Site icon Trickbd.com

মিম মার্কেটিং (Meme marketing) কি? এর সুবিধা কি কি জেনে নিন।

Unnamed

হ্যালো ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

মিম/মেম (meme) ঠিক ভাবে নাম না জানলেও ফেসবুকে এটা দেখে হাহা রিয়েক্ট দিয়েছেন আমি নিশ্চিত। আজকে কথা বলবো মিম নিয়ে কিন্তু শুধু মিম না এর সাথে যুক্ত করবো মার্কেটিং কে। সব মিলে আজকের আলোচনার বিষয় হলো মিম মার্কেটিং।

মিম কি

মিম হল এমন কোন ফটো বা ভিডিও যা দেখে মানুষ হাসে সাধারণভাবে বলতে গেলে এটি বুঝায়।বর্তমানে মিম শব্দ টি ব্যবহার করা হয় এমন কোনো ছবি বা তথ্য বা ডিজিটাল ডাটা কে বোঝাতে যা হাস্যকর এবং বহুল ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। যা নানা রকম বিষয় কে হাসির রুপে দেখানো হচ্ছে।

মিম মার্কেটিং কি

মিমকে কাজে লাগিয়ে যখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় মার্কেটিং করা হয় তখন সেটাকে মিম মার্কেটিং বলা যেতে পারে। মিম জনপ্রিয় হয়ে উঠছে এই জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে অনেকেই মিম মার্কেটিং করছে যা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ-সুবিধা তৈরি করতে পারে।

আপনাকে মার্কেটিং করতে হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পণ্যের জন্য এমন ভাবে মিম তৈরি করতে হবে যা মানুষের নিকট প্রযোজ্য হয় অর্থাৎ মানুষ যেন আপনার মিমটি দেখে হাসে এবং এই হাসির মাধ্যমে আপনার পণ্যের প্রচারণা বাড়ে।

ইতিমধ্যে যারা সোস্যাল মিডিয়া ব্যাবহার করে মিম দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন মিম এর জনপ্রিয়তা কতটুকু। আর যখন মিম মার্কেটিং করা হবে এই জনপ্রিয়তার অংশ বিশেষ আপনি আপনার ব্যাবসায়ের সফলতায় পাবেন।

মিম মার্কেটিং এর সুবিধা

আরো পড়ুনঃ thedashblog.com/

আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নিয়ম

দেখা হচ্ছে নতুন কোনো আর্টিকেল নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।