Site icon Trickbd.com

FM রেডিও এড করুন যে কোনো সাইটে

Unnamed

বাংলাদেশি FM রেডিও লাইভ স্ট্রিমিং যোগ করুন আপনার সাইটে!

এই যুগে FM রেডিও শোনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর সব রেডিও চ্যানেল বাদের খাতায় রাখলেও ‘রেডিও ফুর্তি’ শোনেন এমন লোক পাওয়া যাবেই। (ভূত-এফএম ভক্ত বলে কথা!)

বাজে সিগন্যাল এর কারণে পছন্দের অনুষ্ঠান মিস হয়ে যাওয়াও এক্ষেত্রে বিচিত্র নয়। ফলে দ্বারস্থ হতে হয় ডাওনলোড সাইটগুলোর। তবে প্রতিটা রেডিও চ্যানেলই FM সিগন্যালের পাশাপাশি অনলাইনেও লাইভ স্ট্রিমিং করে। বিভিন্ন সাইটে সেগুলা শোনার ব্যাবস্থাও থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাফার টাইম বেশি থাকে; যার কারণে শান্তিতে আর শোনা হয়ে ওঠে না। আপনি যদি FM এর ডাই-হার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইবেন বিশেষ অনুষ্ঠান মিস না করতে। সমাধান হিসেবে আপনাদের জন্য থাকছে বাংলাদেশের জনপ্রিয় ১৭ টা FM চ্যানেলের লাইভ স্ট্রিম শোনার বা সার্ভিসটা নিজের সাইটে এড করার কোড। নিচের স্ক্রীনশটগুলা দেখতে পারেনঃ

সাইটে এড করতে বিশেষ কিছুই করতে হবে না। কেবল এখানে(Github লিঙ্ক) অথবা এখান(zip ফাইল) থেকে কোডটুকু নামিয়ে আপনার সাইটে বসিয়ে নিন। সাথে আপনার ইচ্ছামতো পরিবর্তনও করে নিতে পারেন। যেহেতু ট্রিকবিডিতে নিয়মিত যাতায়াতের কারণে প্রায় প্রতিদিনই ফ্রি-নেট ট্রিক পাচ্ছেন তাই মেগাবাইট নিয়ে চিন্তিত হওয়ার কারণ দেখছি না।

এটা গিটহাবের স্ক্রীনশটঃ

কোডটা যে কাজ করে তার প্রমাণস্বরূপ এখানে একটা চক্কর দিয়ে আসতে পারেন। মোবাইল ব্রাউজারে অবশ্যই জাভাস্ক্রিপ্ট চালু থাকতে হবে অথবা ডাটা সেভ মোডটা অফ বা অটোম্যাটিক রাখতে হবে। আপাতত ১৭ টা চ্যানেল আছে। আরো কতগুলা এড করা হবে। স্ক্রিপ্টে কোনো সমস্যা হলে মন্তব্য লেখার বাক্স তো রইলোই আপনাদের জন্য। যদি মতামত জানাতে চান সেক্ষেত্রেও বক্সগুলা ব্যাবহার করতে পারেন। গালি দেয়ার ইচ্ছা থাকলে তো কথাই নাই ?

কুইজঃ
– জাভস্ক্রিপ্ট ব্যাবহারের আগে ব্রাউজার স্ক্রিপ্টিং এর জন্য কি ব্যাবহার করা হতো?

বোনাসঃ
ওয়েবমাস্টাররা কষ্ট করে সাইট ডিজাইন বা ডেভলপ করে দেয়ার পর দেখা যায় অধিকাংশ সময়ই ক্লায়েন্ট টাকা নিয়ে ঝামেলা করে। (টেকটিউনস যে ঝামেলা করলো আর কি!)। তো কেমন হয় যদি পেমেন্ট এর ডেডলাইন যত কাছে আসবে সাইট ততই ঝাপসা হতে হতে ডেডলাইন ক্রস করলে একেবারে ফাঁকা হয়ে যাবে?