আসসালামু আলাইকুম,
আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে বাংলা ফন্ট যোগ করবেন। কিন্তু কিভাবে করবেন?
আমি চাচ্ছি এইটাতে বাংলা ফন্ট যোগ করব এটা এভাবে খুব সিম্পল লাগছে আর দেখতেও ভালো লাগছে না।
তাই এটা করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েব সাইটে যাওয়া লাগবে
Fonts.Maateen.Me
এখানে দেখুন আপনাদের জন্য রাখা আছে অনেক ফন্ট।
পছন্দ মতন একটা সিলেক্ট করুন
যেমন আমি এটা নিলাম শুধু দেখানোর জন্য। (মোটেও এই ফন্ট টা আমার পছন্দ না ?)
তারপর আপনাদের পছন্দকৃত ফন্ট টি সাইটে যোগ করার জন্য তাদের দেওয়া প্রথম কোড টি কপি করে নিন
এই কোড টি নিয়ে আপনাদের সাইটের Head Tag এ সবার উপরে paste করুন।
তারপর পুরো সাইটে এই ফন্ট টা শো করানোর জন্য css এ সবার নিচে এই কোড টি যোগ করে নিন
এবার দেখুন
আর আপনি যদি শুধু একটি মাত্র জায়গায় একটি মাত্র ট্যাগ এ ব্যবহার করতে চান তাহলে এই property টা ব্যবহার করতে পারেন
ভিডিও আকারে দেখুনঃ
আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?