আসসালামু আলাইকুম
আমরা যুব সমাজের প্রায় সবাই হেডফোন ব্যবহার করে থাকি।
বর্তমানে হেডফোন ছাড়ার জন্য এক মুহূর্ত চলে না।
কথা বলা , গান শোনা , ভিডিও কল , অনলাইনে মিটিং সহ আরো অনেক ব্যবহার করে থাকি।
যানজটেক দীর্ঘ লাইনে ও মানুষের সঙ্গী হয়ে থাকে এই বস্তুটি।
তবে এর যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতা ও আছে।।
আসেন জেনে নেই সেইসব সম্পর্কে
উপকারিতা
১_অন্যকে বিরক্ত না করে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে হেডফোন আমাদের অনেক সাহায্য করে।
২_কাজের ফাঁকে ফাঁকে গান শুনতে আমাদের পছন্দের শীর্ষে রয়েছে এই বস্তুটি।
৩_দীর্ঘ বিরক্তিকর সামায় খুব সহজেই পার করতে হলে হেডফোন আমাদের অনেক সাহায্য করবে।
৪_ভ্রমণের সময় হাত আটকে থাকলে হেডফোন ব্যবহার করা যেতে পারে।
৫_প্রচন্ড ভিড়ে স্পষ্টভাবে কথা বলতে না পারলে অনেকাংশেই হেডফোন আমাদের ব্যবহার করতে হয়।
অপকারিতা
১_দীর্ঘ সময় কানে হেডফোন গুঁজে রাখলে ও ব্যাথা হতে পারে।
১_মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার করলে বিপদ হতে পারে।
৩_অধিক উচ্চ শব্দের গান শোনার কারণে শ্রাবণশক্তি নষ্ট হতে পারে।
৪_কানের ওপর চাপ কমাতে হেডফোনের কভার নরম হতে হবে। না হলে এটা আপনার কান ব্যথা করতে পারে।
৫_রাস্তা পারাপারের সময় কানে হেডফোন না রাখাই ভালো। রাখাটা অনেক বিপদজনক। আমার ব্যক্তিগতভাবে আমিও একদিন এই বিপদের সম্মুখীন হয়েছিলাম। তবে সেটা ছেলে একটি সাইকেল ।
সতর্কতা
বাজারে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হেডফোন বিক্রি করে। যেগুলোর মধ্যে কম দামি ও বেশি দামি আছে। তবে কিনতে গেলে কানে এবং ফোনে এডজাস্ট হচ্ছে কিনা তা দেখে নেবেন। কম দামে হেডফোন ব্যবহার না করাই ভালো। এর এয়ার বার্থ গুলো কানের ব্যথা হওয়ার কারণ হতে পারে হেডফোন ব্যবহারের কারণে কানে কোন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে।
আরো পড়ুন
[এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন]
??
[মাত্র ১৩ এমবির একটি অ্যাপ দিয়ে হবে এবার লাইভ স্ট্রিম স্কিন ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট আরো অনেক সুবিধা]
[ফ্রি আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে সেরা সাইট]
[মোবাইলে এই অ্যাপস গুলো নাই তো থাকলে এখনই মুছে ফেলুন না হলে বিপদে পড়তে পারেন]
[আপনার ফেসবুক পেজের পোস্ট কপি হলে যেভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন]
[নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লাইক বাটন প্লাগিন]
[অ্যাপ ছাড়া যেভাবে যে কোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন]
পোস্টটি পরার জন্য ধন্যবাদ।