতে পারবেন।

৩য় ধাপ: কলেজ & বিষয় নির্বাচন
এখানে কলেজ & বিষয় নির্বাচন করতে পারবেন।
প্রথমে বিভাগ তারপর জেলা নির্বাচন করলে ওই জেলার সব কলেজ লিস্ট দেখতে পারবেন।
যে কলেজ সিলেক্ট করেছেন সে কলেজের বিষয় গুলো দেখতে পারবেন।
আপনার পছন্দের বিষয়গুলোর উপর ক্লিক করলে সেটা ডানপাশের বক্সে চলে আসবে।
এক্ষেত্রে মনে রাখবেন, আপনার সবচেয়ে পছন্দের বিষয়টি ১ নম্বারে দিবেন।
৪র্থ ধাপঃ কোটা
যদি আপনার কোটা থাকে তাহলে Yes দিবেন না থাকলে No দিয়ে NEXT করবেন।

৫ম ধাপ: ছবি
এখানে ছবি দেওয়ার জন্য আপনার ছবির সাইজ ১২০*১৫০ হতে হবে & ৫০ কেবি নিচে & jpg ফরমেট হতে হবে।
এজন্য resizepic.com সাইটে গিয়ে কনভার্ট করে নিতে পারেন।
এবার ছবিটি সিলেক্ট করে নিচের বক্সে ফোন নম্বার & ইমেইল(না দিলেও হবে) দিয়ে রিভিউ দেন।
রিভিউ দিলে আপনার সব ডিটেইলস দেখতে পারবেন। তারপর Submit Applicaton করলে আপনার আবেদন টি সম্পূর্ন হবে।
এ পেজে আপনার রোল & পিন নম্বার দেখতে পারবেন। এ পেজ থেকে এপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে উক্ত কলেজে ২৫০ টাকা সহ জমা দিতে হবে।

Applicant’s Login করবেন যেভাবে

Applicant’s Login ক্লিক করলে লগইন পেজ আসবেএখানে আপনার রোল এবং পিন নম্বার দিয়ে লগইন করতে পারবেন এখানে আপনার নাম, ছবি দেখতে পারবেন।
এখান থেকে ছবি পরিবর্তন, আবেদন বাতিল, আবেদন কপি ডাইনলোড, এডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন।

পিন নম্বার হারিয়ে গেলেঃ
পিন নম্বার বা রোল নম্বার হারিয়ে গেলে ফরগেট করতে পারবেন।
এ জন্য এই লিংকে গিয়ে HSC Roll, Passing Year, Board & Date of birth দিয়ে পিন & রোল দেখতে পাবেন।

13 thoughts on "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের (২০২১-২২) ভর্তির প্রাথমিক আবেদন করবেন যেভাবে"

  1. Aubdulla Al Muhit Contributor says:
    অসাধারণ । চালিয়ে যান ।
    1. Parves Akando Author Post Creator says:
      অবশ্যই ❤️❤️❤️
  2. Ashif111 Contributor says:
    ebar ki online e payment kora jabe na?
    1. Parves Akando Author Post Creator says:
      না।
      কলেজে গিয়ে তাদের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এ দিতে হবে।
      অথবা ক্যাশও নিতে পারে।
  3. D3* Contributor says:
    Payment er bishoy ta clear kore den
  4. ibrahim_khalil Contributor says:
    ভাই আবেদন করতে গেলে ssc তে নাকি GPA 3.50 লাগবেই?
    1. Parves Akando Author Post Creator says:
      hmm
  5. Naim Islam Contributor says:
    120×150 pixel করলে তো ছবি ঝাপসা হয়ে যাচ্ছে।
    1. Parves Akando Author Post Creator says:
      ঝাপসা হলে করার কিছু নেই।
      সবার একই অবস্থা
  6. Naim Islam Contributor says:
    তাহলে কি ঝাপসা ছবি দিয়েই আবেদন করবো? কোনো সমস্যা হবে নাতো? ?
    1. Parves Akando Author Post Creator says:
      হুম
  7. Naim Islam Contributor says:
    হুম মানে কি বুঝাইছেন?
    1. Parves Akando Author Post Creator says:
      ভাই হালকা ঝাপসা আমারো হইছে,
      এতে কোন সমস্যা হবে না

Leave a Reply