Site icon Trickbd.com

নিয়নবাতি [পর্ব-০৮] ফেসবুকের মতোন এমন একটি ওয়েবসাইটের মালিক হতে চান?

সত্যিই তো কেমন হয় যদি আপনি নিজেই হয়ে যান ফেসবুকের মতোন একটা ওয়েবসাইটের মালিক???
হুমম, ফেসবুকের মার্ক জুকারবার্গ তো সেধে সেধে আপনাকে ফেসবুকের উত্তরাধিকার করবে না কিন্তু আপনি চাইলেই ফেসবুক কিংবা টুইটারের মতোন ঐ রকম সোস্যাল নেটওয়ার্ক বানাতে পারেন আর আপনিই হবেন ঐ সোস্যাল নেটওয়ার্কের মালিক!

আসুন সবার শুরুতে এমনি আমার তৈরী সোস্যাল নেটওয়ার্ক এর একটা ডেমো দেখে নিতে পারেন FriendsBook

দুইটা মোডে দেখতে পারেন (১) মোবাইল মোড → FriendsBook Mobile Version
(২) ডেস্কটপ মোড → FriendsBook Desktop Version

[ফ্রি হোস্ট হওয়ায় সাইটি’টি বর্তমানে এক্সপায়ার তবে আপনি নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করে ফেসবুকের মতোন সোস্যাল সাইট তৈরী করতে পারবেন]

এমনি একটি সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট চাইলেই আপনি নিজে তৈরী করে নিতে পারবেন খুবই সহজে তাও আবার একদম ফ্রি!

সবার আগে আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং বাছাই করতে হবে( যেহেতু আমার ফ্রি তে ফেবুলাস কিছু করতে চাচ্ছি তাই আমরা সাবডোমেইন এবং ফ্রি হোস্টিং ব্যাবহার করবো) আপনি https://byet.host/free-hosting ওয়েবসাইটে যান এবং Click here to sign up for free hosting ক্লিক করুন। এরপর আপনি আপনার সাব ডোমেইন চয়েজ করুন এবং ইমেইল,পাসওয়ার্ড,ক্যাটাগরি,ল্যাঙ্গুয়েজ ও ক্যাপচা পূরণ Register ক্লিক করুন। ইমেইলে কনফার্মেশন লিংক (স্পাম ফোল্ডারে পেতে পারেন) ক্লিক করে সাইনআপ সম্পন্ন করুন (সার্ভার আপনার সাইট রেডি করতে কিছু সময় নিবে, অপেক্ষা করুন) তাহলে আপনি আপনার C Panel Link (কনট্রোল প্যানেল লিংক), ইউজার আইডি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন (এইসকল তথ্য নোট করে রাখবেন)।
এবার আপনি আপনার c panel link ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করুন। নতুন পেইজে আপনি আপনার কনট্রোল প্যানেলের সকল অপশন এবং টুলস দেখতে পাবেন সেখান হতে Softaculous Apps Installer চয়েজ করুন, নতুন পেইজে আপনি ওয়ার্ডপ্রেস, ডলফিন সহ বিভিন্ন social network এর অপশন পাবেন( তবে প্রায়ই এগুলা পেইড হয় তাই ট্রায়াল ভার্সন চয়েজ করলে এক্সপায়ার এর পর আপনাকে সেটার জন্য টাকা গুনতে হবে সুতরাং আমরা লাইফ টাইম ফ্রি এমন জিনিসই চয়েজ করবো)।
আপনি পেইজের মেনু আইকন (3 mark icon) ক্লিক করুন এবং social network সিলেক্ট করুন এবং oxwall সিলেক্ট করুন এবং install now ক্লিক করুন। পরের পেইজে আপনি প্রটোকল-আপনার সাইটের নাম, এডমিন ইউসারনেম পাসওয়ার্ড ইত্যাদি কাস্টমাইজড করুন এবং install ক্লিক করুন, ইস্টলাইজেশন প্রক্রিয়াতে ৪০/৫০ সেকেন্ড লাগবে তারপর ব্যাস আপনার সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরী। পরবর্তীতে আপনি আপনার সাইটের থিম প্লাগিন ইত্যাদি কাস্টমাইজেশন করতে পারবেন।
ওয়েবসাইট তৈরী শেষে আপনি আপনার ফ্রেন্ডদের আপনার সাইটে আমন্ত্রণ জানান এবং এনজয় করুন এক অন্যরকম লাইফস্টাইল!

আলাদা কিছু কথা:
(১) শুধু Oxwell নয় এমন আরও বহু সোস্যাল নেটওয়ার্ক সফটাকুলাস এপ্স আছে যেটা আপনার চয়েজ তবে পরবর্তীতে পেইড করা ইত্যাদি বিষয় খেয়াল রাখবেন।
(২) আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে এমন বিভিন্ন Buddypress থিম ও প্লাগিন ব্যবহার করে একদম হুবহু ফেসবুকের মতোন ওয়েবসাইট বানাতে পারেন। যদিচ থিমগুলা পেইড তবে ক্রাক করা নিশ্চয়ই জানেন নতুবা আপনি Themelock বা টরেন্ট হতে তো ডাউনলোড করতে পারছেনই।
(৩) একদম রেডিমেড পেতে আপনি www.ning.com এর মতোন সাইট হতে সোস্যাল নেটওয়ার্ক বানাতে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু ট্রাইল অভার পেইড। এইদিক থেকে অনেকটা মুক্তভাবে আপনি www.yooco.org সাইট হতে আপনার সোস্যাল নেটওয়ার্ক তৈরী করতে পারেন।
(৪) আপনার সাইট হতে আপনি এডভারটাইজ, প্রমোশন,ডেটিং সাইট হলে পেইড মেম্বারশিপ প্রভৃতি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারেন।
(৫) যদি সিরিয়াস হয়ে এমন সাইট তৈরী করতে চান তবে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কেনার সাজেশন দিবো তাতে নির্ভাবনা হতে পারবেন।

শেষকথা

দেখুন আমি আপনাদের একটা কথা বলতে চাই “ইন্টারনেট জগতে আপনি নিজেকে একজন অসাধারন ব্যক্তিত্ব এবং ফেমাস করতে পারেন যদি আপনি সৎ-পরিশ্রমী এবং মেধাবী হতে হন” সুতরাং ইন্টারনেটের “ই” শব্দটাকে “ইয়াহু” তে পরিনত করতে আজই লেগে পড়ুন সফলতা আসবেই আসবে…ইউ ক্যান ট্রাস্ট মি!