হ্যালো ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

মিম/মেম (meme) ঠিক ভাবে নাম না জানলেও ফেসবুকে এটা দেখে হাহা রিয়েক্ট দিয়েছেন আমি নিশ্চিত। আজকে কথা বলবো মিম নিয়ে কিন্তু শুধু মিম না এর সাথে যুক্ত করবো মার্কেটিং কে। সব মিলে আজকের আলোচনার বিষয় হলো মিম মার্কেটিং।

মিম কি

মিম হল এমন কোন ফটো বা ভিডিও যা দেখে মানুষ হাসে সাধারণভাবে বলতে গেলে এটি বুঝায়।বর্তমানে মিম শব্দ টি ব্যবহার করা হয় এমন কোনো ছবি বা তথ্য বা ডিজিটাল ডাটা কে বোঝাতে যা হাস্যকর এবং বহুল ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। যা নানা রকম বিষয় কে হাসির রুপে দেখানো হচ্ছে।

মিম মার্কেটিং কি

মিমকে কাজে লাগিয়ে যখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় মার্কেটিং করা হয় তখন সেটাকে মিম মার্কেটিং বলা যেতে পারে। মিম জনপ্রিয় হয়ে উঠছে এই জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে অনেকেই মিম মার্কেটিং করছে যা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ-সুবিধা তৈরি করতে পারে।

আপনাকে মার্কেটিং করতে হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পণ্যের জন্য এমন ভাবে মিম তৈরি করতে হবে যা মানুষের নিকট প্রযোজ্য হয় অর্থাৎ মানুষ যেন আপনার মিমটি দেখে হাসে এবং এই হাসির মাধ্যমে আপনার পণ্যের প্রচারণা বাড়ে।

ইতিমধ্যে যারা সোস্যাল মিডিয়া ব্যাবহার করে মিম দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন মিম এর জনপ্রিয়তা কতটুকু। আর যখন মিম মার্কেটিং করা হবে এই জনপ্রিয়তার অংশ বিশেষ আপনি আপনার ব্যাবসায়ের সফলতায় পাবেন।

মিম মার্কেটিং এর সুবিধা

  • মার্কেটিং এর একটি লক্ষ্য থাকে সেটি হলো পণ্যের প্রচারণা এবং পণ্য সেল দেওয়া এই মিম মার্কেটিং এর মাধ্যমে আপনি দুটি লক্ষ্যই পূরণ করতে পারবেন।
  • আপনার মিম যদি মানুষের গ্রহণযোগ্যতা পায় তাহলে আপনাকে আর বুস্ট করা লাগবে না আপনার পেজ টির রিচ বাড়বে।
  • ব্যবসায় প্রচার বাড়ানোর পাশাপাশি আপনি যে পেজটি দিয়ে মার্কেটিং করতেছেন তার জনপ্রিয়তা ও বাড়বে।

আরো পড়ুনঃ thedashblog.com/

আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নিয়ম

দেখা হচ্ছে নতুন কোনো আর্টিকেল নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

17 thoughts on "মিম মার্কেটিং (Meme marketing) কি? এর সুবিধা কি কি জেনে নিন।"

    1. SGR Author Post Creator says:
      ধন্যবাদ
  1. MD Musabbir Kabir Ovi Author says:
    যদি পোস্ট লিখতে চান তাহলে আরও একটু বড় করে লেখা উচিত ছিল আপনার
    1. SGR Author Post Creator says:
      কোন বিষয় টি বুঝেন নাই কমেন্ট করুন।

      বুঝিয়ে দেওয়া হবে।

    2. MD Musabbir Kabir Ovi Author says:
      বুঝেছি তবুও বড়ো করে লেখার জন্য বললাম
    3. SGR Author Post Creator says:
      যথেষ্ট ইনফরমেশন যোগ করা হয়েছে ফোকাস কিওয়ার্ড এ।

      এরপরেও যদি বুঝতে অক্ষম হন কমেন্ট করে জানাবেন।

      ধন্যবাদ।

  2. Azharul Islam Babu Contributor says:
    one din pore je post korco….
    1. SGR Author Post Creator says:
      জ্বি
  3. Azharul Islam Babu Contributor says:
    akta catagori te add dile hoto
  4. TAHER Author says:
    বর্তমান সময়ের আলোচিত একটা জিনিস ?
    1. SGR Author Post Creator says:
      হুম অ্যাডভান্টেজ অনেক
    2. TAHER Author says:
      হুম
  5. Levi Author says:
    অসাধারণ বিষয়ে পোস্ট করেছেন।
  6. Sensation condom shob theke boro example?
    1. MD Musabbir Kabir Ovi Author says:
      একদম ঠিক ওদের মার্কেটিং লেভেল শিহরণ জাগায় ?????

Leave a Reply