Site icon Trickbd.com

দেখুন কীভাবে একটি Social Network Site (সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ) বানাবেন || Clone of Facebook

Unnamed

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আজকে এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটি Social Network সাইট বানাবেন!! আর সেই সাইটের ফিচার সব ফেসবুকের মতোন হবে !! আর, আজকের এই টিউনটি একটি ভিডিও রিলেডেট টিউন। কন্টেন্ট এর মাধ্যমে পুরো টিউন বোঝানো সম্ভব না। ভিডিও নিচে ইম্বেড করা আসে !!

তো আমাদের এই ধরনের Social Network সাইট বানাতে কী কী লাগবে?

শুধু মাত্র তিনটি জিনিস হলে আমরা খুব সহজেই এই ধরনের সাইট বানাতে পারব।

  1. Hosting – প্রিমিয়াম হোস্টিং লাগবে নয়তো সাইট বানানোর কিছুক্ষণের মধ্যে ব্যান খাবেন। তবে আপনি চাইলে 000webhost এর ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারেন এটি সহজে ব্যান করে দেয় না।
  2. Domain– আপনি চাইলে freenom থেকে একটি ফ্রি ডোমেইন বা একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .net, .info) কিনে নিতে পারেন
  3. Script– Social Network সাইট বানাতে আমাদের অবশ্যই একটি Social Network স্ক্রিপ্ট এর প্রয়োজন। স্ক্রিপ্টটি আমি ইতিপূর্বে শেয়ার করেছি। আর আপনি যদি স্ক্রিপ্টটি ডাউনলোড না করে থাকেন তাহলে এখনি ডাউনলোড করে নিন।

Recommend:
Download Wowonder v2.3.3 nulled Script

How to Create a Social Network site !! Full tutorial Video

প্রথমেই ভিডিওটি দিয়ে দিলাম কেননা আগেই বলেছি এটি একটি ভিডিও রিলেটেড পোস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি স্কিপ করবেন।

How to Create a Social Network site Step by Step

এই ছিল আজকের টিউন। আশা করছি পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –

যেকোন প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট কম দামে কিনতে চাইলে ই-মেইল করুন – support@wikibn.com অথবা, ফেসবুকে মেসেজ দিন Message Me