আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

 

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে আমরা ভাল থাকি আর না থাকি, খুব আতংকে আছি। কারন, এটি আমাদের কমিউনিটিকে ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে। তাই নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ঘরে থাকুন।

 

আজকের টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে Wapkiz সাইটের Footer Ads অর্থাৎ সাইটের একদম নিচে যে “ DOWNLOAD NOW ” নামে একটি ব্যানার এডস থাকে সেটি হাইড করবেন বা মুছে ফেলবেন। যদিও এটি শুধু wapkiz ব্যবহারকারীদের জন্য একটি ট্রিক্স, কিন্তু এতে CSS3 ব্যবহার করা হয়েছে যা আমাদের সবারই জনার প্রয়োজন আছে।

প্রথমেই এডস হাইড করার আগে সাইটের অবস্থা দেখে নিন।

তো এডস হাইড করার জন্য প্রথমেই যেই সাইটের এডস হাইড করবেন সেই সাইটের   Panel Mode  এ প্রবেশ করুন।

তারপর,  Css Theme  এ ক্লিক করুন।

এবার,  Edit Full Css  এ ক্লিক করুন।

এখানে একটি টেক্সটবক্স দেখতে পাবেন। টেক্সটবক্স এর একেবারে শেষে এইটা লিখুনঃ  [class*=”s5″]{display: none;}
তারপর  Ok  ক্লিক করে দিন।

এবার দোখুন, কোন ব্যানার এডস শো করছে না।

ইনশাল্লাহ, এটি সবার ক্ষেত্রে কাজ করবে। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকেও আমার সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারেন।

Stay Home, Stay Safe.

Contact with me:-

14 thoughts on "[100% working] Wapkiz সাইটের Footer Ads হাইড করুন সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়ে।(Using CSS Only)"

    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      Welcome <3
  1. Avatar photo NK--SF Author says:
    Jani But Valo
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      Good …
      apni ki ei method ti janten?
  2. Avatar photo DH SAJIB Contributor says:
    ভাইয়া আপনার ফেসবুক আইডিটা দেন একটু কথা আছে
    1. Avatar photo DH SAJIB Contributor says:
      ইনবক্স চেক করেন
  3. hasan13 Contributor says:
    vai..eita shidhu apnar site tar main page er ad k remove korse..kono url short kore enter korle ad ta oi link e abar chole ase…dekhen ektu
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      tnx for your information.
      ei code ta use korlei problem solve hoye jabe:
      [class*=”s5″]{display: none;}
      ekhon dekhte paren
  4. Avatar photo Dip Dey Contributor says:
    Nice And Best
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      tnx
  5. shohel Contributor says:
    bro kaj krenah kno

Leave a Reply