বাংলাদেশি FM রেডিও লাইভ স্ট্রিমিং যোগ করুন আপনার সাইটে!

এই যুগে FM রেডিও শোনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর সব রেডিও চ্যানেল বাদের খাতায় রাখলেও ‘রেডিও ফুর্তি’ শোনেন এমন লোক পাওয়া যাবেই। (ভূত-এফএম ভক্ত বলে কথা!)

বাজে সিগন্যাল এর কারণে পছন্দের অনুষ্ঠান মিস হয়ে যাওয়াও এক্ষেত্রে বিচিত্র নয়। ফলে দ্বারস্থ হতে হয় ডাওনলোড সাইটগুলোর। তবে প্রতিটা রেডিও চ্যানেলই FM সিগন্যালের পাশাপাশি অনলাইনেও লাইভ স্ট্রিমিং করে। বিভিন্ন সাইটে সেগুলা শোনার ব্যাবস্থাও থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাফার টাইম বেশি থাকে; যার কারণে শান্তিতে আর শোনা হয়ে ওঠে না। আপনি যদি FM এর ডাই-হার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইবেন বিশেষ অনুষ্ঠান মিস না করতে। সমাধান হিসেবে আপনাদের জন্য থাকছে বাংলাদেশের জনপ্রিয় ১৭ টা FM চ্যানেলের লাইভ স্ট্রিম শোনার বা সার্ভিসটা নিজের সাইটে এড করার কোড। নিচের স্ক্রীনশটগুলা দেখতে পারেনঃ

সাইটে এড করতে বিশেষ কিছুই করতে হবে না। কেবল এখানে(Github লিঙ্ক) অথবা এখান(zip ফাইল) থেকে কোডটুকু নামিয়ে আপনার সাইটে বসিয়ে নিন। সাথে আপনার ইচ্ছামতো পরিবর্তনও করে নিতে পারেন। যেহেতু ট্রিকবিডিতে নিয়মিত যাতায়াতের কারণে প্রায় প্রতিদিনই ফ্রি-নেট ট্রিক পাচ্ছেন তাই মেগাবাইট নিয়ে চিন্তিত হওয়ার কারণ দেখছি না।

এটা গিটহাবের স্ক্রীনশটঃ

কোডটা যে কাজ করে তার প্রমাণস্বরূপ এখানে একটা চক্কর দিয়ে আসতে পারেন। মোবাইল ব্রাউজারে অবশ্যই জাভাস্ক্রিপ্ট চালু থাকতে হবে অথবা ডাটা সেভ মোডটা অফ বা অটোম্যাটিক রাখতে হবে। আপাতত ১৭ টা চ্যানেল আছে। আরো কতগুলা এড করা হবে। স্ক্রিপ্টে কোনো সমস্যা হলে মন্তব্য লেখার বাক্স তো রইলোই আপনাদের জন্য। যদি মতামত জানাতে চান সেক্ষেত্রেও বক্সগুলা ব্যাবহার করতে পারেন। গালি দেয়ার ইচ্ছা থাকলে তো কথাই নাই ?

কুইজঃ
– জাভস্ক্রিপ্ট ব্যাবহারের আগে ব্রাউজার স্ক্রিপ্টিং এর জন্য কি ব্যাবহার করা হতো?

বোনাসঃ
ওয়েবমাস্টাররা কষ্ট করে সাইট ডিজাইন বা ডেভলপ করে দেয়ার পর দেখা যায় অধিকাংশ সময়ই ক্লায়েন্ট টাকা নিয়ে ঝামেলা করে। (টেকটিউনস যে ঝামেলা করলো আর কি!)। তো কেমন হয় যদি পেমেন্ট এর ডেডলাইন যত কাছে আসবে সাইট ততই ঝাপসা হতে হতে ডেডলাইন ক্রস করলে একেবারে ফাঁকা হয়ে যাবে?

27 thoughts on "FM রেডিও এড করুন যে কোনো সাইটে"

  1. iLoveyouBD.com Contributor says:
    গুড পোস্ট
  2. Salmanbiswas Contributor says:
    Last er kotha ta xoss clo,.
  3. Avatar photo KFeroz Contributor says:
    দারুন হবে
  4. Avatar photo Shaon Ahmed Siam Contributor says:
    Wow that was excellent post
    1. Avatar photo Partha Author Post Creator says:
      ধন্যবাদ
  5. Avatar photo Rasel Tips Contributor says:
    বলাই যায় এটা কিন্তু খুব ভালো পোস্ট।।
    তবে যদি ভিডিও দিয়ে বোঝাতো তাহলে খুব ভালো হতো।।
    কারন এই ভাবে দিলে কেউ বুঝবে আবার কেউ বুঝবে না।।
    তাই ভিডিও দিলো ভালো হতো।।
    1. Avatar photo Partha Author Post Creator says:
      ভিডিও দেয়া সম্ভব না।
  6. Avatar photo Rasel Tips Contributor says:
    আপনার ফেসবুক আইডি দেন
  7. Avatar photo Rasel Tips Contributor says:
    ওকে।।
    ঠিক আছে
  8. Avatar photo Rasel Tips Contributor says:
    এরকম আরো পোস্ট দিয়েন
  9. code bosanor niyom tao jodi bole diten tahole valo hoto..apnar link a click korle onek gulo file astece kotha theke copy korbo bujhteci na..
    1. Avatar photo Partha Author Post Creator says:
      [url=https://www68.zippyshare.com/v/KovOVAHP/file.html]radio.zip[/url]
      এটা সার্ভারে আপ করে আনজিপ করে দিন। তাহলেই হবে।
  10. S A Suvo Sheikh Contributor says:
    file ta download korte parchina vai
  11. Avatar photo Bomstar1122 Contributor says:
    vai.. code ta khi babe site add korbo
    1. Avatar photo Partha Author Post Creator says:
      [url=https://www68.zippyshare.com/v/KovOVAHP/file.html]radio.zip[/url]
      এটা সার্ভারে আপ করে আনজিপ করে দিন। তাহলেই হবে।
  12. Avatar photo SP Sagor Prince Contributor says:
    Vai ata wapkiz te kivabe past korbo….please bolen vai
  13. mrfarhanisrak Levi Author says:
    সুন্দর।

Leave a Reply