আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আজকের টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে Wapkiz সাইটের Footer Ads অর্থাৎ সাইটের একদম নিচে যে “ DOWNLOAD NOW ” নামে একটি ব্যানার এডস থাকে সেটি হাইড করবেন বা মুছে ফেলবেন। যদিও এটি শুধু wapkiz ব্যবহারকারীদের জন্য একটি ট্রিক্স, কিন্তু এতে CSS3 ব্যবহার করা হয়েছে যা আমাদের সবারই জনার প্রয়োজন আছে।
প্রথমেই এডস হাইড করার আগে সাইটের অবস্থা দেখে নিন।
তো এডস হাইড করার জন্য প্রথমেই যেই সাইটের এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ প্রবেশ করুন।
তারপর, Css Theme এ ক্লিক করুন।
এবার, Edit Full Css এ ক্লিক করুন।
এখানে একটি টেক্সটবক্স দেখতে পাবেন। টেক্সটবক্স এর একেবারে শেষে এইটা লিখুনঃ [class*=”s5″]{display: none;}
তারপর Ok ক্লিক করে দিন।
এবার দোখুন, কোন ব্যানার এডস শো করছে না।
ইনশাল্লাহ, এটি সবার ক্ষেত্রে কাজ করবে। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকেও আমার সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারেন।
Stay Home, Stay Safe.