আজ আপনাদের দেখাবো, “কিভাবে আপনি খুব সহজেই ফ্রিতে ডোমেইন নিবেন। “

অনেকের শখ একটি ওয়েবসাইটে কাজ করে নিজের প্রতিভা প্রকাশিত করা এবং এর মাধ্যমে স্ব-নির্ভরতার মাধ্যমে কিছু টাকা উপার্জন করা।

তো, প্রথম অবস্থাতে আমাদের যথেষ্ট মুল্ধনের অভাবে আমরা আমাদের ইচ্ছে পুরন থেকে দূরে সরে যাই।

তো, এজন্য প্রথম অবস্থায় ওয়েবসাইটের সমস্ত অভিজ্ঞতার জন্য আমাদের প্রয়োজন হয় ফ্রি ডোমেইনের।

যেন, আমাদের টাকা ছারাই প্রাথমিক স্তরের জ্ঞানগুলো অর্জন করে নিতে পারি।

কিছুদিন আগে বেশ কিছু ডোমেইন তাদের পাব্লিসিটি করার জন্য ফ্রি দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল (.ooo)।

অনেকেই নিতে পারেননি,

তাই আজ দেখাতে যাচ্ছি, .tk, .ml, .ga, .cf, .gq এই পাচটি ডোমেইনই আপনি এখন ফ্রিতে নিতে পারছেন। এক্ষুনি নিয়ে নিন।

তাই আজকের পোস্টটি আপনার জন্যই।

তো কথা বাড়াবো না।

ধাপসমুহঃ

 ১। প্রথমে, www.dot.tk প্রবেশ করুন।

২। এরপর এখানে সার্চ বক্সে আপনার পছন্দমত ডোমেইন লিখে Check availability সার্চ করে দেখুন ডোমেইন available আছে কিনা!

৩। যদি আপনার পছন্দমত ডোমেইন এভেইলেবল থাকে তবে সেখানে পাশের Get in Now লেখায় ক্লিক করুন।

৪। আপনি চাইলে একাধিক ডোমেইন ও নিতে পারেন ফ্রিতেই।

৫। এরপর আপনি উপরে বা নিচের দিকে Checkout লিখায় ক্লিক করুন।

৬। এরপর আপনাকে অটোমেটিক Freenom এর ওয়েবসাইটে  প্রবেশ করে দিবে।

৭। এখানে ডিফল্ট অবস্থায় ৩মাসের জন্য ফ্রির সিস্টেম রেখেছে। এখানে ক্লিক করলেই বাকি অপশনগুলো পাবেন। এক্ষেত্রে ভিডিওটি দেখে নিতে পারেন, নয়তো কিন্তু ১বছরের জন্য ফ্রি হবে না।

৮। এরপর আপনি Continue ক্লিক করুন।

৭। এরপর আপনি আপনার ইমেইল দিন আপনার ভেরিফাই করার জন্য।

৮। যেই ইমেইল দিয়েছেন সেই ইমেলে যান এবং একটি মেইল পাবেন যেখানে ভেরিফিকেশন লিংক পাবেন। লিংকে ক্লিক করুন।

৯। লিংকে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবেন এবং আপনি  একটি পেজে চলে আসবেন।

১০। এখানে আপনার তথ্যগুলো দিয়ে & Tickmark দিয়ে  সহজেই Complete Order ক্লিক করুন।

১১। ব্যস, হয়ে গেল আপনার ডোমেইন অর্ডার করা।

এখন আপনি বিন্দাস ভাবে ঘোরা ফেরা করুন, আর আপনার ইমেল চেক করুন মাঝে মাঝে। কারন, আপনার ইমেলেই বাকি ইনফরমেশন পেয়ে যাবেন আস্তে আস্তে।

পোস্টটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।


আর হ্যা,
কিভাবে এই ডোমেইনকে সেটাপ করতে হয় সেসব ব্যপারে এখানে আস্তে আস্তে পোস্ট দিব।

তবে চাইলে আপনি আগে আগে পাওয়ার জন্য http://www.know4share.ooo অথবা এই লিঙ্কে থেকে জেনে নিতে পারবেন।

এছাড়াও বুঝতে সুবিধার জন্য ভিডিও দেয়া হয়েছে যা আপনি দেখে বিমোহিত হবেন গ্যারান্টি।

ভিডিওটি ঠিক ১টায় প্রিমিয়ার হবে। লেটেস্ট ভিডিও বানিয়েছি।

Full HD & Mind Blowing Sound:

শেষ কথাঃ যখন প্রথম আমি গতবছরের শেষের দিকে অর্ডার করি। ডোমেইন সেটাপ করতে পারছিলাম না। কত্ত ভাইজানদের সাহায্য প্রাথর্না করেছি। কিন্তু, আমার সেটাপ সম্পর্কিত সাহায্য পাইনি। যে কারনে অনেকটাই কস্টসাধ্য হয়েছিল। ট্রিকবিডির একটা পোস্ট ও পেয়েছিলাম কিন্তু অথর সাহেব নিশ্চয় একটু তারাহুড়ায় ছিলেন বোধ হয় যেকারনে ঐ পোস্টটি তেমন হেল্পফুল ভাবে বোঝাতে পারেনি।

এই হলো নিজ এক্সপেরিয়েন্সের কথা। যদি আপনারা চান ধারাবাহিকভাবে এই ব্যাপারে টানা পোস্ট করে যাব তবে সাপোর্ট প্রয়োজন।

কি পাবো তোহ??? পেলে অবশ্যই পোস্টটি কেমন হয়েছে, পোস্টের বিষয়বস্তু স্পষ্ট কিনা, এবং আপনারা পেতে আগ্রহি কিনা ইত্যাদি জানাবেন। চাইলে আগে আগে পেতে এই ওয়েবসাইটে যেতে পারেন।

খুব দুখিত সময়ের অভাবে স্ক্রিনশট দিতে পারিনি। অতি শিঘ্রই দেয়া হবে

40 thoughts on "ফ্রিতে নিন ৫টি ডোমেইন। মিস না করতে ঝলদি করুন। সময় আর সুযোগ আসে না বারবার"

  1. Avatar photo Al Sayeed Author says:
    aita to pagole o jane.
  2. Avatar photo Nazmul Islam Contributor says:
    ধুর মিয়া বালের পোস্ট দিছেন ভিডিও প্রোমোট করতে আইছেন আর একটা স্কিনসট ও নাই আর এটা তো সবাই পারে
  3. Avatar photo Author says:
    TrickBD তে নতুন নাকি ভাই?
  4. Avatar photo zahiddj Contributor says:
    Ata dakhar o baki chilo ???
  5. Avatar photo Raaz Author says:
    ভাই Browsing কীভাবে করে এটা নিও পোস্ট করেন এটা বাদ রাখছেন কেনো??
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      হ ভাই, ঠিক কইছেন।। কিভাবে ব্রাউজ করতে হয় তা পেয়ে যাবেন শিগ্রই ?
  6. Avatar photo স্বপ্ন Author says:
    ভাই আপনি মনে হয় জনেন না এখানে ৯০% ই এক্সপার্ট
    তাই এগুলো পাচ বছর আগে থেকেই সবাই জানে, শুধু আপনি ব্যাথিত
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      ????
  7. Avatar photo Abdus Sobhan Author says:
    Vi ata Trickbd kono faltu website na..
    Sobai akhane expert..
    Tai ai post gula na korlei valo..
  8. arayhan30 Subscriber says:
    fb account kivabe Kulte hoy post korben plz?
  9. Avatar photo bappi banik Author says:
    এইসব Domain ত এমনিতেই ফ্রী
  10. Avatar photo Md Asif Contributor says:
    lol egula to amnei free domain 1 year er jonno
    5 bosor age theke jani
  11. Avatar photo Hs Habib Khan Contributor says:
    Tnx bro ami ekta domains nibo
  12. Raju ✅ Contributor says:
    এটাই দেখা বাকি ছিল! ???
  13. Avatar photo Mr.tech Author says:
    Egula 90% Trickbd member jane..?
  14. Avatar photo Fazley Sabbir Contributor says:
    Awesome.Jara Jane na tader jonno upokari post….carry on.
  15. Avatar photo The Famous SA Contributor says:
    many many tnx bro, ss dile valo hoto
  16. Avatar photo The Famous SA Contributor says:
    onekei bolteche jane,
    tahole free domain neyar koyekta site er link din
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      কে কে জানে তাতো আমার পক্ষে জানা সম্ভব না। আর ট্রিকবিডিতে সবাই যদি ওস্তাদমার্কা হয় তবে তাদের জন্য তো সাধারন পাবলিকের জানার ঘাটতি থেকে যাবে
    2. Avatar photo white devil Author says:
      ভাই,মোবাইল অন/অফ করব কিভাবে?
      কিভাবে সেটিংস এ যেতে হয়?
      কিভাবে ফেইসবুকে লগ ইন করতে হয়?
      কিভাবে ফেইসবুকে নতুন একাউন্ট খুলতে হয়?
      কিভাবে এপস ডাউনলোড করতে হয়?
      কিভাবে সিম এবং মেমোরি মোবাইলে প্রবেশ করাতে হয়?
      কিভাবে মোবাইল চার্জ দিতে হয়?

      এই গুলা নিয়েও একটা পোস্ট দেন।
      আমি ভাই নতুন।
      তাই বললাম আর কি….

  17. Avatar photo কাব্য Author says:
    আজব কারবার
  18. Tirtho Contributor says:
    আমি জানি না কিভাবে ডাটা অন করতে হয়,,এই নিয়ে একটা পোস্ট করেন
  19. Avatar photo Sofikul Islam Author says:
    কি পোস্ট করেন ভাই, এগুলা সবাই জানে।
  20. Avatar photo akram Author says:
    online sector a new naki vai?notun hoile to post korar dorkar nai,trickbd te j post gula aca oigula dekhe age kicu shikun.
  21. Avatar photo NS Sabur Legend Author says:
    Nice post…. Karon old is gold.
  22. Avatar photo white devil Author says:
    ভাই,মোবাইল অন/অফ করব কিভাবে?
    কিভাবে সেটিংস এ যেতে হয়?
    কিভাবে ফেইসবুকে লগ ইন করতে হয়?
    কিভাবে ফেইসবুকে নতুন একাউন্ট খুলতে হয়?
    কিভাবে এপস ডাউনলোড করতে হয়?
    কিভাবে সিম এবং মেমোরি মোবাইলে প্রবেশ করাতে হয়?
    কিভাবে মোবাইল চার্জ দিতে হয়?

    এই গুলা নিয়েও একটা পোস্ট দেন।
    আমি ভাই নতুন।
    তাই বললাম আর কি….

  23. Avatar photo JABER Author says:
    http://Www.bad360.tk
    Apnr post deke nia nilam..tnq?
  24. Avatar photo Faisal Ahmed Xein Author says:
    বলদায় কয় কি। আজ ৫ বছির ধইরা ফ্রে লিতাসি। এই হ্লা কয় সীমিত সমিয়ের অফার?
  25. Avatar photo Not Found 404! Author says:
    Assa bro ai domein gulor meyad unlimited kora jabe free te. ar amn kono trick ase trickbd te? na thakle ami korte cai..
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      Meyad unlimited free nah… 1yrs
  26. Avatar photo Ahmed Parbes Author says:
    ব্লগিং ইউজ করলে. blogspot.com এ এডসেন্স এপরোভাল নিতে যতটা না কষ্ট হয় তার চেয়ে হাজার গুন কষ্ট হয় এই ডোমেইনগুলো নিয়ে এডসেন্স এপরোভাল করাতে!
    এক কথায় এইগুলা ফালতু ডোমেইন?
  27. Avatar photo Jibon Roy Author says:
    vai domain diye ki kore
    rana vai plz trickbd te ha ha react ta chalu korun post e
    egula vava jay trickbd din din kothay jacche
  28. Avatar photo Jibon Roy Author says:
    manovota aj kutay?
    domain neyar o post hocche tao onk onk din er kotha?
    Porer post Chai
    kivabe je kaoke call deya jay??
  29. Avatar photo Rko Contributor says:
    বলদের মতো পোষ্ট কত টাইম নষ্ট ট্রিবিডিতে নতুন নাকি???
    পুরোনো পোস্ট দেখ নাই????
    ওয়েব টিওটোরিয়াল সেকসনে দেখ????
  30. Avatar photo Mrinmoy Contributor says:
    Email invalid dekhay ken vai? Desktop mode a o email invalid dekhay. Solution den keo

Leave a Reply