Site icon Trickbd.com

বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ)

আসসালামু আলাইকুম বন্ধুরা,

আশা করি ভালো আছেন, আজ অনেকদিন পরে লিখতে বসলাম । সম্প্রতি দেখা যায় সারা বিশ্বে সেরা সেরা কিছু ওয়েবহোষ্টিং কোম্পানি নিয়ে অনেক পোষ্ট আছে, কিন্তু বাংলাদেশি ভালো কিছু হোষ্টিং কোম্পানীর সেরকম লিষ্ট করা নেই । অনেকেরই এটা জানা প্রয়োজন আছে বলে আমি মনে করি । রিসেন্টলি অনেক কাজেই ডোমেইন হোষ্টিং প্রয়োজন হয় । সময়টাই এমন বর্তমানে যে ডোমেইন হোষ্টিং ছাড়া ডিজিটাল ডিজিটাল লাগে না । এজন্য বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশী ৫টি সেরা ওয়েব হোষ্টিং কোম্পানী চিনে রাখা খুবই জরুরী । তো চলুন, এবার শুরু করা যাক…

আমি মূলত এই ৫টি কোম্পানীকে বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট করেছি । সার্ভিস, সাপোর্ট, সার্ভার আপটাইম, সাপোর্ট প্রতিনিধির ব্যবহার, সার্ভিসের মূল্য তফাৎ এগুলোর উপর নির্ভর করে এই ৫টি কোম্পানীকে সেরা বলে আখ্যায়িত করা যায় ।

  1. ExonHost: Link: https://exonhost.com । পরিচালকঃ সালেহ আহমেদ । ২০১২ সাল হতে ওয়েব হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । সার্ভিস কোয়ালিটি খুবই ভালো । তাদের সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=exonhost.com । বর্তমানে তাদের ৪১টিরও বেশি শেয়ার্ড হোষ্টিং সার্ভার রানিং আছে । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০, সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.৫০ । দামঃ দামটা একটু বেশি, কেননা ভালো সার্ভিস এবং ভালো সাপোর্ট পেতে খরচ তো একটু করাই লাগবে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 799 BDT এবং হোষ্টিং 5GB 2250 BDT বাৎসরিক ।]
  2. HostEver: Link: https://hostever.com । পরিচালকঃ মোস্তফা কামাল । কোড ফোর হোষ্ট সম্পর্কে হয়তো অনেকেই জানেন, কোড ফোর হোষ্ট এর ই বর্তমান নাম হোষ্টএভার । সার্ভিস কোয়ালিটি খুবই ভালো । বাংলাদেশের ১ম দিক থেকেই তারা ডোমেইন হোষ্টিং প্রভাইড করে আসছে । তাদেরও সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=hostever.com । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০, সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.৫০ । দামঃ ১নম্বরের ন্যায় এদের দামটাও একটু বেশি । ওইযে, ভালো সাপোর্ট এবং সার্ভিস পেতে একটু খরচ লাগবেই ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 750 BDT এবং হোষ্টিং 1GB 1500 BDT বাৎসরিক ।]
  3. ApikHost: Link: https://apikhost.com । পরিচালকঃ আকাশ আহম্মেদ । স্কাইলাইন আইটি এর একটি অংগ প্রতিষ্ঠান । এরা কম দামে ডোমেইন হোষ্টিং সেবা প্রদান করার জন্য খ্যাত । ২০২০ সাল থেকে এরা ওয়েব হোষ্টিং সেবা প্রদান শুরু করে । তুলনামুলক কম দামে ডোমেইন হোষ্টিং সার্ভিস প্রভাইড করায় বর্তমানে তাদের চাহিদা বেশ ভালোই । তাদেরও সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা আছে । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=sv3.apikhost.com । বর্তমানে তাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার রয়েছে । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দামে কম হলেও তাদের সার্ভিস কোয়ালিটি মান সম্পূর্ণ ও নির্ভরযোগ্য ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 499 BDT এবং হোষ্টিং 10GB+Free .COM 999 BDT বাৎসরিক ।]
  4. IntelwebHost: Link: https://intelwebhost.com । পরিচালকঃ শিশির আহমেদ । ২০১৭ সাল থেকে ডোমেইন হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । ডোমেইন হোষ্টিং এ বিভিন্ন অফার দেওয়ায় মোটামুটি ভালোই পরিচিত এই কোম্পানিটি । এদেরও সমস্ত সিষ্টেমে জেনুইন লাইসেন্স করা আছে । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=128.199.75.145 । সার্ভিস কোয়ালিটি: ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দামঃ সাধ্যের মধ্যে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 499 BDT এবং হোষ্টিং 10GB+Free .COM 1199 BDT বাৎসরিক ।]
  5. PutulHost: Link: https://putulhost.com । পরিচালকঃ মোঃ রুহুল আমিন । সাধ্যের মধ্যে ডোমেইন ও ওয়েব হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । তাদের সমস্ত সার্ভিসে জেনুইন লাইসেন্স করা আছে । লাইসেন্স চেক লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=213.202.252.92 । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দাম: সাধ্যের মধ্যে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 669 BDT এবং হোষ্টিং 5GB 1000 BDT বাৎসরিক ।]

এই ছিলো বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানীর লিষ্ট । এই লিষ্টটা একটি ট্রাষ্টেড কোম্পানীর জন্য যা যা লাগে সেই নিয়ম মেনে তৈরি করা হয়েছে । এটি কোন মনগড়া বা পার্সোনাল কোন মতামত নয় । ওয়েব হোষ্টিং কোম্পানীর জন্য যা যা লাগে উপরোক্ত কোম্পানী ৫টি সমস্ত নিয়ম মেনে চলে । তাছাড়াও বাংলাদেশের ৮০% আইটি নির্ভরশীল মানুষ উপরোক্ত ৫টি কোম্পানীর সাথে জড়িত এবং পরিচিত । এবং বাংলাদেশের ৮০%+ ওয়েবসাইট উপরোক্ত ৫টি কোম্পানীর হোষ্টে হোষ্ট হয়েছে । চাইলে তাদের সার্ভার আইপিগুলো দিয়ে যাচাই করে দেখতে পারেন । আমার রিসার্সমতে ৮০% + সাইট এই কোম্পানীগুলোর আন্ডারে হোষ্ট হচ্ছে । তাই এই ৫টি কোম্পানীকে বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানী বলা যেতেই পারে ।

বর্তমান সময়ে নামি বেনামি ওয়েব হোষ্টিং কোম্পানীর ছড়াছড়ি কিন্তু আমরা বাঙালি কেবল অফার দেখেই লুটে পড়ি, কিন্তু কোম্পানীর অবস্থান বা ভবিষ্যৎ পরিধি না যেনেই যত্রতত্র অফার দেখেই লুফে নিই । ফলে, পরবর্তীতে বিভিন্ন রকম ঝামেলা বা কোম্পানী উধাও হয়ে গেছে, সাপোর্ট পাচ্ছেন না, ওয়েবসাইট ডাউন বিভিন্ন সমস্যায় ভূগি । কেউই আমরা যাচাই বাছাই করি না ।  যার জন্য প্রতারণা সহ, বিভিন্ন ডাটা হ্যাকিং, ইনফরমেশন লিকিং, এমনকি সাইবার হ্যারেজমেন্ট এর মতোও বাজে প্রতারণার স্বিকার হই । ওয়েব হোষ্টিং মানে সেখানে আপনার অনেক দামী ইনফরমেশনও থাকতে পারে বা এমনও ইনফরমেশনও থাকতে পারে যা কখনো কোটি টাকা দিলেও ফিরে পাবার মতো না । তাই, আসুন আমরা সঠিক কোম্পানী হতে ওয়েব হোষ্টিং নিয়ে নিশ্চিন্ত থাকি । যত্রতত্র কোম্পানী হতে হোষ্টিং বা ডোমেইন না কেনাই উত্তম । প্রতারণার হাত থেকে নিজে বাচুন, অন্যকে বাচান ।

 

আশা করি সকলে বুঝতে পেরেছেন ।

তবুও কোন ভুল হলে ক্ষমা করবেন ।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার আহব্বান করছি ।

(Information collected from: Own source.)