নিজের একটা Website তৈরির সপ্ন প্রায় সবারই থাকে। কিন্তু কোডিং, হোস্টিং, ডোমেইন এতো কিছু দেখে অনেকেই আর Website তৈরির সাহস করে না।

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

তবে আমি আজ যে ট্রিকটা দেখাবো তার মাধ্যমে আপনি নিজের wifi network এর মধ্যে একটা ছোটখাটো Blog সাইট তৈরি করতে পারবেন। যা আপনার আশেপাশের মানুষ / বন্ধুবান্ধবরা ভিজিট করতে পারবে।

 

Website টা দেখতে এমন হবে….

Demo site: https://blog1-mrasfi.netlify.app

 

তো চলুন শুরু করি ….

 

মোবাইলে mb থাকলে ভিডিও দেখে নিন। ওখানে সব সুন্দর করে বুঝানো আছে। আর গরীবরা ? mb না থাকলে পড়তে থাকুন ?

 

 

(⚠️ video টি দেখতে অসুবিধা হলে এই লিংকে গিয়ে দেখুন https://youtu.be/AEH-cKsqW8U। আমার সাথে যোগাযোগ করার উপায় পোস্টের নিচে পাবেন। )

  

প্রক্রিয়াটি বেশ সহজ। আমি সবকিছু Readymade  করে রেখেছি। Just Download দিবেন আর সাইট তৈরি ?

 

এর জন্য আমাদের একটা App লাগবে আর একটা Theme (HTML Template) ডাউনলোড করা লাগবে 

 

Download App  : Play Store Link


Download Theme  : Google Drive Link

 

Theme টা ডাউনলোড করে Unzip করে রাখুন

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

এবার App টা ওপেন করুন।

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

Theme টা যেখানে unzip করছেন ওই folder টা সিলেক্ট করুন

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

Start Server এ ক্লিক করুন।

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

Yo!  Website is ready ?

 

 publish website on Localhost bangla tutorial by mrASFi
 publish website on Localhost bangla tutorial by mrASFi
 publish website on Localhost bangla tutorial by mrASFi

 

Homepage এর সব কোড index.html এ পাবেন। আর ব্লগগুলো blogs folder এ পাবেন।

 

 

 

উপকারিতা

 

আমরা এখন যে ওয়েবসাইটটি বানিয়েছি তা শুধুমাত্র আপনার Wifi তে কানেক্টেড মানুষরাই দেখতে পারবে। তবে এসব ওয়েবসাইটেরও কিছু সুবিধা আছে যেমনঃ

 

১) আশেপাশে বন্ধুদের নিয়ে একটা ছোটখাটো Social Media সাইট তৈরি করা যেতে পারে
২) নিজ এলাকায় e-commerce সাইট খুলতে পারেন ?। হাতে প্রোডাক্ট না দিখিয়ে এভাবে দেখালে আপনার Brand Value বাড়বে ?
৩) ফাইল শেয়ারিং এর জন্যও ব্যবহার করা যাবে। Website এর মাধ্যমেই যেকোন ফাইল কোন app ছাড়াই আদান-প্রদান সম্ভব
৪) আরো অনেককিছু করা যাবে ?

 

THEME টা কিভাবে edit করতে হবে তা জানতে এই পোস্টটি পড়ুন

 

 

⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning  mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel ?

8 thoughts on "নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার"

  1. Al Sayeed Author says:
    eitate to shodo apnar router a connect thaka device gula access korte parbe. tachara r kew e access korte parbena.
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      Title তো ওইটাই বললাম।
      “নিজের wifi network এ…..”

      তবে localhost কে ওয়াইফাই এর বাইরে থেকেও access সম্ভব। ওইটা পরে দেখাবো ।
      আর চাইলে আমার Demo site এর মতো একটা সাইট খুলা যেতে পারে।

    2. Al Sayeed Author says:
      bojte parsi vai. “নিজ এলাকায় e-commerce সাইট খুলতে পারেন ?” eitar jonno bollam.
    3. ✅Asfi Sultan Author Post Creator says:
      Hmm…
      Goriber e-commerce
      Jeshob auntie ra jama-kapor sale kore onader jonno ?
  2. Alan Walker Contributor says:
    wifi রাউটার এর মাধ্যমে pc-pc & pc-mobile ফাইল শেয়ারের পধ্যতি বলেন কেউ। কোনো অ্যাপ ছড়া
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      App ছাড়া localhost/ FTP দিয়ে করা যাবে।
      তবে sender এর ডিভাইসে app install করা লাগবে। receiver এর ডিভাইসে কোন app লাগবে না
  3. md shohel khan Subscriber says:
    অড়া কাড়া যাড়া এখনো real Research app একাউন্ট কড়েন নাই

    Research App Big Update প্রতিরেফারে ৫$=৫০০ tnc একাউন্ট করলে ৫০টাকা সাথে সাথে বিকাশে নিন।প্রতিদিন অল্প সময় দিয়ে ৫-২০ tnc=২$ খুব ভালো ইনকামের app যারা এখনো কাজ করছেন না তারা আজ থেকে শুরু করে দিন সাথে সাথে ৫০ টাকা হলে আমি নিজে দিব।
    App link:
    https://realresearch.page.link/KJSogroLRpXF67b18

    Kyc level 5 complete কড়বেন

  4. Levi Author says:
    ভালো।

Leave a Reply