Site icon Trickbd.com

নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার

 

নিজের একটা Website তৈরির সপ্ন প্রায় সবারই থাকে। কিন্তু কোডিং, হোস্টিং, ডোমেইন এতো কিছু দেখে অনেকেই আর Website তৈরির সাহস করে না।

 

 

তবে আমি আজ যে ট্রিকটা দেখাবো তার মাধ্যমে আপনি নিজের wifi network এর মধ্যে একটা ছোটখাটো Blog সাইট তৈরি করতে পারবেন। যা আপনার আশেপাশের মানুষ / বন্ধুবান্ধবরা ভিজিট করতে পারবে।

 

Website টা দেখতে এমন হবে….

Demo site: https://blog1-mrasfi.netlify.app

 

তো চলুন শুরু করি ….

 

মোবাইলে mb থাকলে ভিডিও দেখে নিন। ওখানে সব সুন্দর করে বুঝানো আছে। আর গরীবরা ? mb না থাকলে পড়তে থাকুন ?

 

 

(⚠️ video টি দেখতে অসুবিধা হলে এই লিংকে গিয়ে দেখুন https://youtu.be/AEH-cKsqW8U। আমার সাথে যোগাযোগ করার উপায় পোস্টের নিচে পাবেন। )

  

প্রক্রিয়াটি বেশ সহজ। আমি সবকিছু Readymade  করে রেখেছি। Just Download দিবেন আর সাইট তৈরি ?

 

এর জন্য আমাদের একটা App লাগবে আর একটা Theme (HTML Template) ডাউনলোড করা লাগবে 

 

Download App  : Play Store Link


Download Theme  : Google Drive Link

 

Theme টা ডাউনলোড করে Unzip করে রাখুন

 

 

এবার App টা ওপেন করুন।

 

 

Theme টা যেখানে unzip করছেন ওই folder টা সিলেক্ট করুন

 

 

Start Server এ ক্লিক করুন।

 

 

Yo!  Website is ready ?

 

 

Homepage এর সব কোড index.html এ পাবেন। আর ব্লগগুলো blogs folder এ পাবেন।

 

 

 

উপকারিতা

 

আমরা এখন যে ওয়েবসাইটটি বানিয়েছি তা শুধুমাত্র আপনার Wifi তে কানেক্টেড মানুষরাই দেখতে পারবে। তবে এসব ওয়েবসাইটেরও কিছু সুবিধা আছে যেমনঃ

 

১) আশেপাশে বন্ধুদের নিয়ে একটা ছোটখাটো Social Media সাইট তৈরি করা যেতে পারে
২) নিজ এলাকায় e-commerce সাইট খুলতে পারেন ?। হাতে প্রোডাক্ট না দিখিয়ে এভাবে দেখালে আপনার Brand Value বাড়বে ?
৩) ফাইল শেয়ারিং এর জন্যও ব্যবহার করা যাবে। Website এর মাধ্যমেই যেকোন ফাইল কোন app ছাড়াই আদান-প্রদান সম্ভব
৪) আরো অনেককিছু করা যাবে ?

 

THEME টা কিভাবে edit করতে হবে তা জানতে এই পোস্টটি পড়ুন

 

 

⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning  mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel ?