Site icon Trickbd.com

ফ্রিতে নিন ৫টি ডোমেইন। মিস না করতে ঝলদি করুন। সময় আর সুযোগ আসে না বারবার

Unnamed

আজ আপনাদের দেখাবো, “কিভাবে আপনি খুব সহজেই ফ্রিতে ডোমেইন নিবেন। “

অনেকের শখ একটি ওয়েবসাইটে কাজ করে নিজের প্রতিভা প্রকাশিত করা এবং এর মাধ্যমে স্ব-নির্ভরতার মাধ্যমে কিছু টাকা উপার্জন করা।

তো, প্রথম অবস্থাতে আমাদের যথেষ্ট মুল্ধনের অভাবে আমরা আমাদের ইচ্ছে পুরন থেকে দূরে সরে যাই।

তো, এজন্য প্রথম অবস্থায় ওয়েবসাইটের সমস্ত অভিজ্ঞতার জন্য আমাদের প্রয়োজন হয় ফ্রি ডোমেইনের।

যেন, আমাদের টাকা ছারাই প্রাথমিক স্তরের জ্ঞানগুলো অর্জন করে নিতে পারি।

কিছুদিন আগে বেশ কিছু ডোমেইন তাদের পাব্লিসিটি করার জন্য ফ্রি দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল (.ooo)।

অনেকেই নিতে পারেননি,

তাই আজ দেখাতে যাচ্ছি, .tk, .ml, .ga, .cf, .gq এই পাচটি ডোমেইনই আপনি এখন ফ্রিতে নিতে পারছেন। এক্ষুনি নিয়ে নিন।

তাই আজকের পোস্টটি আপনার জন্যই।

তো কথা বাড়াবো না।

ধাপসমুহঃ

 ১। প্রথমে, www.dot.tk প্রবেশ করুন।

২। এরপর এখানে সার্চ বক্সে আপনার পছন্দমত ডোমেইন লিখে Check availability সার্চ করে দেখুন ডোমেইন available আছে কিনা!

৩। যদি আপনার পছন্দমত ডোমেইন এভেইলেবল থাকে তবে সেখানে পাশের Get in Now লেখায় ক্লিক করুন।

৪। আপনি চাইলে একাধিক ডোমেইন ও নিতে পারেন ফ্রিতেই।

৫। এরপর আপনি উপরে বা নিচের দিকে Checkout লিখায় ক্লিক করুন।

৬। এরপর আপনাকে অটোমেটিক Freenom এর ওয়েবসাইটে  প্রবেশ করে দিবে।

৭। এখানে ডিফল্ট অবস্থায় ৩মাসের জন্য ফ্রির সিস্টেম রেখেছে। এখানে ক্লিক করলেই বাকি অপশনগুলো পাবেন। এক্ষেত্রে ভিডিওটি দেখে নিতে পারেন, নয়তো কিন্তু ১বছরের জন্য ফ্রি হবে না।

৮। এরপর আপনি Continue ক্লিক করুন।

৭। এরপর আপনি আপনার ইমেইল দিন আপনার ভেরিফাই করার জন্য।

৮। যেই ইমেইল দিয়েছেন সেই ইমেলে যান এবং একটি মেইল পাবেন যেখানে ভেরিফিকেশন লিংক পাবেন। লিংকে ক্লিক করুন।

৯। লিংকে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবেন এবং আপনি  একটি পেজে চলে আসবেন।

১০। এখানে আপনার তথ্যগুলো দিয়ে & Tickmark দিয়ে  সহজেই Complete Order ক্লিক করুন।

১১। ব্যস, হয়ে গেল আপনার ডোমেইন অর্ডার করা।

এখন আপনি বিন্দাস ভাবে ঘোরা ফেরা করুন, আর আপনার ইমেল চেক করুন মাঝে মাঝে। কারন, আপনার ইমেলেই বাকি ইনফরমেশন পেয়ে যাবেন আস্তে আস্তে।

পোস্টটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।


আর হ্যা,
কিভাবে এই ডোমেইনকে সেটাপ করতে হয় সেসব ব্যপারে এখানে আস্তে আস্তে পোস্ট দিব।

তবে চাইলে আপনি আগে আগে পাওয়ার জন্য http://www.know4share.ooo অথবা এই লিঙ্কে থেকে জেনে নিতে পারবেন।

এছাড়াও বুঝতে সুবিধার জন্য ভিডিও দেয়া হয়েছে যা আপনি দেখে বিমোহিত হবেন গ্যারান্টি।

ভিডিওটি ঠিক ১টায় প্রিমিয়ার হবে। লেটেস্ট ভিডিও বানিয়েছি।

Full HD & Mind Blowing Sound:

শেষ কথাঃ যখন প্রথম আমি গতবছরের শেষের দিকে অর্ডার করি। ডোমেইন সেটাপ করতে পারছিলাম না। কত্ত ভাইজানদের সাহায্য প্রাথর্না করেছি। কিন্তু, আমার সেটাপ সম্পর্কিত সাহায্য পাইনি। যে কারনে অনেকটাই কস্টসাধ্য হয়েছিল। ট্রিকবিডির একটা পোস্ট ও পেয়েছিলাম কিন্তু অথর সাহেব নিশ্চয় একটু তারাহুড়ায় ছিলেন বোধ হয় যেকারনে ঐ পোস্টটি তেমন হেল্পফুল ভাবে বোঝাতে পারেনি।

এই হলো নিজ এক্সপেরিয়েন্সের কথা। যদি আপনারা চান ধারাবাহিকভাবে এই ব্যাপারে টানা পোস্ট করে যাব তবে সাপোর্ট প্রয়োজন।

কি পাবো তোহ??? পেলে অবশ্যই পোস্টটি কেমন হয়েছে, পোস্টের বিষয়বস্তু স্পষ্ট কিনা, এবং আপনারা পেতে আগ্রহি কিনা ইত্যাদি জানাবেন। চাইলে আগে আগে পেতে এই ওয়েবসাইটে যেতে পারেন।

খুব দুখিত সময়ের অভাবে স্ক্রিনশট দিতে পারিনি। অতি শিঘ্রই দেয়া হবে
Exit mobile version