আসসালামু আলাইকুম,

আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে বাংলা ফন্ট যোগ করবেন। কিন্তু কিভাবে করবেন?

যেমন এই সাইটটি,

আমি চাচ্ছি এইটাতে বাংলা ফন্ট যোগ করব এটা এভাবে খুব সিম্পল লাগছে আর দেখতেও ভালো লাগছে না।

তাই এটা করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েব সাইটে যাওয়া লাগবে
Fonts.Maateen.Me

তারপর navigation

এখানে দেখুন আপনাদের জন্য রাখা আছে অনেক ফন্ট।

পছন্দ মতন একটা সিলেক্ট করুন
যেমন আমি এটা নিলাম শুধু দেখানোর জন্য। (মোটেও এই ফন্ট টা আমার পছন্দ না ?)

তারপর আপনাদের পছন্দকৃত ফন্ট টি সাইটে যোগ করার জন্য তাদের দেওয়া প্রথম কোড টি কপি করে নিন

এই কোড টি নিয়ে আপনাদের সাইটের Head Tag এ সবার উপরে paste করুন।

তারপর পুরো সাইটে এই ফন্ট টা শো করানোর জন্য css এ সবার নিচে এই কোড টি যোগ করে নিন



এবার দেখুন

আর আপনি যদি শুধু একটি মাত্র জায়গায় একটি মাত্র ট্যাগ এ ব্যবহার করতে চান তাহলে এই property টা ব্যবহার করতে পারেন

ভিডিও আকারে দেখুনঃ

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?

Our FaceBook Page

Our Youtube Channel

13 thoughts on "Website এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Website"

  1. Jahid Hasan Contributor says:
    Blogger e custom Bangla font use korar way ache?
    1. ABU TAHER Author says:
      Hmm ase…
      Demo : tahercoxbd.com
    2. Jahid Hasan Contributor says:
      Bro, Details please…
  2. Blogger+Rakib Subscriber says:
    পারবেন।
    যদি আপনি templatesyard এর থিম ব্যবহার করে থাকেন তবে ফন্ট এর স্টাইলশিট এর উপরে বসান আর ফন্ট ফ্যামিলি . এর উপরে দিন।
    তারপর টেমপ্লেট সেভ দিন।
    যদি templateify থিম ব্যবহার করেন তবে ফন্ট স্টাইলশিট হেড এ বসান আর ফন্ট ফ্যামেলি গুলো .post-body সার্চ করে বসান কাজ হবে।
    যেমনঃ দেখুন কাষ্টম ফন্ট যুক্ত করতে পেরেছি।
    আপনিও পারবেন।
    1. Blogger+Rakib Subscriber says:
      stylesheet এ এবং fontfamilly এ বসান
    2. Jahid Hasan Contributor says:
      Blogger+Rakib Vaiya. Apni ektu knock korte parben?
      m.me/jahidhasan.usc

      Ba apnar ID dite parben?

    3. Blogger+Rakib Subscriber says:
      আমার ফেসবুক প্রোফাইল Message করুন।
  3. Ragib Hasan Abid Author says:
    কাজের পোস্ট ?
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      HMMM ᴛʜᴀɴᴋs
  4. Levi Author says:
    সুন্দর।
  5. Gautam Kumar Author says:
    আপনি চাইলে আপনার পছন্দের ফন্ট স্টাইল গুলো https://bnblogs.com/en থেকে পছন্দ করতে পারেন
  6. Hridoyrdx Contributor says:
    আপনার পছন্দের ফন্ট স্টাইল গুলো https://fontbangla.com/ থেকে পছন্দ করতে পারেন
  7. Hridoyrdx Contributor says:
    ভিবিন্ন ধরনের বাংলা ফন্ট ডাউনলোড করতে http://www.bongofont.com ভিজিট করতে পারেন

Leave a Reply