সত্যিই তো কেমন হয় যদি আপনি নিজেই হয়ে যান ফেসবুকের মতোন একটা ওয়েবসাইটের মালিক???
হুমম, ফেসবুকের মার্ক জুকারবার্গ তো সেধে সেধে আপনাকে ফেসবুকের উত্তরাধিকার করবে না কিন্তু আপনি চাইলেই ফেসবুক কিংবা টুইটারের মতোন ঐ রকম সোস্যাল নেটওয়ার্ক বানাতে পারেন আর আপনিই হবেন ঐ সোস্যাল নেটওয়ার্কের মালিক!
আসুন সবার শুরুতে এমনি আমার তৈরী সোস্যাল নেটওয়ার্ক এর একটা ডেমো দেখে নিতে পারেন FriendsBook
দুইটা মোডে দেখতে পারেন (১) মোবাইল মোড → FriendsBook Mobile Version
(২) ডেস্কটপ মোড → FriendsBook Desktop Version
[ফ্রি হোস্ট হওয়ায় সাইটি’টি বর্তমানে এক্সপায়ার তবে আপনি নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করে ফেসবুকের মতোন সোস্যাল সাইট তৈরী করতে পারবেন]
এমনি একটি সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট চাইলেই আপনি নিজে তৈরী করে নিতে পারবেন খুবই সহজে তাও আবার একদম ফ্রি!
এবার আপনি আপনার c panel link ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করুন। নতুন পেইজে আপনি আপনার কনট্রোল প্যানেলের সকল অপশন এবং টুলস দেখতে পাবেন সেখান হতে Softaculous Apps Installer চয়েজ করুন, নতুন পেইজে আপনি ওয়ার্ডপ্রেস, ডলফিন সহ বিভিন্ন social network এর অপশন পাবেন( তবে প্রায়ই এগুলা পেইড হয় তাই ট্রায়াল ভার্সন চয়েজ করলে এক্সপায়ার এর পর আপনাকে সেটার জন্য টাকা গুনতে হবে সুতরাং আমরা লাইফ টাইম ফ্রি এমন জিনিসই চয়েজ করবো)।
আপনি পেইজের মেনু আইকন (3 mark icon) ক্লিক করুন এবং social network সিলেক্ট করুন এবং oxwall সিলেক্ট করুন এবং install now ক্লিক করুন। পরের পেইজে আপনি প্রটোকল-আপনার সাইটের নাম, এডমিন ইউসারনেম পাসওয়ার্ড ইত্যাদি কাস্টমাইজড করুন এবং install ক্লিক করুন, ইস্টলাইজেশন প্রক্রিয়াতে ৪০/৫০ সেকেন্ড লাগবে তারপর ব্যাস আপনার সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরী। পরবর্তীতে আপনি আপনার সাইটের থিম প্লাগিন ইত্যাদি কাস্টমাইজেশন করতে পারবেন।
ওয়েবসাইট তৈরী শেষে আপনি আপনার ফ্রেন্ডদের আপনার সাইটে আমন্ত্রণ জানান এবং এনজয় করুন এক অন্যরকম লাইফস্টাইল!
আলাদা কিছু কথা:
(১) শুধু Oxwell নয় এমন আরও বহু সোস্যাল নেটওয়ার্ক সফটাকুলাস এপ্স আছে যেটা আপনার চয়েজ তবে পরবর্তীতে পেইড করা ইত্যাদি বিষয় খেয়াল রাখবেন।
(২) আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে এমন বিভিন্ন Buddypress থিম ও প্লাগিন ব্যবহার করে একদম হুবহু ফেসবুকের মতোন ওয়েবসাইট বানাতে পারেন। যদিচ থিমগুলা পেইড তবে ক্রাক করা নিশ্চয়ই জানেন নতুবা আপনি Themelock বা টরেন্ট হতে তো ডাউনলোড করতে পারছেনই।
(৩) একদম রেডিমেড পেতে আপনি www.ning.com এর মতোন সাইট হতে সোস্যাল নেটওয়ার্ক বানাতে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু ট্রাইল অভার পেইড। এইদিক থেকে অনেকটা মুক্তভাবে আপনি www.yooco.org সাইট হতে আপনার সোস্যাল নেটওয়ার্ক তৈরী করতে পারেন।
(৪) আপনার সাইট হতে আপনি এডভারটাইজ, প্রমোশন,ডেটিং সাইট হলে পেইড মেম্বারশিপ প্রভৃতি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারেন।
(৫) যদি সিরিয়াস হয়ে এমন সাইট তৈরী করতে চান তবে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কেনার সাজেশন দিবো তাতে নির্ভাবনা হতে পারবেন।
শেষকথা
Bro, amar ekta help lagbe. WordPress e free account a plugin install korbo kivabe?? ?
Amar jana mote free account a plugin install kora jay na ?
Server a ki somasa hoiaca bolben pliz
Sorry, this document doesn’t exist.
ট্রিকবিডিকে পরিবর্তিত লাগছে ?
গুড লাক ব্রো ?
carry on?
হুমমম একটু মজা করলাম অপেক্ষা করুন, সবগুলা এখন আমার কাছে নেই, কালেক্ট করে আপনাকে ডাউনলোড লিংক দিচ্ছি
https://www.mediafire.com/download/3s3cc0c19bxse6y
isocial (php script)
https://www.mediafire.com/download/9f4c118e8k6dk61
kelo (wordpress)
https://www.mediafire.com/download/0l7s7b60gax2j9z
wowonder (php script)
https://www.mediafire.com/download/a5hcl27lalzqht8
one community (wordpress)
https://www.mediafire.com/download/u61beyhs171b8f7
Developed by this tutorial!